Virat Kohli: ‘এপ্রিলেই ব্যাগ গুছিয়ে নিয়েছিলাম’, বিরাট কোহলি কেন এমন করেছিলেন?
RCB, IPL 2024: কঠিন সময় পেরিয়ে এসেছে আরসিবি। টানা ৫ ম্যাচ জিতেছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। এ বার চেন্নাই সুপার কিংসকে ঘরের মাঠে হারিয়ে ১৭তম আইপিএলের প্লে অফের টিকিট পেতে চান বিরাট কোহলি-ফাফ ডু'প্লেসিরা। আজই প্লে-অফের ছবি পুরো পরিষ্কার হয়ে যাবে।
কলকাতা: আর কিছুক্ষণ পরই শুরু হবে আইপিএলের (IPL) গুরুত্বপূর্ণ ম্যাচ। যেখানে মুখোমুখি আরসিবি ও সিএসকে। চলতি আইপিএলের সবচেয়ে আলোচিত ম্যাচ যেন এটিই। কোন মাহেন্দ্রক্ষণে বিরাট কোহলি (Virat Kohli) ও মহেন্দ্র সিং ধোনির (MS Dhoni) সাক্ষাৎ হবে? তার অপেক্ষায় রয়েছেন দুই দলের অনুরাগীরা। ১৭তম আইপিএলের শুরুর দিকে আরসিবির অবস্থা ভালো ছিল না। একের পর এক ম্যাচ হেরে বিরাটের টিম কোণঠাসা হয়ে পড়েছিল। বেঙ্গালুরুর ভক্তরা ভাবতেও পারেননি এই পরিস্থিতি থেকে তাঁদের প্রিয় দল ঘুরে দাঁড়াবে। ওই সময় বিরাট কোহলির মনে কী ঘুরছিল?
বিরাটও যেন আরসিবির পারফরম্যান্স নিয়ে বিস্ময়ে রয়েছেন। তাঁর কথাতে তাই ঝরে পড়েছে। জিও সিনেমাকে দেওয়া এক সাক্ষাৎকারে বিরাট কোহলি বলেন, ‘এপ্রিল মাসে প্রায় আমি আমার ব্যাগ গুছিয়ে নিয়েছিলাম। তারপর ভাবছিলাম এ বার কী হবে? আর এখন আমরা দেখো কোন জায়গায় দাঁড়িয়ে রয়েছি। খেলা যে ভাবে ঘুরেছে, এক কথায় অসাধারণ। আর যা ঘটতে চলেছে, তা নিয়ে কখনওই কিছু অনুমান করা উচিত নয়। খেলাটা উপভোগ করা উচিত। মজা করা উচিত।’
It’s been a hell of a ride, but the journey isn’t complete! ⚔️
ನಮ್ಮ ರಾಯಲ್ ಚಾಲೆಂಜರ್ಸ್ ಸಮರಕ್ಕೆ ಸಿದ್ಧ! ❤️🔥
This is Royal Challenge presents RCB Shorts.#PlayBold #ನಮ್ಮRCB #IPL2024 #ChooseBold pic.twitter.com/VTQxgBZ3jw
— Royal Challengers Bengaluru (@RCBTweets) May 18, 2024
কঠিন সময় পেরিয়ে এসেছে আরসিবি। টানা ৫ ম্যাচ জিতেছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। এ বার চেন্নাই সুপার কিংসকে ঘরের মাঠে হারিয়ে ১৭তম আইপিএলের প্লে অফের টিকিট পেতে চায় আরসিবি। আজই প্লে-অফের ছবি পুরো পরিষ্কার হয়ে যাবে। ইতিমধ্যেই এ বারের আইপিএলের প্লে অফের যোগ্যতা অর্জন করেছে কেকেআর, রাজস্থান ও হায়দরাবাদ। জায়গা খালি একটি টিমের। কারা ভরাবে সেই শূন্যস্থান?