Virat Kohli: ওই সময় গায়ে কাঁটা দেয়… ভারতের বিশ্বকাপ সফর শুরুর আগে বিরাট শোনালেন বিশেষ অনুভূতির গল্প
T20 World Cup 2024: আইরিশদের বিরুদ্ধে আজ ভারতের বিশ্বকাপ যাত্রা শুরু হবে। এ বার দেখার আয়ারল্যান্ডের বিরুদ্ধে ভারতের একাদশ কেমন হয়। এবং বিরাট কোহলি কত নম্বরে ব্যাটিংয়ে নামেন। টি-টোয়েন্টি বিশ্বকাপের সর্বাধিক রান সংগ্রাহক তিনি। বিরাট কোহলি এ বার ভারতের বিশ্বকাপ সফর শুরুর আগে শোনালেন তাঁর এক বিশেষ অনুভূতির গল্প।
কলকাতা: দেশ-বিদেশের বিভিন্ন স্টেডিয়ামে ভারতীয় ক্রিকেটাররা বিরাট ভালোবাসা পান। আজ, বুধবার নিউ ইয়র্কে টি-২০ বিশ্বকাপ সফর শুরু করছে টিম ইন্ডিয়া। মার্কিন মুলুক একদিকে বিশ্বকাপ আয়োজনে মেতে। একইসঙ্গে সেখানকার ভারতীয় ক্রিকেট প্রেমীরা বিরাট কোহলি (Virat Kohli), রোহিত শর্মাতে মুগ্ধ হয়েছেন। দেশের জার্সিতে খেলা যেমন সকল ক্রিকেটারের স্বপ্ন। তেমনই বিশ্বকাপ খেলাও সকল ক্রিকেটারদের এক বড় স্বপ্ন। সেই স্বপ্ন যাঁদের পূরণ হয়, তাঁরা নিজেদের ভাগ্যবান মনে করেন। এ বারের বিশ্বকাপে (T20 World Cup 2024) ভারতীয় জার্সিতে ফের খেলতে চলেছেন বিরাট কোহলি। টুর্নামেন্টের সর্বাধিক রান সংগ্রাহক তিনি। কোহলি এ বার ভারতের বিশ্বকাপ সফর শুরুর আগে শোনালেন বিশেষ অনুভূতির গল্প।
টি-২০ বিশ্বকাপের সম্প্রচারকারী চ্যানেলের পক্ষ থেকে এক ভিডিয়ো শেয়ার করা হয়েছে। যেখানে বিরাট কোহলিকে বলতে শোনা যায়, ‘যখনই জাতীয় সঙ্গীত গাওয়া হয় বিশেষ করে বড় টুর্নামেন্টে, তখন আমি একটা দারুণ পরিবেশ অনুভব করি। ২০১১ বিশ্বকাপের সময় আমি এক জায়গায় একতা, ঐক্যবদ্ধ শক্তি অনুভব করেছিলাম। যা আমার জীবনে আর কখনও অনুভব করিনি। সকলে জাতীয় সঙ্গীত গাইছিল এবং প্রত্যেকে একটাই জিনিস চাইছিল, যেন ভারত জেতে।’
বিরাট কোহলির এক বার নয়, বহুবার জাতীয় সঙ্গীত গাওয়ার সময় গায়ে কাঁটা অনুভব করেছেন। এই প্রসঙ্গে তিনি বলেন, ‘এই ধরনের অভিজ্ঞতা বেশ কয়েক বার হয়েছে আমার। ২০১৬ টি-২০ বিশ্বকাপের সময় ইডেনে, মোহালিতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধেও এটা উপভোগ করেছিলাম। আমি একাধিক ম্যাচে জাতীয় সঙ্গীত গেয়েছি। তবে কয়েকটা এমন অভিজ্ঞতা হয়েছে, যা কখনও ভোলার নয়। একসঙ্গে এতজন জাতীয় সঙ্গীত গাওয়ার সময় যে এনার্জি পাওয়া যায়, তা উপভোগ করতে পারলে এর থেকে সেরা আর কিছু পাওনা হয় না। ওই সময় আমার গায়ে কাঁটা দিয়ে ওঠে।’
𝔽𝕖𝕖𝕝 𝕥𝕙𝕖 𝕘𝕠𝕠𝕤𝕖𝕓𝕦𝕞𝕡𝕤! @imVkohli shares his experience of singing the National Anthem in a packed stadium! 🇮🇳
Join us as 𝑰𝒏𝒅𝒊𝒂 𝒔𝒕𝒂𝒏𝒅𝒔 𝒇𝒐𝒓 𝑰𝒏𝒅𝒊𝒂 today at 7:52 PM when #MenInBlue begin their #T20WorldCup journey against #Ireland!
Will 👑 Kohli… pic.twitter.com/hH2SeGEtMV
— Star Sports (@StarSportsIndia) June 5, 2024
দীর্ঘদিন ভারতের জার্সিতে বিরাট খেলছেন। প্রতিটি ম্যাচের আগেই তিনি জাতীয় সঙ্গীত গাওয়ার সুযোগ পেয়েছেন। তার মধ্যে কয়েকটি মুহূর্ত তাঁর স্মৃতিতে আজও টাটকা। এ বার দেখার চলতি বিশ্বকাপে বিরাটের আবার সেই রকম অনুভূতি হয় কিনা।