AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Virat Kohli: ইংল্যান্ড থেকে বড় প্রস্তাব কোহলিকে, কোন টুর্নামেন্টে দেখা যাবে বিরাটকে?

India Tour of England: এখন শুধু দেশের হয়ে একদিনের ক্রিকেটে খেলবেন। সঙ্গে আইপিএল। ঘরোয়া ক্রিকেট নিয়ে কোহলি কিছু খোলসা করেননি। ব্যস্ততা কিছুটা হলেও কম। সেই সুযোগকে কাজে লাগিয়েই বিরাটকে টিমে নিতে চাইছে মিডলসেক্স। আদৌ কি সম্ভব?

Virat Kohli: ইংল্যান্ড থেকে বড় প্রস্তাব কোহলিকে, কোন টুর্নামেন্টে দেখা যাবে বিরাটকে?
Image Credit: Visionhaus/Getty Images
| Updated on: May 18, 2025 | 6:28 PM
Share

কলকাতা: সদ্য টেস্ট ক্রিকেট থেকে অবসর ঘোষণা করেছেন বিরাট কোহলি। কিন্তু ইংল্যান্ডে খেলতে দেখা যাবে বিরাটকে! ইংল্যান্ডের কাউন্টি ক্রিকেট বেশ জনপ্রিয়। লন্ডনের ‘মিডলসেক্স কাউন্টি’ দল ভারতীয় ক্রিকেটের মহাতারকা বিরাট কোহলিকে নিতে চাইছে। তবে সেটা কোন ফরম্যাটের জন্য নিশ্চিত নয়। ২০২৪ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতেই এই ফরম্যাটে দেশের জার্সিকে বিদায় জানিয়েছিলেন বিরাট কোহলি। টেস্ট ক্রিকেট থেকেও অবসর। এখন শুধু দেশের হয়ে একদিনের ক্রিকেটে খেলবেন। সঙ্গে আইপিএল। ঘরোয়া ক্রিকেট নিয়ে কোহলি কিছু খোলসা করেননি। ব্যস্ততা কিছুটা হলেও কম। সেই সুযোগকে কাজে লাগিয়েই বিরাটকে টিমে নিতে চাইছে মিডলসেক্স। আদৌ কি সম্ভব?

ভারতীয় ক্রিকেট বোর্ডের নিয়ম অনুযায়ী বোর্ডের চুক্তিবদ্ধ প্লেয়ার বাইরের দেশের কোনও ফ্র্যাঞ্চাইজি লিগে খেলতে পারে না। দীনেশ কার্তিক দক্ষিণ আফ্রিকা টি-টোয়েন্টি লিগে খেলেছেন। তার জন্য আন্তর্জাতিক ক্রিকেট এবং আইপিএল থেকে অবসর নিয়েছিলেন। তবে কাউন্টি ক্রিকেটে খেলতে পারেন ভারতীয় ক্রিকেটাররা। টেস্ট এবং ওডিআই ক্রিকেটের প্রস্তুতির জন্য সাই সুদর্শন, অর্শদীপ, পৃথ্বী শ-এর মতো অনেকেই কাউন্টিতে খেলেছেন। সেই সুযোগ কাজে লাগাতে চায় মিডলসেক্স কর্তৃপক্ষ। মিডলসেক্সের ডিরেক্টর অব ক্রিকেট অ্যালেন কোলম্যান বলেছেন, “বিরাট কোহলি এই যুগের অন্যতম আইকনিক প্লেয়ার। তাই অবশ্যই ওকে দলে নিতে আগ্রহী আমরা।’

শতাব্দী কাউন্টি চ্যাম্পিয়নশিপে একাধিক বড় প্লেয়াররা অতীতে খেলেছেন। এখনও সেই প্রথা চলে আসছে। মিডলসেক্স কাউন্টি চ্যাম্পিয়নশিপের দ্বিতীয় ডিভিশনে খেলে। এই টিমের হয়ে টি-টোয়েন্টিতে খেলেছেন বিরাটের বহু দিনের সতীর্থ দক্ষিণ আফ্রিকার সুপারস্টার এবি ডিভিলিয়ার্স। বিশ্ব ক্রিকেটের আরও এক বড় নাম কিউয়ি ব্যাটার কেন উইলিয়ামসনকেও দলে নিয়েছে মিডলসেক্স। তাদের পরবর্তী লক্ষ্য বিরাট কোহলি। বিশ্ব ক্রিকেটের আইকনিক গ্রাউন্ড লর্ডসে বিরাটকে খেলতে দেখা যাবে! যদি মিডলসেক্স তাঁকে রাজি করাতে পারে তবে ইংল্যান্ডের প্রথম শ্রেণির ক্রিকেটে ফ্যাব ফোরের দুই সুপারস্টার বিরাট-উইলিয়ামসনকে একসঙ্গে খেলতে দেখা যেতে পারে।

এর আগেও বিরাটের কাছে কাউন্টি ক্রিকেটে খেলার সুযোগ এসেছিল। ২০১৮ সালে ইংল্যান্ড সফরের আগে সারে কাউন্টি টিমে সই করে ছিলেন। যদিও কাঁধের চোটের কারণে আর খেলা হয়নি। তবে টেস্ট ক্রিকেট ছাড়ার পর বিরাট আদৌ আর লাল-বলে ঘরোয়া কোনও টুর্নামেন্টে খেলতে রাজি হবেন কি না, তা নিয়ে বড়রকমের প্রশ্নচিহ্ন রয়েছে।