IPL 2025, Virat Kohli: পঞ্জাবি কিংবা হিন্দি নয়, বিরাট কোহলি খোলসা করলেন প্রিয় গান
Royal Challengers Bengaluru: রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু এই মরসুমে দুর্দান্ত পারফর্ম করছে। ব্যাট হাতে অনবদ্য বিরাট কোহলিও। আরসিবি ব্যাটিংয়ের প্রধান শক্তি বলা যায় তাঁকেই। সেই বিরাট কোহলি এ বার প্রিয় গানের নাম জানিয়েছেন। যদিও সেটি হিন্দি, ইংরেজি কিংবা পঞ্জাবি ভাষায় নয়।

মিউজিক এবং গান ভালোবাসেন না এমন মানুষ পাওয়া দুষ্কর। অনেকেরই প্রিয় গানের লিস্ট থাকে। সুযোগ পেলেই লুপে চলতে থাকে সেই গান। ভারতের কিংবদন্তি ব্যাটার বিরাট কোহলির প্রিয় গান জানেন? বিশ্বের অন্যতম সেরা ব্যাটার এখন আইপিএলে ব্য়স্ত। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু এই মরসুমে দুর্দান্ত পারফর্ম করছে। ব্যাট হাতে অনবদ্য বিরাট কোহলিও। আরসিবি ব্যাটিংয়ের প্রধান শক্তি বলা যায় তাঁকেই। সেই বিরাট কোহলি এ বার প্রিয় গানের নাম জানিয়েছেন। যদিও সেটি হিন্দি, ইংরেজি কিংবা পঞ্জাবি ভাষায় নয়। তামিল গান ভীষণ প্রিয় বিরাট কোহলির।
রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর তরফে একটি ভিডিয়ো প্রকাশ করা হয়েছে। সেখানেই পছন্দের গানের প্রসঙ্গ ওঠে। বিরাট জানিয়েছেন তাঁর পছন্দের গান ‘নি সিংহাম থান’। মোবাইলের প্লে-লিস্ট থেকে গানটি চালিও দেন। যা সকলকে সত্যিই চমকে দেয়। এমনটা হওয়ারই কথা। বিরাট কোহলি নানা অনুষ্ঠানেই সতীর্থদের কথা বলেছেন। সেখানে উঠে এসেছে নানা তথ্যও। কে কোন গান চালিয়ে দেন, সেই প্রসঙ্গও উঠে আসে। বিরাট নিজেও একটি অনুষ্ঠানে হিন্দি গান গেয়েছিলেন।
‘নি সিংহাম থান’ গানটি ২০২৩ সালের তামিল সিনেমা ‘পাথু থালা’-র। মিউজিক কম্পোজ করেছেন এআর রহমান। গেয়েছেন সিড শ্রীরাম। সিনেমায় রয়েছেন সিলবারসম, গৌতম কার্তিক। সিনেমার নায়ক সিলভারসম বিরাটকে নিয়ে আরসিবির পোস্ট করা ভিডিয়ো পোস্ট করে লিখেছেন, বিরাট কোহলি একজন সিংহ।
View this post on Instagram
