কলকাতা: বিরাট কোহলির জন্য তাঁর অনুরাগীরা পাগল। তাঁকে ঈশ্বরের আসনে বসান এমন ভক্তদের তালিকাও বেশ লম্বা। তিনি গ্লোবাল আইকন। বিশ্বজুড়ে ক্রিকেটের প্রচারের খাতিরে কোহলিকে সামনে রাখা হয়। বর্তমানে তিনি ব্যস্ত কানপুরে ভারত-বাংলাদেশ (India vs Bangladesh) দ্বিতীয় টেস্টে। কানপুরের গ্রিন পার্ক স্টেডিয়ামে একাধিক গুরুত্বপূর্ণ পারফরম্যান্স দেখা গিয়েছে কোহলির (Virat Kohli) ব্যাটে। ভারতের অন্যতম পুরনো ক্রিকেট স্টেডিয়ামে টাইগার্সদের বিরুদ্ধে বিরাট কেমন খেলেন, সেদিকে নজর রয়েছে তাঁর ফ্যানেদের। এরই মাঝে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল কোহলির এক ভিডিয়ো। যেখানে দেখা যাচ্ছে, কানপুরে এক মাঠকর্মী ছুটে এসে বিরাটের পা ছুঁয়ে প্রণাম করেন। তারপর কী হল?
ভারতে একাধিক স্টেডিয়াম থাকার দরুণ কানপুরে অনেক বেশি আন্তর্জাতিক ম্যাচ হয় না। কিন্তু তার মধ্যেও যে কটা ম্যাচ সেখানে হয়েছে, তাতে বিরাটের ব্যাট কথা বলেছে। তাঁকে ভালোবাসার মানুষ কানপুরেও রয়েছেন। মাঠ ভেজা থাকার কারণে দেরিতে হয় দ্বিতীয় টেস্টের টস। খেলাও শুরু হয় দেরিতে। ম্যাচ শুরু হওয়ার আগে যে সময় ক্রিকেটাররা ওয়ার্ম আপ করতে মাঠে নামেন, তখন বিরাটকে ব্যাট হাতে সামনে দেখে এক মাঠকর্মী তাঁর সামনে ছুটে আসেন। শুধু তাই নয়, সেই মাঠকর্মী হঠাৎ করেই পায়ে হাত দিয়ে বিরাটকে প্রণাম করে ফেলেন। সেই ভিডিয়ো ছড়িয়ে পড়েছে নেটদুনিয়ায়। ভাইরাল ভিডিয়োতে দেখা গিয়েছে বিরাট সঙ্গে সঙ্গে হাত দিয়ে ওই গ্রাউন্ড স্টাফকে প্রণাম করতে নিষেধ করছেন।
When Virat came out, a ground staff member touched his feet🥹❤️#ViratKohli | #IndvsBan pic.twitter.com/y35ADdW0Kx
— 𝙒𝙧𝙤𝙜𝙣🥂 (@wrognxvirat) September 27, 2024
শুধু দেশের মাটিতে নয়, বিরাট কোহলিকে সামনে থেকে একবার দেখার জন্য বিদেশের মাটিতেও তাঁর অনেক ভক্ত মাঝে মাঝে মাঠে ঢুকে পড়েন। তাঁর স্পর্শ পাওয়ার জন্য একাধিক ফ্যান নিয়মকে বুড়ো আঙুল দেখিয়ে ঝুঁকি নেন। আইপিএলে এমন ঘটনা তো আখছার হয়ে থাকে। দেশের জার্সিতে খেলার সময়ও এমন ছবির মাঝে মাঝে দেখা মেলে। বিরাটের মতো রোহিতের জন্যও তাঁর একাধিক ফ্যান মাঠে অনেক সময় ঢুকে পড়েন। সেই ভিডিয়োও তখন ঘোরাফেরা করে সোশ্যাল মিডিয়ায়।