Virat Kohli: ইস্তানবুলে থাকেন বিরাটের ‘যমজ ভাই’! তিনি ক্রিকেটার নন, জানেন কী করেন?
Watch Video: কয়েকদিন আগে চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছেন বছর ৩৬ এর বিরাট। এখন তিনি ব্যস্ত আইপিএলে। জেনারেশন বোল্ডদের টেক্কা দিতে প্রস্তুতিতে কোনও খামতি রাখছেন না জেনারেশন গোল্ডের বিরাট কোহলি।

কলকাতা: বাইশ গজ হোক বা তার বাইরে কিং কোহলি বরাবর থাকেন লাইমলাইটে। কয়েকদিন আগে চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছেন বছর ৩৬ এর বিরাট। এখন তিনি ব্যস্ত আইপিএলে। জেনারেশন বোল্ডদের টেক্কা দিতে প্রস্তুতিতে কোনও খামতি রাখছেন না জেনারেশন গোল্ডের বিরাট কোহলি (Virat Kohli)। সোশ্যাল মিডিয়ায় কোহলির অনুশীলনের নানা ছবি ভিডিয়ো ভাইরাল হয়েছে। এরই মাঝে এমন এক ছবি নিয়ে হচ্ছে জোর চর্চা। যা দেখে অনেকেই বলতে শুরু করেছেন এ বার কি সিনেদুনিয়ায় পা রাখতে চলেছেন বিরাট? নাকি তাঁর যমজ ভাই? ভিডিয়ো দেখলে ধরতেই পারবেন না।
বিষয়টা পরিষ্কার করা যাক। আসলে সোশ্যাল মিডিয়ায় এক অভিনেতার ভিডিয়ো ভাইরাল। যিনি হুবহু কোহলির মতোই দেখতে। যদিও তিনি ভারতের নন, তুরস্কের অভিনেতা। বিরাটের সঙ্গে তাঁর চেহারার অবাক করা মিল রয়েছে। ওই তুর্কি অভিনেতার নাম ক্যাভিট চেটিন গুনর। পিরিয়ড ড্রামা সিরিজ ‘দিরিলিস: এর্তুগরুল’ এ অভিনয়ের মধ্য দিয়ে তুরস্কে তো বটেই, সে দেশের বাইরেও বিভিন্ন জায়গায় জনপ্রিয় হয়ে উঠেছেন। ওই তুর্কি সিরিজ থেকে অভিনেতা ক্যাভিটের প্রচুর ছবি ভাইরাল হয়েছে। বিরাটের অনুরাগীরা এই ছবি দেখে বলাবলি করছেন, ‘এ তো বিরাটের যমজ ভাই।’
এই খবরটিও পড়ুন




Kohli is the real Ertugul. This explains why Pakistanis consider him fatherly. pic.twitter.com/IfGdp8IcAP
— Gabbar (@GabbbarSingh) March 21, 2025
নেটদুনিয়ায় ভাইরাল হওয়া এক ভিডিয়োতে তুর্কি অভিনেতা ক্যাভিটকে হুবহু বিরাটের মতো লেগেছে। এমনটাই দাবি করেছেন নেটিজ়েনরা। পিরিয়ড ড্রামা সিরিজ ‘দিরিলিস: এর্তুগরুল’-এ তুর্কি অভিনেতা ক্যাভিটকে ডোগান বে-র ভূমিকায় দেখা গিয়েছে। চোখের চাহনি থেকে শুরু করে সবকিছুতে বিরাটের সঙ্গে মিল পাওয়া যায় ক্যাভিটের। বয়সে বিরাটের থেকে খানিক বড় ক্যাভিট। কোহলির ৩৬, আর তুর্কি অভিনেতা ক্যাভিটের বয়স ৩৯। বিরাটের অনুরাগীদের মন খারাপ হয়নি। কারণ সিনেজগতে তিনি পা রাখেননি।
https://t.co/9NUvzoOfiC pic.twitter.com/4hhtNMfnZs
— Lakhan Rarh (@RarhLakhan) March 22, 2025
কোহলির চোখে কি এই ভিডিয়ো পড়েছে? হয়তো না। বা হয়তো হ্যাঁ। আপাতত চিপকে আসন্ন আইপিএলের দক্ষিণী ডার্বি নিয়ে মুখিয়ে রয়েছেন বিরাট। তারই প্রস্তুতি নিচ্ছেন। আর অনুশীলনের ফাঁকে ফ্যানদের আবদারও রাখছেন। কখনও সেলফি তুলছেন অনুরাগীদের সঙ্গে। কখনও আবার অটোগ্রাফ দিচ্ছেন। এ বার তাঁকে সিএসকের বিরুদ্ধে খেলতে দেখার অপেক্ষা।
Chepauk’s love 🤝 VK’s heartwarming gesture ❤️
ಬೆಂಗಳೂರು ಇರಲಿ, ಚೆನ್ನೈ ಇರಲಿ, ದೆಹಲಿ ಇರಲಿ, ಅಥವಾ ಎಲ್ಲೇ ಆಗಿರಲಿ – ನಮ್ಮ VK, OG fan favourite ಕಣ್ರಿ! 🔥🫶 pic.twitter.com/ySvjKsnh77
— Royal Challengers Bengaluru (@RCBTweets) March 26, 2025





