কলকাতা: ক্রিকেট বিশ্বের অন্যতম শক্তিশালী দল হিসেবেই পরিচিত টিম ইন্ডিয়া (Team India)। এতদিন দেশ-বিদেশের একাধিক প্রাক্তনী বলতেন, ভারতের মাটিতে টিম ইন্ডিয়াকে হারানো কঠিন। এ বার সেই ছবিটা বদলে গিয়েছে। দেশের মাটিতে রোহিত শর্মার টিম ইন্ডিয়া কিউয়িদের কাছে ৩-০ ব্যবধানে হেরেছে। তারপর থেকে ক্রিকেট মহলে গৌতম-রোহিত জুটির ভাবনা, ভারতীয় টিমের পারফরম্যান্স নিয়ে নানা আলোচনা চলছে। এরই মাঝে ইংল্যান্ডের প্রাক্তন ক্রিকেটার মাইকেল ভন ও পাকিস্তানের প্রাক্তনী ওয়াসিম আক্রম ভারত-পাকিস্তান (India vs Pakistan) টেস্ট সিরিজ হলে, কী ফলাফল হতে পারে, তা নিয়ে আলোচনা করেছেন।
নিউজিল্যান্ডের বিরুদ্ধে সদ্য শেষ হওয়া টেস্ট সিরিজে ভারতীয় ক্রিকেটারদের স্পিন বোলিংয়ে দূর্বলতা প্রবল ভাবে নজরে পড়েছে। সেটাই ফোকাস করে অস্ট্রেলিয়া-পাকিস্তানের প্রথম ওডিআই ম্যাচ চলাকালীন ধারাভাষ্য দিতে গিয়ে মাইকেল ভন বলেন, ‘ভারত ও পাকিস্তানের মধ্যে আমি টেস্ট সিরিজ দেখতে চাই।’ এরপর ওয়াসিম আক্রম জানান, সেই টেস্ট সিরিজ হলে উত্তেজনা চরমে থাকবে। একইসঙ্গে আক্রম বলেন, ‘বিরাট প্রভাব পড়বে। খেলার জন্য তো খুবই ভালো হবে। বিশেষ করে দুটো ক্রিকেট পাগল দেশের মধ্যে টেস্ট সিরিজটা হলে ভালোই হবে।’
হোম সিরিজে ভারত ধরাশায়ী হতেই পাক কিংবদন্তি ওয়াসিম আক্রম কটাক্ষ করেছেন টিম ইন্ডিয়াকে। তাঁর পাশাপাশি ইংল্যান্ডের প্রাক্তন ক্রিকেটার মাইকেল ভন বলেন, ‘টার্নার পিচে পাকিস্তান এ বার ভারতকে হারাতে পারবে।’ এরপরই ওয়াসিম আক্রম বলেন, ‘স্পিনিং ট্র্যাকে এ বার ভারতকে হারাতে পারবে পাকিস্তানও। নিউজিল্যান্ড ওদের ঘরের মাঠে ৩-০ ব্যবধানে হারিয়েছে।’
আইসিসি টুর্নামেন্ট ছাড়া ভারত ও পাকিস্তান ক্রিকেট টিম ২২ গজে মুখোমুখি হয় না। উল্লেখ্য, ২০০৭ সালের পর থেকে এই দুই টিম কোনও টেস্ট সিরিজ খেলেনি।