Rinku Singh: ইডেন গার্ডেন্সে ৩০০ লোডিং! রিঙ্কু সিং বললেন, ‘যে কেউ…’

KKR, IPL 2025: জোড়া ম্যাচ হেরে ইডেন গার্ডেন্সে শনিবার পঞ্জাব কিংসের বিরুদ্ধে নামবে কেকেআর। এই ম্যাচেই কি হবে ৩০০ রান?

Rinku Singh: ইডেন গার্ডেন্সে ৩০০ লোডিং! রিঙ্কু সিং বললেন, যে কেউ...
ইডেন গার্ডেন্সে ৩০০ লোডিং! রিঙ্কু সিং বললেন, 'যে কেউ...'Image Credit source: PTI

Apr 26, 2025 | 3:36 PM

কলকাতা: আইপিএলের (IPL) দ্বিতীয় রাউন্ড জোরকদমে চলছে। এক এক দল এক এক ম্যাচে চমক দেখাচ্ছে। আজ, শনিবার ক্রিকেটের নন্দনকাননে ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের ম্যাচ। কেকেআরের (KKR) সামনে গত মরসুমের চ্যাম্পিয়ন ক্যাপ্টেন শ্রেয়স আইয়ারের পঞ্জাব কিংস। এই ম্যাচেই কি ৩০০ রান লোডিং? নাইট সুপারস্টার রিঙ্কু সিং (Rinku Singh) এই নিয়ে নিজের মত জানিয়েছেন।

জিওহটস্টারে কেকেআরের সুপারস্টার রিঙ্কু সিং এই আইপিএলে ৩০০ রান করার প্রসঙ্গে বলেছেন, ‘হ্যাঁ আমরা এটা করতে পারি। আইপিএল সেই মঞ্চে পৌঁছে গিয়েছে, যেখানে ৩০০ রান করা সম্ভব। গত বছর পঞ্জাব ২৬২ রানের টার্গেট সফল ভাবে তাড়া করেছিল। এ মরসুমে সকল দলগুলো শক্তিশালী। যে কোনও টিম ৩০০ রান তুলতে পারে।’

অনেকেই রিঙ্কুকে নাইট শিবিরের ফিনিশার বলে থাকেন। নিজের ব্যাটিং পজিশন, ফিটনেস ধরে রাখা প্রসঙ্গে আলিগড়ের নবাব বলেন, ‘আমি ৫ বা ৬ নম্বরে ব্যাটিং করি। উত্তরপ্রদেশের হয়ে এবং আইপিএলেও ওই কাজটাই করি। ফলে আমি এই বিষয়টার সঙ্গে অভ্যস্থ। আমি ফিটনেস নিয়ে বরাবর সচেতন। কারণ আইপিএলে ১৪টা ম্যাচ রয়েছে। ফলে নিজের শরীরকে ঠিক রাখা আমার দায়িত্ব। আমি মাঝে মাঝে মাহি ভাইয়ের সঙ্গে কথা বলি। তিনি আমাকে জানান, ম্যাচের নানা পরিস্থিতিতে কীভাবে শান্ত থাকতে পারি। যখন কেউ এই বিষয়গুলোতে গোছানো থাকবে, তখন ফলও ভালো হবে।’

কেকেআরে দীর্ঘদিন রয়েছেন ক্যারিবিয়ান সুপারস্টার আন্দ্রে রাসেল। খুব কাছ থেকে তাঁকে দেখার, তাঁর থেকে শেখার সুযোগ পেয়েছেন রিঙ্কু। এই প্রসঙ্গে’আইপিএলে খেলা শুরু করার পর থেকে আমি শিখছি। রাসেলকে খুব কাছ থেকে দেখি। বিশেষ করে যখন তিনি ফাইনাল ওভারে ব্যাটিং করেন। লক্ষ্য করি কী ভাবে ও নিজের শক্তিকে প্রয়োগ করে। তাঁকে খুঁটিয়ে দেখে আমি শেখার চেষ্টা করি।’