করাচি: পাকিস্তান ক্রিকেটের অন্দরে কিছু না কিছু বিতর্ক লেগেই থাকে। ভারতে বিশ্বকাপ খেলা নিয়েও দীর্ঘ দিন ধোঁয়াশা চলছে। পাকিস্তান ক্রিকেট বোর্ডের নতুন চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিয়েছেন জাকা আশরফ। দায়িত্ব নেওয়ার আগেই অবশ্য বিতর্ক তৈরি করেছিলেন। এ বারের এশিয়া কাপ হবে হাইব্রিড মডেল। এশিয়া কাপের আয়োজক পাকিস্তান। ভারতীয় ক্রিকেট বোর্ড বহু আগেই জানিয়েছিল, পাকিস্তানে খেলতে যাবে না ভারতীয় দল। এশিয়ান ক্রিকেট কাউন্সিল সেই অনুযায়ীই হাইব্রিড মডেল বেছে নেন। এশিয়া কাপ পাকিস্তানে হলেও ভারতের ম্যাচগুলি হবে শ্রীলঙ্কায়। জাকা আশরফ বলেছিলেন, তিনি হাইব্রিড মডেল মানেন না। এই অবস্থান থেকে অবশ্য সরে আসতে হয়েছে। ভারতে বিশ্বকাপ খেলা নিয়ে জটিলতা এখনও কাটেনি। সরকারের অনুমতির অপেক্ষায় পাকিস্তান ক্রিকেট বোর্ড। যদিও পাকিস্তান ক্রিকেট দলের অধিনায়ক বাবর আজম জানিয়েছেন, বোর্ডের বিষয়ে মাথাব্যথা নেই, তাদের বিশ্বকাপেই ফোকাস। বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports-এর এই প্রতিবেদনে।
একটি সাংবাদিক সম্মেলনে বোর্ডের শীর্ষপদে এবং দল নির্বাচন কমিটিতে পরিবর্তন প্রসঙ্গে বাবর আজম বলেন, ‘পিসিবি-তে কী হচ্ছে তা নিয়ে মাথাব্যথা নেই। আমাদের ফোকাস শুধুমাত্র ক্রিকেটে। ঠাসা সূচি রয়েছে। পেশাদার ক্রিকেটার হিসেবে ম্যাচ জেতার দিকেই নজর দিচ্ছি।’ ৫ অক্টোবর শুরু হচ্ছে বিশ্বকাপ। ১৫ অক্টোবর বিশ্বকাপে ভারত-পাকিস্তান ম্যাচ। পাকিস্তান অধিনায়ক বাবর আজম বলছেন, ‘বিশ্বকাপে শুধু মাত্র ভারতের বিরুদ্ধে খেলা কিংবা জয় নিয়ে ভাবছি না, আমাদের লক্ষ্য বিশ্বকাপ জেতা। আমরা ভারতে শুধুমাত্র ভারতের বিরুদ্ধে খেলতে যাচ্ছি না, বিশ্বকাপ খেলতে যাচ্ছি।’
ভারতের মাটিতে বিশ্বকাপ বলে কি বাড়তি চাপ রয়েছে? বাবর আজম অবশ্য তা মনে করেন না। পাকিস্তান অধিনায়কের কথায়, ‘বিশ্বকাপ যেখানেই হোক, আমাদের খেলতে হবে। নতুন চ্যালেঞ্জ নেওয়ার জন্য মুখিয়ে রয়েছি।’ তার আগে এশিয়া কাপও রয়েছে। বিশ্বকাপের প্রস্তুতির কারণে এ বারের এশিয়া কাপ হবে ৫০ ওভারের ফরম্যাটে। শ্রীলঙ্কার মাটিতে টেস্ট সিরিজও রয়েছে পাকিস্তানের। বাবরের কথায়, ‘ফরম্যাট আলাদা হলেও শ্রীলঙ্কার মাটিতে খেলা আমাদের প্রস্তুতিতে সাহায্য করবে।’