Watch Video: রিঙ্কু-কুলদীপ থাপ্পড় কিস্সায় শোরগোল! চড় নাকি ভাইচারা? আসরে DC-KKR

কেন কুলদীপ চড় মেরেছিলেন রিঙ্কুকে, তা জানা যায়নি। এমন ভিডিয়ো ভাইরাল হতেই অনেকে কুলদীপকে দুষছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আসরে এ বার দিল্লি ক্যাপিটালস ও কলকাতা নাইট রাইডার্স।

Watch Video: রিঙ্কু-কুলদীপ থাপ্পড় কিস্সায় শোরগোল! চড় নাকি ভাইচারা? আসরে DC-KKR
রিঙ্কু-কুলদীপ থাপ্পড় কিস্সায় শোরগোল! চড় নাকি ভাইচারা? আসরে DC-KKRImage Credit source: X

Apr 30, 2025 | 7:49 PM

আইপিএলের মঞ্চে হরভজন সিং ও শ্রীসন্থের সেই পুরনো চড়-কাণ্ড এখনও আলোচনায় ঘুরে ফিরে আসে। ২০০৮ সালে আইপিএলের এক ম্যাচ চলাকালীন শ্রীসন্থকে চড় মেরেছিলেন হরভজন। অক্ষর প্যাটেলদের ঘরের মাঠে দিল্লি ক্যাপিটালস বনাম কেকেআর ম্যাচের পর সোশ্যাল মিডিয়ায় কয়েকটি ভিডিয়ো ভাইরাল। তার একটিতে দেখা যাচ্ছে কেকেআরের অলরাউন্ডার রিঙ্কু সিংকে চড় মারছেন কুলদীপ যাদব। তাও একবার নয়, দু’বার রিঙ্কুর সঙ্গে এমনটা করেন কুলদীপ। দ্বিতীয় বার কুলদীপের হাতে চড় খেয়ে রিঙ্কুর মুখ থমথমে দেখা যায়। সেই ভিডিয়ো ছড়াতে বেশি সময় লাগেনি। তবে কেন কুলদীপ চড় মেরেছিলেন রিঙ্কুকে, তা জানা যায়নি। এমন ভিডিয়ো ভাইরাল হতেই অনেকে কুলদীপকে দুষছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আসরে এ বার দিল্লি ক্যাপিটালস ও কলকাতা নাইট রাইডার্স।

যেভাবে কুলদীপ চড় মেরেছিলেন রিঙ্কুকে তা দেখে কেউ বলছেন, এটা স্রেফ মজা। কারণ, দু’জনই রাজ্য এবং জাতীয় দলের সতীর্থ। বন্ধুত্ব বা দাদা-ভাইয়ের সম্পর্কে এমনটা হয়েই থাকে। যদিও রিঙ্কুর মুখ দেখে অনেকে আবার বলছেন, তাঁকে মোটেই স্বস্তিতে দেখাচ্ছিল না। পরে এই বিষয়ে বিতর্ক থামাতে দিল্লি ও কেকেআরের তরফে দুটো ভিডিয়ো প্রকাশ করে তাঁদের ভাইচারার ছবি তুলে ধরা হয়েছে।

কেকেআর তাদের এক্স হ্যান্ডেলে রিঙ্কু ও কুলদীপের ২৯ সেকেন্ডের একটি ভিডিয়ো শেয়ার করেছেয সেখানে ক্যাপশনে লেখা হয়েছে, ‘মিডিয়া (সনসনি) বনাম (বন্ধুদের মধ্যে) রিয়ালিটি! আমাদের প্রতিভাবান ইউপির ছেলেদের গভীর বন্ধুত্ব।’ ভিডিয়োটিতে দেখা যায় ‘লাভ’ বোঝাতে এল চিহ্ণ দেখাচ্ছেন দুই ক্রিকেটার। এরপর তাঁদের একসঙ্গে কাটানো নানা মুহূর্তের অংশ ও ছবিও সেই ভিডিয়োতে তুলে ধরা হয়।

অপরদিকে দিল্লির এক্স হ্যান্ডেলেও একটি ১৯ সেকেন্ডের ভিডিয়ো শেয়ার করা হয়েছে কুলদীপ ও রিঙ্কুর। সেখানেও তাঁদের খুনসুটিই তুলে ধরা হয়েছে। আর ভিডিয়োর ক্যাপশনে লেখা, ‘শুধু ভালোবাসা।’