Rishabh Pant ভিডিয়ো: রোহিতকে নিয়ে প্রশ্ন শুনে ঋষভ পন্থ বললেন, ‘গার্ডেনে ঘুরে বেড়াচ্ছে’!
India Tour of England: আইপিএলের মাঝপথে টেস্ট ক্রিকেটকে বিদায় জানান রোহিত শর্মা। তাঁর কয়েক দিনের মধ্যে টেস্ট থেকে অবসরের কথা ঘোষণা করেন বিরাট কোহলিও। রোহিত-বিরাটদের অবসরের পর প্রথম বার দ্বিপাক্ষিক সিরিজ ভারতের। তার আগে রোহিতকে নিয়ে প্রশ্নের সামনে ঋষভ পন্থ।

পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ খেলতে ইংল্যান্ডে ভারতীয় দল। ২০০৭ সালের পর ইংল্যান্ডের মাটিতে টেস্ট সিরিজ জেতেনি ভারত। এ বারও কঠিন লড়াই। রোহিত শর্মা, বিরাট কোহলি, রবিচন্দ্রন অশ্বিনের মতো চার সিনিয়র ক্রিকেটার নেই। বর্ডার-গাভাসকর ট্রফির মাঝপথেই আন্তর্জাতিক ক্রিকেটকে পুরোপুরি বিদায় জানিয়েছিলেন রবিচন্দ্রন অশ্বিন। আইপিএলের মাঝপথে টেস্ট ক্রিকেটকে বিদায় জানান রোহিত শর্মা। তাঁর কয়েক দিনের মধ্যে টেস্ট থেকে অবসরের কথা ঘোষণা করেন বিরাট কোহলিও। রোহিত-বিরাটদের অবসরের পর প্রথম বার দ্বিপাক্ষিক সিরিজ ভারতের। তার আগে রোহিতকে নিয়ে প্রশ্নের সামনে ঋষভ পন্থ।
ভারতীয় দল এখন পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছে। টেস্ট ক্যাপ্টেন করা হয়েছে শুভমন গিলকে। ভাইস ক্যাপ্টেন ঋষভ পন্থ। ইংল্যান্ড সফরে যাওয়ার আগে মুম্বই বিমানবন্দরে রোহিতকে নিয়ে প্রশ্নের মুখে পড়েন টেস্টে ভারতের নতুন ভাইস ক্যাপ্টেন ঋষভ পন্থ। তাঁকে জিজ্ঞেস করা হয়, ‘রোহিত শর্মা স্যার কোথায়?’ জবাবে মজা করে ঋষভ পন্থ বলেন, ‘গার্ডেনে ঘুরে বেড়াচ্ছে।’
ঘরের মাঠে গত ইংল্যান্ড টেস্ট সিরিজের সময় থেকেই এই বাক্যটি জনপ্রিয় হয়ে উঠেছিল। একঝাঁক তরুণ ক্রিকেটার ছিল সেই সিরিজে। কারও মধ্যে গাছাড়া মনোভাব দেখেই রোহিত মজা করে বলেছিলেন, ‘কাউকে বাগানে ঘুরে বেড়াতে দেখলে…।’ স্টাম্প মাইকে তা ধরা পড়ে। সিরিজ জিতে তরুণ ক্রিকেটারদের নিয়ে রোহিত ছবি পোস্ট করে লিখেছিলেন, ‘গার্ডেন মে ঘুমনে ওয়ালে বচ্চে।’
রোহিত শর্মাকে কি মিস করছেন ঋষভ পন্থ? এই প্রশ্নে আবেগী হয়ে পড়েন পন্থ। বলেন, ‘গার্ডেনে ঘুরে বেড়ানোটা খুবই মিস করব।’
Paps to Rishabh pant : “Rohit Sharma sir kidar hai” Rishabh pant : “garden, mein Ghum Rahe hain” Paps : “sir apko yaad ayegi ki nahi garden ki” Rishabh : “garden ki to bahot yaad ayegi bhai”🥺
Everyone is missing Rohit Sharma.😿 pic.twitter.com/wFt9s04TK7
— 𝐑𝐮𝐬𝐡𝐢𝐢𝐢⁴⁵ (@rushiii_12) June 6, 2025





