IPL 2025 Mega Auction: নাইট প্রাক্তনী স্টার্ককে ছাপিয়ে আইপিএল মেগা নিলামে নতুন ইতিহাস গড়তে পারেন কে?

IPL Auction: ভারতীয় ক্রিকেট মহলে বলা হচ্ছে, আসন্ন আইপিএলের মেগা নিলামে নাইট প্রাক্তনী মিচেল স্টার্কের এই সবচেয়ে দামি প্লেয়ারের রেকর্ড ভেঙে দিতে পারেন এক ভারতীয় তারকা। কে তিনি?

IPL 2025 Mega Auction: নাইট প্রাক্তনী স্টার্ককে ছাপিয়ে আইপিএল মেগা নিলামে নতুন ইতিহাস গড়তে পারেন কে?
IPL 2025 Mega Auction: নাইট প্রাক্তনী স্টার্ককে ছাপিয়ে আইপিএল মেগা নিলামে নতুন ইতিহাস গড়তে পারেন কে?

Nov 23, 2024 | 5:00 PM

কলকাতা: ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের নিলাম মানেই হইচই পড়ে যায়। রাতারাতি বহু আনক্যাপড প্লেয়ার পান কোটিপতির তকমা। একটা দল কোটি টাকার বিনিময়ে যে তরুণ ক্রিকেটারকে কেনে, তাঁর জীবন বদলে যায়। দেশ-বিদেশের এমন বহু ক্রিকেটার রয়েছেন, যাঁরা আইপিএল নিলামে দল পেয়ে রাতারাতি কোটি টাকার মালিক হয়েছেন। আইপিএলের ইতিহাসের সবচেয়ে দামি প্লেয়ার মিচেল স্টার্ক। কেকেআর তাঁকে ২০২৪ সালের আইপিএলের নিলামে ২৪.৭৫ কোটি টাকায় কিনেছিল। এ বার ক্রিকেট মহলে বলা হচ্ছে, আসন্ন আইপিএলের মেগা নিলামে (IPL 2025 Mega Auction) নাইট প্রাক্তনী স্টার্কের এই সবচেয়ে দামি প্লেয়ারের রেকর্ড ভেঙে দিতে পারেন এক ভারতীয় তারকা। কে তিনি?

ভারতীয় ক্রিকেট মহলে কান পাতলে শোনা যাচ্ছে, জেড্ডায় হতে চলা ২ দিন ব্যাপী আইপিএলের মেগা নিলামে সবচেয়ে বেশি দর উঠতে পারে টিম ইন্ডিয়ার উইকেটকিপার ব্যাটার ঋষভ পন্থের। এ বারের আইপিএল রিটেনশন তালিকা প্রকাশ হওয়ার পর দেখা যায় দিল্লি ক্যাপিটালস পন্থকে রিটেন করেনি। এরপর দেশের প্রাক্তন ক্রিকেটার আকাশ চোপড়াও জানিয়েছিলেন, আইপিএলের মেগা নিলামে কোটি কোটি টাকার বৃষ্টি হতে পারে ঋষভের উপর। দেশের তরুণ উইকেটকিপার ব্যাটার পন্থের মধ্যে সেই বারুদ রয়েছে, যা প্রতি টিমই চায়। তাই নিলাম টেবলে তাঁকে নিয়ে যে দড়ি টানাটানি হবে, তা সকলেই একপ্রকার ধরে রেখেছেন।

ঋষভ পন্থ ছাড়া আইপিএলের মেগা নিলামে ফোকাস থাকবে আরও একাধিক ভারতীয় তারকার উপর। তালিকায় শুরুতেই আইপিএলজয়ী ক্য়াপ্টেন শ্রেয়স আইয়ার। তারপরই রয়েছেন লোকেশ রাহুল, ঈশান কিষাণরা। একাধিক বিদেশি ক্রিকেটার আইপিএল নিলামে ২০ কোটির কাছাকাছি ও বেশি দর পেয়েছেন। অতীতে তেমন ছবি বহুবার দেখা গিয়েছে। এ বার সেই ছবি বদলায় কিনা, তাও নজরে থাকবে ক্রিকেট প্রেমীদের।