Aniket Verma: বোলাররা সাবধান, অস্ত্র হাতে তৈরি ‘ঝাঁসির রাজা’ অনিকেত ভার্মা, চেনেন তাঁকে?
IPL 2025: মাত্র তিন বছর বয়সে মা-কে হারান অনিকেত ভার্মা। জেড্ডায় হওয়া আইপিএলের মেগা নিলামে অনিকেতকে ৩০ লাখ টাকায় কিনেছিলেন হায়দরাবাদ। ২০০২ সালে ঝাঁসিতে তাঁর জন্ম।

এক যে ছিল ঝাঁসির রানি… না না আজ ঝাঁসির রানিকে নিয়ে গল্প শোনাব না। আজ গল্প শোনাব ঝাঁসির রাজার। তবে আগে বলতে হবে নিজামের শহরের আইপিএল (IPL) টিমের কথা। কী হল, তালগোল পাকিয়ে যাচ্ছে? একটু পরিষ্কার করা যাক বিষয়টা। আইপিএল দেখে অনেক ক্রিকেট প্রেমীর মনেই হয়তো প্রশ্ন জাগছে যে, অরেঞ্জ আর্মির হলটা কী? গত আইপিএলের রানার্সরা এবারও এক হেভিওয়েট টিম। টুর্নামেন্টের শুরু থেকেই ক্রিকেট বিশেষজ্ঞদের নজর যে কারণে প্যাট কামিন্সদের দিকে। যদিও সাবালক আইপিএলে তিন ম্যাচে নিজামের শহরের দলের জয় একটি। শুরুতে জিতলেও এরপর হার জোড়া ম্যাচে। তাই তো একদিকে হয়তো হায়দরাবাদের টিম ম্যানেজমেন্টের হাতে উঠেছে ক্যালকুলেটর। একইসঙ্গে সানরাইজার্সের অনুরাগীদের মনে এই একটা প্রশ্ন দোলা দিচ্ছে, তা হলে কি আর হবে না সূর্যোদয়? এরই মাঝে আশার আলো দেখাচ্ছেন ঝাঁসির এক ছেলে। যাঁর গায়ে এবার উঠেছে হায়দরাবাদের জার্সি। কে তিনি?
সানরাইজার্স হায়দরাবাদের ব্যাটিং লাইন আপের দিকে নজর দিলে দেখা যাবে, আগ্রাসী ব্যাটারের লম্বা লিস্ট। কে নেই সেখানে! ট্রাভিস হেড, অভিষেক শর্মা, ঈশান কিষাণ, হেনরিখ ক্লাসেন, নীতীশ কুমার রেড্ডি — বিধ্বংসী ব্যাটারের তালিকা লম্বা। এই সুপারস্টারদের মাঝে আলাদা করে নজর কেড়েছেন এক তরুণ তুর্কি। নাম তাঁর অনিকেত ভার্মা। ক্রিকেটের প্রতি টান আছে, এমন অনেকেই এই নামটা ক’দিনে হয়তো জেনে গিয়েছেন।
এই মরসুমে অনিকেতের আইপিএল অভিষেক হয়েছে। রাজস্থানের বিরুদ্ধে ডেবিউ ম্যাচে দাগ কাটতে পারেননি। ৭ রান করেছিলেন। পর্যাপ্ত সুযোগও পাননি। পরের ম্যাচে লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে ৩৬ রানের ইনিংস উপহার দেন। এরপর দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে হায়দরাবাদের হারের দিন অনবদ্য এবং লড়াকু ইনিংস দেখা যায় তাঁর ব্যাটে। ৪১ বলে ৭৪ রান অভিষেকের। মধ্যপ্রদেশের বছর ২৩ এর অনিকেত দিল্লির তাবড় তাবড় তারকা মিচেল স্টার্ক, মুকেশ কুমার, অক্ষর প্যাটেল, কুলদীপ যাদব, মোহিত শর্মার বিরুদ্ধে একাই লড়েন ভাইজ্যাগের ২২ গজে। যে দিন দলের বাকি সকল ব্যাটার খোলস ছাড়তে পারেননি, সেই দিন অনিকেত চালিয়ে খেলেছেন। যদিও তাঁর একার ইনিংস দলের জয়ের জন্য যথেষ্ট ছিল না।
এই খবরটিও পড়ুন




মাত্র তিন বছর বয়সে মা-কে হারান অনিকেত। জেড্ডায় হওয়া আইপিএলের মেগা নিলামে অনিকেতকে ৩০ লাখ টাকায় কিনেছিলেন হায়দরাবাদ। ২০০২ সালে ঝাঁসিতে তাঁর জন্ম। একেবারে ছেলে বেলায় মা-কে হারানোর পর কাকা অমিত ভার্মার কাছে মানুষ হয়েছেন অনিকেত। কাকার ক্রিকেট প্রেমই অনিকেতকে ২২ গজের দিকে টেনে নিয়ে যায়। তিনিই উৎসাহ যোগান অনিকেতকে। এবার আইপিএলের মঞ্চে নিজের ছাপ রাখতে পারলে পরবর্তীতে জাতীয় দলের টিকিটও মিলতে পারে।
রেলওয়ের ইউথ ক্লাবে ক্রিকেটে হাতে খড়ি অনিকেতের। আইপিএল নিলামের আগে সানরাইজার্স হায়দরাবাদের ট্রায়ালে যোগ দিয়েছিলেন। ট্রায়ালে ৭২ রানের আগ্রাসী ইনিংস খেলেছিলেন। যার ফলে হায়দরাবাদ কর্তৃপক্ষের নজরে পড়েন। ধীরে ধীরে ক্রিকেটকে আঁকড়ে বেড়ে উঠছেন অনিকেত। যদি ঠিকমতো সুযোগ কাজে লাগাতে পারেন, তা হলে লম্বা রেসের ঘোড়া হতে পারেন অনিকেত। আইপিএলের আঙিনায় একবার নজর কাড়লে নানা মঞ্চ থেকে ডাক মেলে। অনিকেতের অল্প বয়স। এখনও অবশ্য প্রথম শ্রেণি বা লিস্ট ‘এ’ ক্রিকেটে তাঁর অভিষেক হয়নি। আইপিএলের আগে মধ্যপ্রদেশের হয়ে অনিকেত ৩টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন। অভিষেক আইপিএল হয়তো অনিকেতের জন্য সাফল্যের সিঁড়ি হয়ে উঠতে পারে।





