U19 World Cup: এবিডি ভক্ত ‘বেবি এবি’ হইচই ফেলে দিয়েছেন অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপে
ছোটদের বিশ্বকাপে সর্বোচ্চ রান এখন তাঁরই। প্রতি ম্যাচে যে ভাবে ব্যাটিং করছেন, তাতে এবিডিকে মনে পড়ে যাচ্ছে। আর তাই ডিওয়াল্ডের নাম এখন 'বেবি এবি'।
জামাইকা: ১৭ নম্বরটাই পছন্দ ১৮ বছরের ছেলের। অনুমতি নিয়ে তা-ই পরেন। ব্যাপারটা এতেই শেষ হচ্ছে না। ব্যাটিং স্টান্সও অবিকল তাঁর আইডল এবি ডে ভিলিয়ার্সের (AB de Villiers) মতোই। এমনকি, ব্যাটিং স্টাইলও। ডিওয়াল্ড ব্রেভিস (Dewald Brevis) নামের এই ছেলে অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপেই (U19 World Cup) রীতিমতো হইচই ফেলে দিয়েছেন। সব মিলিয়ে করে ফেলেছেন ৩৬২ রান। গড় ৯০। স্ট্রাইক রেট ৮৬। ছোটদের বিশ্বকাপে সর্বোচ্চ রান এখন তাঁরই। প্রতি ম্যাচে যে ভাবে ব্যাটিং করছেন, তাতে এবিডিকে মনে পড়ে যাচ্ছে। আর তাই ডিওয়াল্ডের নাম এখন ‘বেবি এবি’। দক্ষিণ আফ্রিকার তরুণ ক্রিকেটার তাঁর স্বপ্নের নায়ক এবিডির মতোই পা রাখতে চাইছেন আইপিএলে (IPL)।
আইসিসিকে দেওয়া সাক্ষাত্কারে এবিডিকে নিয়ে ‘বেবি এবি’ বলেছেন, ‘ওকে ১৭ নম্বর জার্সি পরে খেলতে দেখেছি। যে কারণে আমিও ১৭ নম্বরটাই পছন্দ করতাম। ওর নম্বরটা ব্যবহার করব কিনা, এবি-কে একবার জিজ্ঞেস করেছিলাম। ও অনুমতি দিয়েছিল। এবির ১৭ নম্বর জার্সি পরে মাঠে নামার সুযোগ পাওয়াটা বিরাট সম্মানের ব্যাপার আমার কাছে।’
Dewald Brevis looks like @ABdeVilliers17 ?❣️. Any comments? #U19WorldCup #U19CWC #DewaldBrevis @DewaldBrevis17 you will have a great great future. Such a delight to watch ❣️ @OfficialCSA pic.twitter.com/MwVInqWxcE
— Rahul_jos45 (@RajViruraj6) January 27, 2022
‘বেবি এবি’ নামে আপত্তি নেই তাঁর। কিন্তু নিজের দুনিয়া নিজের মতো করেই তৈরি করতে চান ডিওয়াল্ড। তাঁর কথায়, ‘এবি ডে ভিলিয়ার্স কিংবদন্তি ক্রিকেটার। বিশ্বের অন্যতম সেরা। ওর মতো কারও সঙ্গে তুলনা আমার কাছে বিরাট ব্যাপার। কিন্তু আমি ডিওয়াল্ড ব্রেভিস হিসেবেই বড় হতে চাই।’
Dewald Brevis aka Baby AB De Villiers pic.twitter.com/LJOOwyoAMz
— John Constantine (@johnconstan555) January 28, 2022
একই সঙ্গে বেবি এবির মন্তব্য, ‘আমি আইপিএলের বিরাট ভক্ত। খেলার জন্য মুখিয়ে আছি। আর সুযোগ পেলে আরসিবিতেই খেলব। কারণ ওখানেই খেলত এবিডি। আর বিরাট কোহলির মতো কাউকে পাশে পাব। তবে আমার সবচেয়ে বড় লক্ষ্য দক্ষিণ আফ্রিকার সিনিয়র টিমের হয়ে তিনটে ফর্ম্যাটেই নিয়মিত খেলা।’
আরও পড়ুন: IPL 2022: আইপিএলের শেষ পর্বে নাও খেলতে পারেন বেয়ারস্টো-মইনরা
আরও পড়ুন: U19 Cricket World Cup 2022: অংকৃষ-রাজ ঝড়ে উড়ে গেল উগান্ডা