Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Digvesh Singh: লখনউয়ে দিল্লির তড়কা! আইপিএলের নয়া ম্যাজিক স্পিনার দিগ্বেশকে চেনেন?

মুম্বই ইন্ডিয়ান্সের নতুন আবিষ্কার বছর ২৪-এর বিগ্নেশ পুথুর যেমন আইপিএলে হইচই ফেলেছেন। তাঁর পাশাপাশি আলোচনা শুরু হয়েছে লখনউ সুপার জায়ান্টসের লেগ স্পিনার দিগ্বেশ সিংকে নিয়ে।

Digvesh Singh: লখনউয়ে দিল্লির তড়কা! আইপিএলের নয়া ম্যাজিক স্পিনার দিগ্বেশকে চেনেন?
লখনউয়ে দিল্লির তড়কা! আইপিএলের নয়া ম্যাজিক স্পিনার দিগ্বেশকে চেনেন?Image Credit source: BCCI
Follow Us:
| Updated on: Mar 25, 2025 | 6:23 PM

আইপিএলের মঞ্চ প্রচুর তারকার জন্ম দেয়। যে নবাগতরা ক্রিকেট বিশ্বের জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি লিগে পা রাখেন, ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ তাঁদের যেন লালন-পালন করে। সেই যে একবার বীজ বোনা হয়, টুর্নামেন্ট চলাকালীন তা ধীরে ধীরে চারাগাছে পরিণত হয়। ১৮তম আইপিএল পরতে পরতে চমক দেখাচ্ছে। মুম্বই ইন্ডিয়ান্সের নতুন আবিষ্কার বছর ২৪-এর বিগ্নেশ পুথুর যেমন আইপিএলে হইচই ফেলেছেন। তাঁর পাশাপাশি আলোচনা শুরু হয়েছে লখনউ সুপার জায়ান্টসের লেগ স্পিনার দিগ্বেশ সিংকে (Digvesh Singh) নিয়ে। দিল্লির সঙ্গে বিশেষ যোগ রয়েছে দিগ্বেশের। আইপিএলে অভিষেক হয়েছে দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে। কে এই লখনউয়ের নতুন প্রতিভা?

বছর ২৫ এর দিগ্বেশ ঘরোয়া ক্রিকেটে দিল্লির হয়ে খেলে নজর কেড়েছেন। জেড্ডায় হওয়া আইপিএলের মেগা নিলামে ৩০ লক্ষ টাকা দিয়ে দিগ্বেশকে কেনে লখনউ সুপার জায়ান্টস। সহজে তিনি আইপিএলের মঞ্চে পারফর্ম করার সুযোগ পাননি। গত বছরের দিল্লি প্রিমিয়ার লিগে নজর কাড়েন তিনি। ১০টি ম্যাচে তিনি ১৪টি উইকেট নেন। টুর্নামেন্টের পঞ্চম সর্বাধিক উইকেটশিকারী বোলার হন তিনি। আয়ুষ বাদোনির নেতৃত্বে ডিপিএলে দিল্লি সুপারস্টারের জার্সিতে খেলেছেন দিগ্বেশ। সেই আয়ুষকে তিনি লখনউতে পাচ্ছেন সতীর্থ হিসেবে।

লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে বিশাখাপত্তনমে আইপিএল ডেবিউ হয়েছে দিগ্বেশের। ডেবিউ ম্যাচে ৩১ রান খরচ করে তিনি নেন ২টি উইকেট। দিল্লির ক্যাপ্টেন অক্ষর প্যাটেলকে প্রথমে ফেরান দিগ্বেশ। পরের দিকে ম্যাচের ৪ ওভার বাকি থাকাকালীন দিগ্বেশ তোলেন ছন্দে থাকা বিপরাজ নিগমকে। ব্যাট হাতে নেমেছিলেন। রানের খাতা খুলতে হয়নি। অপরাজিত থেকে মাঠ ছাড়েন। যখন দিল্লির বিরুদ্ধে লখনউয়ের একাদশে দিগ্বেশের নাম সকলের নজরে পড়ে, সেই সময় অনেকেই ভাবেননি বল হাতে দাগ কাটতে তিনি সফল হবেন। মুখে বলে নয়, সমস্ত ভাবনায় পারফরম্যান্স দিয়ে কার্যত জল ঢেলেছেন। এই মরসুমে বাকি ম্যাচগুলিতে তাই দিগ্বেশের দিকে বাড়তি নজর থাকবেন। কে বলতে পারে, এই দিগ্বেশ আইপিএলের দিকই হয়তো ঘুরিয়ে দিতে পারে।

এই খবরটিও পড়ুন

আইপিএলের আরও খবর পড়তে ক্লিক করুন এই লিঙ্কে।

সল্ট পেরেছিলেন, ডিজে ব্র্যাভোর ভরসা কুড়োবেন নতুন নাইট!
সল্ট পেরেছিলেন, ডিজে ব্র্যাভোর ভরসা কুড়োবেন নতুন নাইট!
গরীব ক্যাপ্টেন আর এক বিতর্কিত ক্রিকেটারের আশ্চর্য কাহিনি!
গরীব ক্যাপ্টেন আর এক বিতর্কিত ক্রিকেটারের আশ্চর্য কাহিনি!
পঞ্জাবে 'জন্ম', দিল্লিতে বেড়ে উঠছেন আরও এক ফিনিশার!
পঞ্জাবে 'জন্ম', দিল্লিতে বেড়ে উঠছেন আরও এক ফিনিশার!
বৈঠকে বসেছে Bajaj, Tata, Maruti Suzuki! আসছে কোনও দারুণ খবর?
বৈঠকে বসেছে Bajaj, Tata, Maruti Suzuki! আসছে কোনও দারুণ খবর?
সামান্য বাড়ল নিফটি ৫০ ও সেনসেক্স, ধসে গেল নিফটি নেক্সট ৫০ সূচক!
সামান্য বাড়ল নিফটি ৫০ ও সেনসেক্স, ধসে গেল নিফটি নেক্সট ৫০ সূচক!
গিলের পয়া মাঠ, চ্যাম্পিয়ন ক্যাপ্টেন শ্রেয়স! কে কোথায় এগিয়ে?
গিলের পয়া মাঠ, চ্যাম্পিয়ন ক্যাপ্টেন শ্রেয়স! কে কোথায় এগিয়ে?
প্রীতির ভাগ্য ফেরাবেন 'চ্যাম্পিয়ন' শ্রেয়স?
প্রীতির ভাগ্য ফেরাবেন 'চ্যাম্পিয়ন' শ্রেয়স?
আন্তর্জাতিক ক্রিকেটে ক্রমশ হারিয়ে যাচ্ছেন, ফিরবে মিঞাঁর রাজ!
আন্তর্জাতিক ক্রিকেটে ক্রমশ হারিয়ে যাচ্ছেন, ফিরবে মিঞাঁর রাজ!
'পয়লা' অবিনাশ, প্রতিপক্ষের সর্বনাশ! পন্টিংয়ের পঞ্জাবের নতুন ভরসা
'পয়লা' অবিনাশ, প্রতিপক্ষের সর্বনাশ! পন্টিংয়ের পঞ্জাবের নতুন ভরসা
কয়েক দিনেই এসেছে লক্ষ-লক্ষ, কোটি-কোটি টাকা! মালামাল করেছে ভারতের বাজার
কয়েক দিনেই এসেছে লক্ষ-লক্ষ, কোটি-কোটি টাকা! মালামাল করেছে ভারতের বাজার