
কলকাতা: রবিবার জমজমাট একটা ম্যাচের অপেক্ষায় আইপিএল-প্রেমীরা। পঞ্জাব কিংস ও মুম্বই ইন্ডিয়ান্সের কাছে শেষ সুযোগ এটাই। ট্রফি জয়ের লড়াইয়ে আরসিবির সামনে দাঁড়াতে হলে আজ জিততেই হবে শ্রেয়স ও হার্দিকদের। কোন দল করবে বাজিমাত? সকলের নজর সেদিকেই। তার মাঝে একখানা চিন্তা অনেকের মাথা থেকে নামছে না। সেই চিন্তা কোনও ব্যক্তিকে নিয়ে নয়। এখানে আলোচনার কেন্দ্রে প্রকৃতি। আমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে সুপার সানডে-তে মুখোমুখি হবে পঞ্জাব ও মুম্বই। সেই ম্যাচ যদি বৃষ্টিতে ভেস্তে যায়? তা হলে কোন দল উঠবে ফাইনালে? জেনে নিন বিস্তারিত।
পঞ্জাব কিংস কখনও আইপিএল ট্রফি জয়ের স্বাদ পায়নি। অন্যদিকে মুম্বই টুর্নামেন্টে ৫টা ট্রফির মালিক। চেন্নাইয়ের ঝুলিতেও রয়েছে ৫টি ট্রফি। আজ পঞ্জাবকে হারাতে পারলেই হাফডজন ট্রফির সামনে পৌঁছে যাবে মুম্বই। তবে শনিবার আমেদাবাদে হালকা বৃষ্টি হয়েছে। তাই অনেকেই ভাবতে শুরু করেছেন যে, রবিবারও যদি বৃষ্টি হয়, তা হলে কী হবে।
আবহাওয়া দফতরের পূর্বাভাস অবশ্য স্বস্তির খবর খানিকটা দিচ্ছে। শনিবার পঞ্জাব কিংসের অনুশীলনের সময় বৃষ্টি হয়েছিল। তবে রবিবার সন্ধেয় তাপমাত্রা থাকতে পারে ৩৫ ডিগ্রি সেলসিয়াস। আকাশ পরিষ্কার থাকার কথা। অবশ্য বৃষ্টি হলে খুব সমস্যা হওয়ার কথা নয়। কারণ, বিসিসিআইয়ের নতুন নিয়ম অনুযায়ী, আইপিএল ম্যাচে অতিরিক্ত সময় ১ ঘণ্টার বদলে বাড়িয়ে ২ ঘণ্টা তকা হয়েছে। সেক্ষেত্রে যদি সাড়ে ৭টায় ম্যাচ শুরু করা না যায়, তার বদলে সাড়ে ৯টায় শুরু হয়, তা হলে ৪০ ওভারের ম্যাচ করা যেতে পারে। আর যদি ৫ ওভারের ম্যাচ করতে হয়, তা হলে কাট অফ টাইম শুরু হবে রাত ১১টা ৫৬ থেকে।
এ বার আসা যাক সেই প্রসঙ্গে, যদি কোনও ভাবেই ম্যাচ করা যায়, অর্থাৎ পরিত্যক্ত হয়, তা হলে ফাইনালে উঠবে কোন দল? যদি বৃষ্টিতে দ্বিতীয় কোয়ালিফায়ার ভেস্তে যায় সেক্ষেত্রে লিগ টেবলে মুম্বইয়ের আগে পঞ্জাব থাকায় সুবিধা পেয়ে যাবে শ্রেয়সের দল। আর ফাইনালে ওঠার স্বপ্নভঙ্গ হয়ে যাবে রোহিতদের।