IND vs BAN, T20 WC Preview: টাইগারদের গর্জন থামাতে প্রস্তুত ভারত, সাকিবদের বিরুদ্ধে চিন্তা টস!

T20 World Cup 2024: ভারত-বাংলাদেশ ম্যাচে টস খুব গুরুত্বপূর্ণ। বাংলাদেশের স্পিন আক্রমণ খুবই ভালো। সাকিবের মতো সেরা স্পিনার রয়েছেন। নজর কাড়ছেন তরুণ লেগস্পিনার রিশাদ। রান তাড়ায় সমস্যা হতে পারে। গত ম্যাচের মতো টস জিতে ব্যাটিং নেওয়াই লক্ষ্য থাকবে রোহিতের।

IND vs BAN, T20 WC Preview: টাইগারদের গর্জন থামাতে প্রস্তুত ভারত, সাকিবদের বিরুদ্ধে চিন্তা টস!
IND vs BAN, T20 WC Preview: টাইগারদের গর্জন থামাতে প্রস্তুত ভারত, সাকিবদের বিরুদ্ধে চিন্তা টস!Image Credit source: BCCI

Jun 22, 2024 | 10:00 AM

কলকাতা: চলতি টি-২০ বিশ্বকাপে (T20 World Cup 2024) এখনও অপরাজিত রোহিত শর্মার ভারত। সেই জয়ের ধারাই বাংলাদেশের বিরুদ্ধেও ধরে রাখতে চায় মেন ইন ব্লু। সুপার এইটে ভারত-বাংলাদেশ ম্যাচ স্থানীয় সময় অনুযায়ী সকালে। ফলে শুরু দিকে কিছুটা আর্দ্রতা থাকলেও চড়া রোদে পিচ প্রথম ইনিংসেই ব্যাটারদের সহায়ক। শুরুর কয়েকটা ওভার কাটিয়ে দিতে পারলেই ব্যাটারদের কেল্লাফতে। বরং পরের দিকে পিচ স্লো হওয়ায় শট খেলতে সমস্যা হয়। সে কারণেই টস খুব গুরুত্বপূর্ণ। বাংলাদেশের স্পিন আক্রমণ খুবই ভালো। সাকিবের মতো সেরা স্পিনার রয়েছেন। নজর কাড়ছেন তরুণ লেগস্পিনার রিশাদ। রান তাড়ায় সমস্যা হতে পারে। গত ম্যাচের মতো টস জিতে ব্যাটিং নেওয়াই লক্ষ্য থাকবে রোহিতের। বাংলাদেশের ব্যাটিংয়ে পাওয়ার হিটারের অভাব। তবে ভারতের বিরুদ্ধে ম্যাচে যেন বাড়তি তাগিদ থাকে। ভারতের কাছে চাপ হতে পারেন অভিজ্ঞ মাহমুদুল্লাহ ও সাকিব।

এ বারের বিশ্বকাপে বিরাট কোহলি ছন্দে নেই। বিরাটের সেই অর্থে বড় অবদান ছাড়াই ভারতীয় টিম এ বারের বিশ্বকাপে এখনও অপরাজিত রয়েছে। এই প্রসঙ্গে ভারতের ব্যাটিং কোচ বিক্রম রাঠোর বলেন, ‘আমি খুশি নই। আমার তখনই ভালো লাগত, যখন ও এগিয়ে যেত, আরও রান করত।’ বাংলাদেশের বিরুদ্ধে অ্যান্টিগায় নামার আগে ভারতের ব্যাটিং কোচের গলায় দল নিয়ে আত্মবিশ্বাসের সুর। তিনি বলেন, ‘আমার বিশ্বাস এই যে, বরাবরই দল হিসেবে আমাদের একটা গভীরতা রয়েছে। এই পরিবেশে আমারা মানিয়ে নিতে পারছি কারণ আমরা ২ বা তিন জন স্পিনারকে একসঙ্গে খেলাতে পারছি। আমার তাই মনে হয় এটা সেরি টিম। এটাই আমাদের শক্তি।’

বাংলাদেশকে খাতায় কলমে অনেকেই ভারতের থেকে পিছিয়ে রাখছেন। কিন্তু বিরাটদের ব্যাটিং কোচের মুখে সে কথা শোনা গেল না। তাঁর মতে, ‘ওরা ভালো দল। ওদের এমন ক্রিকেটার রয়েছে যারা পরিস্থিতি অনুযায়ী বল স্পিন করতে পারে। এখানের উইকেটে মনে হচ্ছে স্পিনাররা সুবিধে পাবে। ওদের দলেও স্পিনাররা রয়েছে। টি-২০ ফর্ম্যাটে প্রতিটা দলই কঠিন প্রতিপক্ষ। আমি মনেই করি না যে টি-২০ ক্রিকেট সহজ।’

কুড়ি-বিশের বিশ্বকাপের সুপার এইটে বাংলাদেশের বিরুদ্ধে নামার আগে প্র্যাক্টিসই করার সুযোগ পায়নি রোহিত শর্মার ভারত। আফগানিস্তান ম্যাচ খেলার পরই বার্বাডোজ থেকে অ্যান্টিগার উদ্দেশে রওনা দিয়েছিলেন রোহিত-বিরাটরা। এ বার দেখার অস্ট্রেলিয়ার কাছে হেরে আসা বাংলাদেশের বিরুদ্ধে কেমন খেলেন পন্থ-সূর্য-বুমরা-সিরাজরা।