AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

KKR vs GT IPL 2022 Match Prediction: নাইটদের সামনে ঘুরে দাঁড়ানোর চ্যালেঞ্জ

Kolkata Knight Riders vs Gujarat Titans Preview:

KKR vs GT IPL 2022 Match Prediction: নাইটদের সামনে ঘুরে দাঁড়ানোর চ্যালেঞ্জ
কেকেআর বনাম গুজরাত টাইটান্স।
| Edited By: | Updated on: Apr 23, 2022 | 8:00 AM
Share

মুম্বই: আইপিএলে (IPL 2022) জয় দিয়ে শুরু করেও আচমকাই ছন্দপতন। টানা ৩ ম্যাচে হার। মনোবল একেবারে তলানিতে। এই অবস্থায় আজ দুপুরে ডিওয়াই পাটিল স্টেডিয়ামে গুজরাত টাইটান্সের (Gujarat Titans) বিরুদ্ধে নামছে কলকাতা নাইট রাইডার্স (KKR)। ঘুরে দাঁড়ানোর ম্যাচ শ্রেয়স আইয়ারদের কাছে। আইপিএলে প্রথম বার খেলতে নেমেই চমকে দিয়েছে হার্দিক পান্ডিয়াদের গুজরাত। ৬ ম্যাচে ঝুলিতে ১০ পয়েন্ট। হার্দিক পান্ডিয়াকে ছাড়াই শেষ ম্যাচে চেন্নাই সুপার কিংসকে হারায় গুজরাত। ডেভিড মিলারের বিধ্বংসী ইনিংসের সুবাদে সহজেই ম্যাচ জিতে নেন রশিদ খানরা। গুজরাতের বিরুদ্ধে নাইটদের লড়াইটা নিঃসন্দেহে বেশ কঠিন হবে নাইটদের। ব্যাটিং-বোলিং উভয় বিভাগের ব্যর্থতাই চিন্তায় ফেলে দিয়েছে কলকাতাকে। গুজরাতের বিরুদ্ধে হারলে পয়েন্ট টেবিলে আরও পিছিয়ে পড়বে কেকেআর।

গত ম্যাচে ওপেনিংয়ে বদল এনেছিল কেকেআর। অ্যারন ফিঞ্চের সঙ্গী হন সুনীল নারিন। তাতেও কাজের কাজ হয়নি। টপ অর্ডারের ব্যর্থতায় বড় রান তাড়া করতে ব্যর্থ হয় কেকেআর। অধিনায়ক শ্রেয়স আইয়ার রানে ফিরলেও ভেঙ্কটেশ আইয়ার, নীতীশ রানা, আন্দ্রে রাসেল, শেল্ডন জ্যাকসনদের ব্যাট একেবারেই কথা বলছে না। এটাই চিন্তায় রেখেছে কোচ ব্রেন্ডন ম্যাকালামকে। বোলিং বিভাগও বিপক্ষের উইকেট তুলতে ব্যর্থ। উইকেট টেকিং বোলারের অভাবে সহজেই নাইটদের বিরুদ্ধে স্কোরবোর্ডে বড় রান তুলছে বিপক্ষ দল। প্যাট কামিন্স প্রথম ম্যাচের পর নিষ্প্রভ। বরুণ চক্রবর্তীর পারফরম্যান্স তলানিতে। উমেশ যাদব ছাড়া একজন দেশিয় পেসারের অভাবও দেখা যাচ্ছে নাইট দলে। টিম সাউদিকে গুজরাতের বিরুদ্ধে খেলানোর ভাবনায় নাইট টিম ম্যানেজমেন্ট।

অন্যদিকে গুজরাত শিবির বেশ চনমনে। চোট সারিয়ে হার্দিক পান্ডিয়া দলে ফিরলে শক্তি আরও কয়েকগুণ বেড়ে যাবে। তাছাড়া শুভমন গিল, লকি ফার্গুসনদের কেকেআরে খেলার অভিজ্ঞতা আছে। সেটাকে কাজেও লাগাতে চান তারা। ডেভিড মিলার ছাড়াও অভিনব মনোহর বেশ ভালো ব্যাটিং করছেন। গেমচেঞ্জার রাহুল তেওয়াটিয়া অবশ্যই ফ্যাক্টর। লেগস্পিনার রশিদ খান তো আছেনই ব্যাটারদের ধাঁধায় ফেলতে। নতুন বোলার যশ দয়াল বেশ ভালো পারফর্ম করছেন। সঙ্গে মহম্মদ সামির মতো অভিজ্ঞ পেসার আছেন দলে। সব মিলিয়ে গুজরাত শিবির বেশ কমপ্যাক্ট। নাইটদের হারিয়ে প্লে অফের পথে আরও কিছুটা এগিয়ে যেতে তৎপর গুজরাত টাইটান্স।

কেকেআর স্কোয়াড: আন্দ্রে রাসেল, বরুণ চক্রবর্তী, ভেঙ্কটেশ আইয়ার, সুনীল নারিন, শ্রেয়স আইয়ার, নীতীশ রানা, প্যাট কামিন্স, শিবম মাভি, শেল্ডন জ্যাকসন, অজিঙ্ক রাহানে, রিংকু সিং, রশিখ দার, বাবা ইন্দ্রজিৎ, চামিকা করুণারত্নে, অভিজিৎ তোমর, প্রথম সিং, অশোক শর্মা, স্যাম বিলিংস, অ্যারন ফিঞ্চ, টিম সাউদি, রমেশ কুমার, উমেশ যাদব, আমন খান।

গুজরাত টাইটান্স স্কোয়াড: হার্দিক পান্ডিয়া, রশিদ খান, শুভমন গিল, লকি ফার্গুসন, রাহুল তেওয়াটিয়া, মহম্মদ সামি, যশ দয়াল, ডেভিড মিলার, সাই কিশোর, অভিনব সদারঙ্গানি, আলজারি যোশেফ, ম্যাথু ওয়েড, রহমানুল্লাহ গুরবাজ, ঋদ্ধিমান সাহা, জয়ন্ত যাদব, বিজয় শঙ্কর, ডমিনিক ড্রেকস, গুরকিরাত সিং, বরুণ অ্যারন, নুর আহমেদ, দর্শন নালকান্ডে, প্রদীপ সাঙ্গওয়ান।

আরও পড়ুন: IPL 2022: ফিনিশার ধোনির বন্দনায় জাডেজা, রোহিতরা