AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

MI vs PBKS IPL 2022 Match Prediction: পঞ্জাবের বিরুদ্ধে হারের খরা কাটানোর চ্যালেঞ্জ মুম্বইয়ের

Mumbai Indians vs Punjab Kings Preview: মুম্বই দল যথেষ্ট শক্তিশালী। গত ম্যাচে আরসিবির বিরুদ্ধে শুরুটা ভালো হলেও পরপর উইকেট হারাতে থাকে মুম্বই। রোহিত শর্মা, ঈশান কিশান ওপেনিং জুটি বড় রানের লক্ষ্যে মুখিয়ে আছেন। এছাড়া টপ ও মিডল অর্ডারের বাকি ব্যাটাররাও সে ভাবে রান পাচ্ছেন না।

MI vs PBKS IPL 2022 Match Prediction: পঞ্জাবের বিরুদ্ধে হারের খরা কাটানোর চ্যালেঞ্জ মুম্বইয়ের
মুম্বই ইন্ডিয়ান্স বনাম পঞ্জাব কিংস। ছবি: টুইটার
| Edited By: | Updated on: Apr 13, 2022 | 9:00 AM
Share

পুনে: পাঁচবারের আইপিএল (IPL 2022) চ্যাম্পিয়নদের এ বারের শুরুটা একেবারেই ভালো হয়নি। টানা ৪ ম্যাচে হার মুম্বই ইন্ডিয়ান্সের (Mumbai Indians)। হারের খরা কাটানোর লক্ষ্যে মরিয়া রোহিত শর্মারা। আজ সন্ধেয় পুনেতে পঞ্জাব কিংসের (Punjab Kings) মুখোমুখি হতে চলেছে মুম্বই ইন্ডিয়ান্স। ব্যাটিং-বোলিং উভয় বিভাগেই ব্যর্থ মুম্বই ইন্ডিয়ান্স। ২ ম্যাচ আগেই দলে সূর্যকুমার যাদব ফিরেছেন। ব্যাটিং শক্তি এতে কিছুটা বেড়েছে। কিন্তু জয়ের দেখা থেকে এখনও বঞ্চিত মুম্বই। দলকে তাতানোর কাজ করে চলেছেন ক্যাপ্টেন রোহিত শর্মা। কিন্তু ভাগ্য এখনও সহায় দিচ্ছে না। অন্যদিকে প্রীতির পঞ্জাব কিংস শুরুটা ভালো করলেও নাইটদের কাছে হারতে হয়। তারপর জয়ের সরণিতে ফিরলেও, পরের ম্যাচে ফের ধাক্কা খেয় পঞ্জাব কিংস। মুম্বই জয়ের দেখা পায়নি। তাই এই সুযোগটা নিতে মরিয়া ময়াঙ্ক আগারওয়ালরা। গুজরাতের বিরুদ্ধে শেষ ওভারে হারতে হয় পঞ্জাবকে। গুজরাতের রাহুল তেওয়াটিয়া শেষ ২ বলে ছক্কা হাঁকিয়ে ম্যাচ জিতিয়েছিলেন। সেই দুঃস্বপ্ন এখনও ভুলতে পারছেন না ময়াঙ্করা।

মুম্বই দল যথেষ্ট শক্তিশালী। গত ম্যাচে আরসিবির বিরুদ্ধে শুরুটা ভালো হলেও পরপর উইকেট হারাতে থাকে মুম্বই। রোহিত শর্মা, ঈশান কিশান ওপেনিং জুটি বড় রানের লক্ষ্যে মুখিয়ে আছেন। এছাড়া টপ ও মিডল অর্ডারের বাকি ব্যাটাররাও সে ভাবে রান পাচ্ছেন না। যদিও সূর্যকুমার যাদব দলে ফিরেই পারফরম্যান্সের মাধ্যমে কিছুটা আশ্বস্ত করেছেন। ডিওয়াল্ড ব্রেভিস, তিলক বর্মার মতো তরুণরা বড় রানের লক্ষ্যে সচেষ্ট। একই সঙ্গে মুম্বইকে নজর রাখতে হবে বোলিং বিভাগের দিকেও। জসপ্রীত বুমরাকে সে ভাবে ছন্দে পাওয়া যাচ্ছে না। বাসিল থাম্পি, পোলার্ডরাও খেলা থেকে একটা সময় হারিয়ে যাচ্ছেন। দলকে আরও ফোকাসড হতে বলছেন অধিনায়ক রোহিত শর্মা।

পঞ্জাব কিংসের প্রধান শক্তিই ব্যাটিং বিভাগ। তবে অধিনায়ক ময়াঙ্ক আগারওয়াল শেষ কয়েকটি ম্যাচে রান পাচ্ছেন না। জনি বেয়ারস্টো ফিরলেও বড় রান পাননি। শিখর ধাওয়ান, লিভিংস্টোনের মতো হার্ড হিটাররাও আছেন পঞ্জাব দলে। তবে প্রীতির দলকে এ বার ভোগাচ্ছে দলের বোলিং বিভাগ। ওডেন স্মিথের বোলিং দুর্বলতাকে কাজে লাগাচ্ছে বিপক্ষরা। মুম্বইয়ের বিরুদ্ধে দলে পরিবর্তনও আনতে পারে পঞ্জাব। আর্শদীপ সিং গত আইপিএলে বেশ ভালো পারফর্ম করলেও, এ বারে অনেকটাই নিষ্প্রভ তিনি।

পঞ্জাব কিংস স্কোয়াড: মায়াঙ্ক আগরওয়াল, অর্শদীপ সিং, লিয়াম লিভিংস্টোন, কাগিসো রাবাডা, শাহরুখ খান, শিখর ধাওয়ান, জনি বেয়ারস্টো, ওডেন স্মিথ, রাহুল চাহার, হরপ্রীত বরার, রাজ বাওয়া, বৈভব আরোরা, নাথান এলিস, প্রভসিমরন সিং, ভানুকা রাজাপাকশে, ঋষি ধাওয়ান, সন্দীপ শর্মা, বেনি হাওয়েল, ঈশান পোড়েল, ঋত্বিক চট্টোপাধ্যায়, জীতেশ শর্মা, প্রেরক মাঁকড়, বলতেজ ধান্ডা, অংশ প্যাটেল ও অথর্ব তাইডে।

মুম্বই ইন্ডিয়ান্সের স্কোয়াড: রোহিত শর্মা, সূর্যকুমার যাদব, কায়রন পোলার্ড, জশপ্রীত বুমরা, ঈশান কিষাণ, ডিওয়াল্ড ব্রেভিস, বাসিল থাম্পি, মুরুগান অশ্বিন, জয়দেব উনাদকট, মায়াঙ্ক মার্কান্ডেয়, এন তিলক ভর্মা, সঞ্জয় যাদব, জোফ্রা আর্চার, ড্যানিয়েল স্যামস, টাইমাল মিলস, টিম ডেভিড, আর্শাদ খান, আনমোলপ্রীত সিং, রমনদীপ সিং, রাহুল বুদ্ধি, হৃতিক শোকিন, অর্জুন তেন্ডুলকর, ফ্যাবিয়ান অ্যালেন, আরিয়ান জুয়াল, রাইলি মেরেডিথ।

আরও পড়ুন: IPL 2022 Points Table: জেনে নিন অরেঞ্জ আর্মি হার্দিকদের হারানোর পর পয়েন্ট টেবলে কোন দল কোথায় রয়েছে