Mohammed Shami: ঝুঁকির পথে হাঁটতে নারাজ ভারতীয় টিম, চিপকেও হয়তো নেই মহম্মদ সামি
IND vs ENG, 2nd T20I: ইডেনে প্রথম ম্যাচেই ভারতীয় ক্রিকেট প্রেমীরা ভেবেছিলেন নীল জার্সি গায়ে চাপিয়ে জস বাটলারদের বিরুদ্ধে নামবেন মহম্মদ সামি। কিন্তু তা হয়নি। এ বার সকলের অপেক্ষা চেন্নাইয়ে ভারতীয় পেসারকে খেলতে দেখার।
কলকাতা: সমুদ্রতীরের শহরে কি ভারতের জার্সিতে প্রত্যাবর্তন হবে মহম্মদ সামির (Mohammed Shami)? চিপকে আজ, ২৫ জানুয়ারি সন্ধেয় ভারত ও ইংল্যান্ডের দ্বিতীয় টি-টোয়েন্টি (T20) ম্যাচ। ৫ ম্যাচের সিরিজে ১-০ এগিয়ে রয়েছে সূর্যকুমার যাদবের ভারত। ইডেনে প্রথম ম্যাচেই ভারতীয় ক্রিকেট প্রেমীরা ভেবেছিলেন নীল জার্সি গায়ে চাপিয়ে জস বাটলারদের বিরুদ্ধে নামবেন মহম্মদ সামি। কিন্তু তা হয়নি। এ বার সকলের অপেক্ষা চেন্নাইয়ে ভারতীয় পেসারকে খেলতে দেখার। সত্যিই কি দ্বিতীয় টি-২০ ম্যাচে খেলতে দেখা যাবে সামিকে? উত্তরটা হয়তো না।
কারণ, মহম্মদ সামিকে নিয়ে কোনও রকম ঝুঁকি নিতে নারাজ ভারতীয় টিম ম্যানেজমেন্ট। তিনি টিমের সঙ্গে রয়েছেন। নিয়মিত নেটে প্রায় দেড় ২ ঘণ্টা বোলিং করছেন। এই মুহূর্তে তাঁকে ম্যাচ সিস্টেমের সঙ্গে সড়গড় করার চেষ্টা করছে ভারতীয় টিম ম্যানেজমেন্ট। যে কারণে ক্রিকেট মহলে আলোচনা হচ্ছে, ভারত হয়তো ইংল্যান্ডের বিরুদ্ধে ওডিআই সিরিজে ব্যবহার করবে সামিকে।
এই খবরটিও পড়ুন
১৯ ফেব্রুয়ারি থেকে শুরু হতে চলা চ্যাম্পিয়ন্স ট্রফির প্রতি ম্যাচ ৮ দলের কাছে ডু অর ডাই। সেখানে যে কারণে সেরা ফর্মে থাকা ক্রিকেটার নামাতে হবে সব দলকে। এদিকে ভারতের বোলিং বিভাগের অন্যতম সেরা অস্ত্র জসপ্রীত বুমরা চোটের কারণে আপাতত বিসিসিআইয়ের মেডিকেল টিমের তত্ত্বাবধানে রয়েছেন তিনি। চ্যাম্পিয়ন্স ট্রফির আগে তিনি সুস্থ হয়ে ওঠেন কিনা, তা নিয়ে একদিকে চিন্তায় ভারতীয় টিম। এই পরিস্থিতিতে টি-২০ সিরিজে সামিকে খেলিয়ে নতুন করে তাঁর পুরনো চোটকে নাড়িয়ে দিতে চাইছে না ভারতীয় টিম ম্যানেজমেন্ট। তাই টি-২০ সিরিজের জায়গায় হয়তো ওডিআই সিরিজে সামিকে খেলিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফির প্রস্তুতি করতে চাইছে ভারতীয় টিম।