WPL 2024 Auction: ডব্লিউপিএল প্লেয়ার নিলাম তালিকা প্রকাশিত, কতজন ক্রিকেটারের হবে ভাগ্যপরীক্ষা?

Women’s Premier League 2024 Auction: ২০২৪ সালের উইমেন্স প্রিমিয়ার লিগের নিলাম হবে আগামী সপ্তাহে। ৯ ডিসেম্বর মুম্বইতে বসবে নিলামের আসর। ৫ ফ্র্যাঞ্চাইজি এই নিলামে দল গুছিয়ে নেওয়ার চেষ্টা করবে। মোট ১৬৫ জন ক্রিকেটারের ভাগ্যপরীক্ষা হবে এই নিলামে। টুর্নামেন্ট শুরু হওয়ার কথা নতুন বছরের ফেব্রুয়ারি-মার্চ মাসে।

WPL 2024 Auction: ডব্লিউপিএল প্লেয়ার নিলাম তালিকা প্রকাশিত, কতজন ক্রিকেটারের হবে ভাগ্যপরীক্ষা?
৯ ডিসেম্বর হবে ডব্লিউপিএল-২০২৪ নিলামImage Credit source: X
Follow Us:
| Edited By: | Updated on: Dec 02, 2023 | 6:35 PM

মুম্বই: উইমেন্স প্রিমিয়ার লিগের (Women’s Premier League 2024) উদ্বোধনী সংস্করণ বেশ সফল হয়েছে। ৫ দলের ডব্লিউপিএলের প্রথম মরসুমে চ্যাম্পিয়ন হয়েছিল হরমনপ্রীত কৌরের মুম্বই ইন্ডিয়ান্স। আইপিএলের মতো দেশের ও বিদেশের ক্রিকেটাররা তেইশের ডব্লিউপিএলে অংশ নিয়েছিলেন। WPL এর প্রথম সংস্করণের নিলামে সবচেয়ে বেশি দাম পেয়েছিলেন স্মৃতি মান্ধানা। ২০২৪ সালে ফের হবে উইমেন্স প্রিমিয়ার লিগ। ডব্লিউপিএলের দ্বিতীয় সংস্করণ অনুষ্ঠিত হওয়ার কথা ২০২৪ সালের ফেব্রুয়ারি-মার্চে। ৯ ডিসেম্বর মুম্বইতে উইমেন্স প্রিমিয়ার লিগের নিলাম। ৫ ফ্র্যাঞ্চাইজি সেখানে চাইবে টুর্নামেন্টের জন্য নিজেদের দল ঠিকমতো সাজিয়ে নিতে। উইমেন্স প্রিমিয়ার লিগ ২০২৪ এর নিলামে কোন ক্রিকেটাররা অংশ নেবেন, তা ঘোষণা করল বোর্ড। কতজন ক্রিকেটার এ বারের নিলামে অংশ নিতে চলেছেন? বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports এর এই প্রতিবেদনে।

৯ ডিসেম্বর উইমেন্স প্রিমিয়ার লিগের নিলামে ১৬৫ জন ক্রিকেটারের ভাগ্যপরীক্ষা হবে। সেখানে ১০৪ জন ভারতীয় ক্রিকেটার এবং ৬১ জন বিদেশি ক্রিকেটার থাকছেন। রয়েছেন ১৫ জন অ্যাসোশিয়েট নেশনের ক্রিকেটারও। তাঁদের মধ্যে ৫৬ জন ক্রিকেটারের দেশের হয়ে খেলার অভিজ্ঞতা রয়েছে এবং ১০৯ জন ক্রিকেটার আনক্যাপড। পাঁচ দলে ৩০টি স্লট খালি রয়েছে। তার মধ্যে বিদেশি ক্রিকেটারদের জন্য ৯টি স্লট খালি রয়েছে।

ওয়েস্ট ইন্ডিজের অলরাউন্ডার ডিয়েন্ড্রা ডট্টিন এবং অস্ট্রেলিয়ার পেসার কিম গার্থ নিলামে ৫০ লক্ষ টাকা বেস প্রাইসে রেজিস্ট্রেশন করিয়েছেন। ২০২৩ সালের উইমেন্স প্রিমিয়ার লিগে কিম গার্থ গুজরাট জায়ান্টসের হয়ে খেলেছিলেন। ডিয়েন্ড্রা ডট্টিনকেও নিয়েছিল গুজরাট। কিন্তু ফিট না থাকার কারণে WPL এর উদ্বোধনী মরসুমে খেলতে পারেননি। অস্ট্রেলিয়ার অলরাউন্ডার অ্যানাবেল সাদারল্যান্ড নিলামে ৪০ লক্ষ টাকা বেস প্রাইসে নাম রেজিস্ট্রেশন করিয়েছেন। অস্ট্রেলিয়ার জর্জিয়া ওয়েরহ্যাম, ইংল্যান্ডের অ্যামি জোন্স ও দক্ষিণ আফ্রিকার শবনিম ইসমাইলেরও বেস প্রাইস ৪০ লক্ষ টাকা।