WPL 2023 DC vs UPW Live Streaming: জেনে নিন কখন এবং কীভাবে দেখবেন ডব্লিউপিএলে দিল্লি ক্যাপিটালস বনাম ইউপি ওয়ারিয়র্সের ম্যাচ
Delhi Capitals vs UP Warriorz Live Streaming: শুরু হয়ে গিয়েছে ডব্লিউপিএল। মঙ্গলবার, টুর্নামেন্টের পঞ্চম ম্যাচে মুখোমুখি হবে মেগ ল্যানিংয়ের দিল্লি ক্যাপিটালস ও অ্যালিসা হিলির ইউপি ওয়ারিয়র্স।
মুম্বই: অপেক্ষার অবসান হয়েছে। বহু প্রতীক্ষিত উইমেন্স প্রিমিয়ার লিগ শুরু হয়ে গিয়েছে। আগামী কাল, মঙ্গলবার ৭ মার্চ রয়েছে মেগ ল্যানিংয়ের দিল্লি ক্যাপিটালস (Delhi Capitals) ও অ্যালিসা হিলির ইউপি ওয়ারিয়র্সের (UP Warriorz) ম্যাচ। দুই দলই নিজেদের প্রথম ম্যাচে জিতে মেয়েদের আইপিএলের যাত্রা শুরু করেছে। একদিকে স্মৃতি মান্ধানার আরসিবির বিরুদ্ধে দাপট দেখিয়ে জিতেছে দিল্লি। অন্যদিকে গুজরাট জায়ান্টসের বিরুদ্ধে খাদের কিনারায় থাকা রুদ্ধশ্বাস ম্যাচে জিতেছে ইউপি। দুই দলই নিজেদের দ্বিতীয় ম্যাচে নামছে। প্রথম ম্যাচে দুই দলই জেতার পরও অ্যালিসা হিলির ইউপির থেকে দিল্লির নেট রান রেট বেশি রয়েছে। ইউপির নেট রান রেট +০.৩৭৪। দিল্লির নেট রান রেট +৩.০০০। এ বার দেখার এই ম্যাচে ২ পয়েন্ট পাবে কারা। উল্লেখ্য, প্রায় পুরো মার্চ মাস ধরেই চলবে মেয়েদের আইপিএল। WPL-এর উদ্বোধনী সংস্করণে অংশ নিয়েছে ৫টি দল। টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হবে ২৬ মার্চ। TV9Bangla-র এই প্রতিবেদনে জেনে নিন কখন, কীভাবে দেখবেন ডব্লিউপিএলের প্রথম সংস্করণের দিল্লি ক্যাপিটালস বনাম ইউপি ওয়ারিয়র্সের ম্যাচ।
দিল্লি ক্যাপিটালস বনাম ইউপি ওয়ারিয়র্সের ম্যাচটি কবে হবে?
দিল্লি ক্যাপিটালস বনাম ইউপি ওয়ারিয়র্সের ম্যাচটি (৭ মার্চ) আগামী কাল, মঙ্গলবার হবে।
দিল্লি ক্যাপিটালস বনাম ইউপি ওয়ারিয়র্সের ম্যাচটি কোথায় হবে?
দিল্লি ক্যাপিটালস বনাম ইউপি ওয়ারিয়র্সের ম্যাচটি মুম্বইয়ের ডিওয়াই পাটিল স্টেডিয়ামে হবে।
দিল্লি ক্যাপিটালস বনাম ইউপি ওয়ারিয়র্সের ম্যাচটি কখন শুরু হবে?
ভারতীয় সময় অনুসারে দিল্লি ক্যাপিটালস বনাম ইউপি ওয়ারিয়র্সের ম্যাচটি শুরু হবে সন্ধ্যা ৭টা ৩০ নাগাদ। ম্যাচের আগে ৭টা নাগাদ টস হবে।
কোথায় দেখা যাবে দিল্লি ক্যাপিটালস বনাম ইউপি ওয়ারিয়র্সের ম্যাচের লাইভ স্ট্রিমিং?
দিল্লি ক্যাপিটালস বনাম ইউপি ওয়ারিয়র্সের ম্যাচটির লাইভ স্ট্রিমিং (Live streaming) দেখা যাবে টিভিতে স্পোর্টস ১৮। মোবাইলে মেয়েদের আইপিএল ম্যাচের লাইভ স্ট্রিমিং দেখা যাবে জিও সিনেমা অ্যাপ্লিকেশনে। পাশাপাশি উইমেন্স প্রিমিয়ার লিগের প্রতিটি ম্যাচের লাইভ আপডেট দেখতে পাওয়া যাবে TV9Bangla ওয়েবসাইটে।
দিল্লি ক্য়াপিটালস স্কোয়াড: জেমাইমা রডরিগজ, মেগ ল্যানিং, শেফালি ভার্মা, রাধা যাদব, শিখা পান্ডে, মারিজানে কাপ, তিতাস সাধু, অ্যালিস ক্যাপসি, তারা নরিস, লরা হ্য়ারিস, জসিয়া আখতার, মীনু মানি, তানিয়া ভাটিয়া, পুনম যাদব, জেস জোনাসন, স্নেহা দীপ্তি, অরুন্ধতী রেড্ডি, অপর্ণা মণ্ডল।
ইউপি ওয়ারিয়র্স স্কোয়াড: সোফি এক্লেস্টন, দীপ্তি শর্মা, তাহিলা ম্য়াকগ্রা, শাবনিম ইসমাইল, অ্যালিসা হিলি (অধিনায়ক), অঞ্জলী সর্বানী, রাজেশ্বরী গায়কোয়াড়, পার্শ্ববী চোপড়া, শ্বেতা শেরাওয়াত, সোপাধন্দী যশশ্রী, কিরণপ্রভু নবগীরে, গ্রেস হ্য়ারিস, দেবিকা বৈদ্য়, দয়ালান হেমলতা, লরেন বেল, লক্ষ্মী যাদব, সিমরন শেখ।