RG Kar case: আরজি কর কাণ্ডে কাতর ঋদ্ধিমান সাহা লিখলেন, আমিও মেয়ের বাবা…

Wriddhiman Saha on RG Kar case: শিলিগুড়ির ছেলে ঋদ্ধিমান সাহার কলকাতার সঙ্গে নিবিড় যোগ রয়েছে। দীর্ঘদিন বাংলার জার্সিতে খেলেছেন। কেকেআরের হয়ে আইপিএলেও খেলেছেন ঋদ্ধিমান। এ বার খাস কলকাতার বুকে যে অপ্রীতিকর ঘটনা ঘটেছে, তা নিয়ে মুখ খুললেন ঋদ্ধি।

RG Kar case: আরজি কর কাণ্ডে কাতর ঋদ্ধিমান সাহা লিখলেন, আমিও মেয়ের বাবা...
আরজি কর কাণ্ডে কাতর ঋদ্ধিমান সাহা লিখলেন, আমিও মেয়ের বাবা...
Follow Us:
| Updated on: Aug 17, 2024 | 6:29 PM

কলকাতা: বিচার চাই ‘তিলোত্তমা’র। রাজ্যজুড়ে চলছে তীব্র প্রতিবাদ। আরজি কর কাণ্ডের প্রতিবাদে একে একে সরব হচ্ছেন দেশের অনেকেই। চিকিৎসকরা বিক্ষোভ করছেন। কলকাতায় আর এই প্রতিবাদ আটকে নেই। দেশের বিভিন্ন প্রান্ত থেকে প্রতিবাদ জানাচ্ছেন শুভবুদ্ধিসম্পন্ন মানুষ। একে একে দেশের ক্রিকেটাররাও আরজি কর কাণ্ডে মুখ খুলছেন। সরব হচ্ছেন। সৌরভ গঙ্গোপাধ্যায়, মহম্মদ সিরাজ, জসপ্রীত বুমরা, অর্শদীপ সিং, শ্রেয়স আইয়ার, জেমাইমা রডরিগজরা আগেই আরজি কর ঘটনায় গর্জে উঠেছিলেন। এ বার বাংলার উইকেটকিপার ব্যাটার ঋদ্ধিমান সাহা (Wriddhiman Saha) তাঁর যন্ত্রণার কথা তুলে ধরলেন ইন্সটাগ্রামে।

শিলিগুড়ির ছেলে ঋদ্ধিমান সাহার কলকাতার সঙ্গে নিবিড় যোগ রয়েছে। দীর্ঘদিন বাংলার জার্সিতে খেলেছেন। কেকেআরের হয়ে আইপিএলেও খেলেছেন ঋদ্ধিমান। এ বার খাস কলকাতার বুকে যে অপ্রীতিকর ঘটনা ঘটেছে, তা নিয়ে মুখ খুললেন ঋদ্ধি। তিনি নিজে দুই সন্তানের বাবা। এক ছেলে ও এক মেয়ে রয়েছে ঋদ্ধির। এক মেয়ের বাবা হিসেবে এবং কলকাতাকে নিজের শহর বলে উল্লেখ করে যন্ত্রণাবিদ্ধ ঋদ্ধি ইন্সটাগ্রাম পোস্টে লিখেছেন, ‘আমার শহর কলকাতায় ঘটে যাওয়া ঘৃণ্য ঘটনায় আমার হৃদয় ভেঙে চুরমার হয়ে গিয়েছে। বাবা হিসেবে আমি অত্যন্ত যন্ত্রণাবিদ্ধ। একই সঙ্গে ক্ষুব্ধও। আমাদের বাচ্চাদেরই যখন সুরক্ষা দিতে পারি না, তা হলে আমরা নিজেদের কী ভাবে মানুষ বলতে পারি? এই সমাজের উচিত এখন জেগে ওঠা। মেয়েদের বিশ্বে আরও ভালো জায়গা প্রয়োজন। ওদের নিরাপত্তার অধিকার রয়েছে। ভয়কে দূরে রেখে সহজ-সাবলীল ভাবে যাতে মেয়েরা ঘুরে বেড়াতে পারে, সেই দিকে নজর দিতে হবে।’

তিলোত্তমার দোষীর যেন শাস্তি হয়, তেমনটাই চাইছেন ঋদ্ধি। তিনি লিখেছেন, ‘আমাদের এমন ব্যবস্থা নিতে হবে, যাতে এই ধরনের ঘৃণ্য কাজ করতে অপরাধীরা ভয় পায়। এই সকল রাক্ষসদের শায়েস্তা করার জন্য আইনেও পরিবর্তন করা উচিত। মেয়েদের জন্য ভারতকে নিরাপদ করতে একসঙ্গে কাজ করতে হবে আমাদের। আমি একজন ক্রিকেটার হিসেবে বা পাবলিক ফিগার হিসেবে এগুলো লিখছি না। আমি একজন বাবা, একটা মানুষ হিসেবে লিখছি। আসুন সকলে মিলে এমন একটা বিশ্ব গড়ি, যেখানে আমাদের বাচ্চারা নির্ভয়ে বড় হতে পারবে।’

View this post on Instagram

A post shared by Wriddhiman Saha (@wriddhi)