IND vs AUS, WTC Final 2023: টেস্টে বিশ্বসেরা হওয়ার লড়াই, WTC ফাইনাল নিয়ে এই প্রশ্নগুলি জাগছে? রইল উত্তর
WTC final 2023 FAQs: মঞ্চ প্রস্তুত। ভারত ও অস্ট্রেলিয়াও তৈরি। ওভালে ৭ জুন বিশ্ব টেস্ট ফাইনাল। মহারণের আগে ক্রিকেট প্রেমীদের মনে রয়েছে একঝাঁক প্রশ্ন। তাই এই প্রতিবেদনে রইল WTC ফাইনাল নিয়ে একাধিক খুঁটিনাটি প্রশ্নের উত্তর।
লন্ডন : সম্মুখসমরে টেস্ট ক্রিকেটের (Test Cricket) সেরা দুই দল। গত ২ বছরের অক্লান্ত পরিশ্রম। এ বার সেই পরিশ্রমের ফল ভোগ করার পালা। ওভালে আগামী কাল, ৭ জুন শুরু হতে চলেছে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল। টেস্ট ক্রিকেটের সেরা দুই দল ভারত ও অস্ট্রেলিয়া (IND vs AUS) এই মহারণে নামবে। WTC হল টেস্ট ক্রিকেটের অন্যতম আকর্ষণীয় লড়াই। পর পর দু’বার ভারত বিশ্ব টেস্ট ফাইনালে উঠল। আর অস্ট্রেলিয়া এই প্রথম বার বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে। WTC ফাইনাল নিয়ে ক্রিকেট প্রেমীদের মনে কিছু প্রশ্ন এখনও রয়েছে। হয়তো খুব সাধারণ প্রশ্ন। তাও অনেকেরই এগুলোর উত্তর জানতে ইচ্ছে করতে পারে। তাই TV9Bangla Sports এর এই প্রতিবেদনে রইল WTC Final নিয়ে একাধিক খুঁটিনাটি প্রশ্নের উত্তর।
কবে শুরু হচ্ছে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল?
৭ জুন থেকে শুরু হচ্ছে এ বারের বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল।
এ বারের বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে মুখোমুখি কোন দুই দল?
২০২৩ সালের বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে লড়াই হবে রোহিত শর্মার ভারত ও প্যাট কামিন্সের অস্ট্রলিয়ার।
কতদিন চলবে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল?
এ বারের বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল ৭ জুন থেকে ১১ জুন অবধি চলবে।
বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে কি রিজার্ভ ডে রয়েছে?
২০২৩ সালের বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে রিজার্ভ ডে রয়েছে। ১২ জুন দিনটিকে রাখা হয়েছে রিজার্ভ ডে হিসেবে।
বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে কোন বলে খেলা হবে?
ইংল্যান্ড, আয়ার্ল্যান্ড এবং ওয়েস্ট ইন্ডিজে প্রাথমিকভাবে ব্যবহৃত ডিউক বল বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের জন্য ব্যবহার করা হবে।
বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল টেস্ট ড্র বা টাই হলে কী হবে?
সেই পরিস্থিতিতে অস্ট্রেলিয়া এবং ভারত দুই দলকেই WTC চ্যাম্পিয়ন হিসেবে ঘোষণা করা হবে।
কেন লর্ডসে নয় ওভালে হচ্ছে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল?
আইসিসি স্পনসরশিপের ক্ষেত্রে একটি “পরিচ্ছন্ন” ভেন্যু চেয়েছিল। লর্ডসে কিছু চুক্তি রয়েছে যার ফলে সেখানে ফাইনাল হচ্ছে না। তাই ওভালকে ফাইনালের ভেনু হিসেবে বেছে নেওয়া হয়েছে।
WTC ফাইনালে ষষ্ঠ দিন কখন ব্যবহার করা হবে?
WTC ফাইনালের একটি রিজার্ভ ডে নির্ধারিত আছে। তবে এটি শুধুমাত্র তখনই ব্যবহার করা হবে, যদি নিয়মিত পাঁচ দিন ধরে খারাপ আবহাওয়ার কারণে নির্ধারিত ওভার খেলা শেষ না হয় এবং চ্যাম্পিয়ন না পাওয়া যায়। গতবারের ফাইনালে প্রথম দিনটি সম্পূর্ণরূপে বৃষ্টিতে ধুয়ে গিয়েছিল এবং ম্যাচটি শেষ পর্যন্ত রিজার্ভ ডেতে চলে গিয়েছিল।
এ বারের WTC ফাইনালে আবহাওয়ার পূর্বাভাস কী?
WTC ফাইনালের প্রথম তিন দিন এবং পঞ্চম দিনে লন্ডনে বেশিরভাগ রোদ থাকবে বলে আশা করা হচ্ছে। তবে, চতুর্থ দিন বিকেলে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। রিজার্ভ ডে-র দিন আবহাওয়া পরিষ্কার থাকবে বলে আশা করা হচ্ছে।
বিশ্ব টেস্ট ফাইনালের চ্যাম্পিয়ন দল কত আর্থিক পুরস্কার পাবে?
WTC চ্যাম্পিয়নরা শুধু টেস্ট গদাই পাবে না। যে দল জিতবে তারা ১.৬ মিলিয়ন ডলারের আর্থিক পুরস্কারও পাবে। রানার্স আপরাও খালি হাতে ফিরবে না। তারা ৮ লক্ষ ডলার আর্থিক পুরস্কার পাবে।
বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে গতবারের চ্যাম্পিয়ন কোন দল ?
২০২১ সালের ফাইনাল হয়েছিল সাউদাম্পটনে। সে বার ভারতকে হারিয়ে উদ্বোধনী বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের চ্যাম্পিয়ন হয়েছিল নিউজিল্যান্ড।