IND vs ENG: চ্যাম্পিয়ন্স ট্রফির আগে ওডিআই ডেবিউ যশস্বী-হর্ষিতের, টস ভাগ্য সঙ্গ দিল না রোহিতের

India vs England 1st ODI, Nagpur: ইংল্যান্ডের বিরুদ্ধে ভারতের ৩ ম্যাচের যে ওডিআই সিরিজ আজ, ৬ ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে, তা রোহিতদের কাছে চ্যাম্পিয়ন্স ট্রফির প্রস্তুতি। নাগপুরে এই সিরিজের প্রথম ম্যাচ। টস জিতেছেন বাটলার। কেমন হল দুই দলের একাদশ?

IND vs ENG: চ্যাম্পিয়ন্স ট্রফির আগে ওডিআই ডেবিউ যশস্বী-হর্ষিতের, টস ভাগ্য সঙ্গ দিল না রোহিতের
যশস্বী ও হর্ষিতের ওডিআই অভিষেকImage Credit source: BCCI

Feb 06, 2025 | 2:52 PM

কলকাতা: চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য রোহিত ব্রিগেডের আসল মঞ্চে এ বার প্রস্তুতি শুরু। নাগপুরে জস বাটলারের ইংল্যান্ডের বিরুদ্ধে ওডিআই ম্যাচ রয়েছে ভারতের। ৩ ম্যাচের ওডিআই সিরিজের প্রথমটিতে টস ভাগ্য সঙ্গ দিল না রোহিত শর্মার (Rohit Sharma)। টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিলেন ইংল্যান্ডের অধিনায়ক। এই ম্যাচে একাধিক ভারতীয় ক্রিকেটারের অভিষেক হতে পারে বলে বলাবলি হচ্ছিল ক্রিকেট মহলে। হলও সেটাই। চ্যাম্পিয়ন্স ট্রফির (ICC Champions Trophy) আগে ওডিআইতে ডেবিউ হল যশস্বী জয়সওয়াল ও হর্ষিত রানার।

টসের পর নাগপুরে ইংল্যান্ডের অধিনায়ক জস বাটলার বলেন, ‘আমরা আজ প্রথমে ব্যাটিং করব। ড্রেসিংরুমে পরিবেশ ঠিকই আছে। এই ওডিআই সিরিজটায় আমরা ভালো পারফর্ম করতে চাই। জো রুটকে আমরা ফিরে পেয়েছি। দারুণ লাগছে। দলের সকলের মনোভাব বেশ ভালো। চ্যাম্পিয়ন্স ট্রফির আগে আমরা একটা দুর্দান্ত দলের বিরুদ্ধে খেলছি। তাও আবার ওদের ঘরের মাটিতে। চ্যাম্পিয়ন্স ট্রফির আগে এটা আমাদের জন্য বড় চ্যালেঞ্জ। আমাদের একাদশে তিন পেসার রয়েছে এবং একজন অতিরিক্ত স্পিন বোলিং অলরাউন্ডার।’

ভারত একাদশ – রোহিত শর্মা (অধিনায়ক), যশস্বী জয়সওয়াল, শুভমন গিল (সহঅধিনায়ক), লোকেশ রাহুল (উইকেটকিপার), শ্রেয়স আইয়ার, হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাডেজা, অক্ষর প্যাটেল, মহম্মদ সামি, হর্ষিত রানা ও কুলদীপ যাদব।

ইংল্যান্ড একাদশ – ফিল সল্ট (উইকেটকিপার), বেন ডাকেট, জো রুট, জস বাটলার (অধিনায়ক), জ্যাকব বেথেল, লিয়াম লিভিংস্টোন, হ্যারি ব্রুক, ব্রেন্ডন কার্স, জোফ্রা আর্চার, আদিল রশিদ, সাকিব মাহমুদ।