Yashasvi Jaiswal: চ্যাম্পিয়ন্স ট্রফির আগে ODI ডেবিউয়ের পথে যশস্বী জয়সওয়াল, এ বার কি বাদ পড়বেন রোহিত?
গত বছরটা ভালো কেটেছে যশস্বী জয়সওয়ালের। তিনি ১৫টি ম্যাচে ১৪৭৮ রান করেছেন। গড় ৫৪.৭৪। তাঁর ভয়ডরহীন ক্রিকেট খেলার ধরন অনেকের নজর কেড়েছে। সেই জায়গা থেকে দাঁড়িয়ে অনেকেই দাবি তুলেছেন, যশস্বীর ওডিআই ফর্ম্যাটেও খেলা উচিত।
কলকাতা: ফের একবার আলোচনায় ভারতের তরুণ তুর্কি যশস্বী জয়সওয়াল (Yashasvi Jaiswal)। ২০২৩ সালে আন্তর্জাতিক ক্রিকেটের আঙিনায় পা রেখেছেন তিনি। এখনও অবধি টেস্ট ও টি-টোয়েন্টি ক্রিকেটে খেলেছেন বাঁ-হাতি এই তরুণ ক্রিকেটার। এখনও অবধি যশস্বীকে ওডিআইতে (ODI) দেখা যায়নি। ক্রিকেট মহলে কান পাতলে শোনা যাচ্ছে, টেস্ট ক্রিকেটে ছাপ রাখার পুরস্কার পেতে চলেছেন যশস্বী। তিনি যেহেতু ওপেনার, তাই এ বার প্রশ্ন হল রোহিত শর্মা কি বাড় পড়বেন চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে?
ভারতীয় টিমে রোহিত অধ্যায়ে কি ইতি পড়তে চলেছে? সিডনি টেস্টে রোহিত শর্মা খেলেননি। ভারতের টেস্ট ক্রিকেটের ইতিহাসে এমনটা কখনও হয়নি যে, ক্যাপ্টেন অসুস্থ বা চোট না পাওয়ার পরও একাদশে নেই। রোহিত বর্ডার গাভাসকর ট্রফির শেষ টেস্টে না খেলার জন্য ক্রিকেট মহলে বিরাট আলোচনা এবং সমালোচনা হয়েছে। তিনি এই মুহূর্তে সেরা ছন্দে নেই। ব্যাটে আশানুরূপ রানও আসছে না। তাই এ দাবি জোরাল হয়েছে যে, এ বার কি তিনি ওডিআই টিম থেকে বাদ পড়বেন?
মেন ইন ব্লুতে রোহিত শর্মা ও শুভমন গিল ওপেনার। সেখানে যশস্বী জয়সওয়াল টিমে আসা মানে বাড়তি এক ওপেনার। যদি যশস্বীকে একাদশে রাখতে হয় তা হলে রোহিত বা শুভমনের একজনকে বাদ দিতে হবে। Revsportz-এর রিপোর্ট অনুযায়ী ইংল্যান্ডের বিরুদ্ধে ভারতের আসন্ন ওডিআই সিরিজে এবং চ্যাম্পিয়ন্স ট্রফিতে যশস্বী জয়সওয়ালকে ব্যাক আপ ওপেনার হিসেবে টিমে রাখা হবে। যশস্বী ভারতের ওডিআই স্কোয়াডে সুযোগ পেলে এখনই তাঁর ওডিআই অভিষেক হয় কিনা, সেদিকে নজর থাকবে ভারতীয় ক্রিকেট প্রেমীদের।
এই খবরটিও পড়ুন
গত বছরটা ভালো কেটেছে যশস্বী জয়সওয়ালের। তিনি ১৫টি ম্যাচে ১৪৭৮ রান করেছেন। গড় ৫৪.৭৪। তাঁর ভয়ডরহীন ক্রিকেট খেলার ধরন অনেকের নজর কেড়েছে। সেই জায়গা থেকে দাঁড়িয়ে অনেকেই দাবি তুলেছেন, যশস্বীর ওডিআই ফর্ম্যাটেও খেলা উচিত।