Yuzvendra Chahal: ‘আমি তো বাড়িতে বসে নেই’, নিয়মিত একাদশে সুযোগ না পেয়ে বিচলিত নন যুজবেন্দ্র চাহাল
IND vs WI: ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে তিন ম্যাচের ওডিআই সিরিজে ভারতের হয়ে খেলার সুযোগ পাননি যুজবেন্দ্র চাহাল। এরপর ৫ ম্যাচের টি-২০ সিরিজের প্রথম ম্যাচে মেন ইন ব্লুর জার্সিতে খেলতে দেখা গিয়েছিল যুজবেন্দ্র চাহালকে।
গায়ানা: ভারতীয় ক্রিকেট বর্তমানে ক্রিকেট বিশ্বে তরঙ্গ তৈরি করেছে। টিম ইন্ডিয়ায় প্রতিভার কমতি নেই। সিনিয়র, জুনিয়র মিলিয়ে অন্যতম শক্তিশালী দল ভারত। যার যেখানে যত বেশি প্রতিভা, সেখানে একাদশ বাছতে তত বেশি সমস্যা। ছন্দে থাকা ক্রিকেটাররাও যার ফলে নিয়মিত একাদশে সুযোগ পান না। ভারতীয় লেগ-স্পিনার যুজবেন্দ্র চাহালের (Yuzvendra Chahal) কথাই যদি বলা হয়, তিনি টিম ইন্ডিয়ার (Team India) একাদশে নিয়মিত সুযোগ পাচ্ছেন না। তিনি তাঁর কারণ সম্পর্কেও জানেন। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ভারতের দ্বিতীয় টি-২০ ম্যাচের আগে চাহাল টিম ইন্ডিয়ার একাদশে নিয়মিত সুযোগ না পাওয়া নিজের নিজের বক্তব্য তুলে ধরেছেন। বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports এর এই প্রতিবেদনে।
ঠিক ছ’মাস পর জাতীয় দলে কামব্যাক হয়েছে যুজবেন্দ্র চাহালের। মে মাসে শেষ বার আইপিএলে খেলেছিলেন চাহাল। তারপর ৩ অগস্ট ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ২২ গজে ফিরেছেন চাহাল। শুধু ফিরেছেন না বলে, বরং বলা ভালো নীল জার্সিতে কামব্যাত হয়েছে চাহালের। জানুয়ারিতে শেষ বার ভারতের মাটিতে আন্তর্জাতিক টি-২০ এবং ওডিআই ম্যাচে খেলেছিলেন চাহাল। এরপর আর সুযোগ মেলেনি। যদিও ভারতের একাদশে নিয়মিত সুযোগ না পাওয়া নিয়ে বিচলিত নন চাহাল। বরং তিনি জানান, টিম কম্বিনেশনই আসল।
জাতীয় দলে কামব্যাক ম্যাচে ২টি উইকেট নিয়েছেন চাহাল। কিন্তু তারপরও দ্বিতীয় টি-২০ ম্যাচে হয়তো সুযোগ নাও পেতে পারেন তিনি। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে দ্বিতীয় টি-২০ ম্যাচের আগে চাহাল বলেন, ‘আমরা সব সময় গুরুত্ব দিই টিম কম্বিনেশনে। এটা নতুন কিছু নয়। ৭ নম্বরে রবীন্দ্র জাডেজা কিংবা অক্ষর প্যাটেল খেলে। উইকেট স্পিন ফ্রেন্ডলি হলে তিন স্পিনার খেলানো হয়। কুলদীপ ভালো বল করছে। ও সত্যি দারুণ ফর্মে রয়েছে। তাই ওকে দলে সুযোগ দেওয়া হচ্ছে। আর আমি নেটে পরিশ্রম করে করে চলেছি। যখনই সুযোগ পাই সেটা কাজে লাগাই।’
তিনি আরও বলেন, ‘আমরা পেশাদার ক্রিকেটার। আমি দু মাস পর খেলছি। শেষ আমি আইপিএলে খেলেছিলাম। ক্রিকেট তো একার খেলা নয়। দলগত খেলা। তাই এমন অনেক সময় হয় যে দু-একটা সিরিজের জন্য ক্রিকেটারদের দলের বাইরে বসে থাকতে হয়। তাই তার মানে এই নয় যে তাঁরা দলের অংশ নয়। আমি খুশি যে প্রতিদিন নীল জার্সি পরতে পারছি। আমি বাড়িতে বসে নেই। দলের সঙ্গে সফর করছি। দলের অংশ। আমি দাবা খেলেছি, সেটা ব্যক্তিগত খেলা। কিন্তু ক্রিকেট দলগত খেলা। স্কোয়াডের ১৫ জনের মধ্যে মাত্র ১১ জনই খেলতে পারবে। গত কয়েকটা সিরিজে আমি যখন খেলেছিলাম তখন কুলদীপ সুযোগ পাচ্ছিল না। কখনও ও খেলেছে বলে আমি একাদশে সুযোগ পাইনি। এমনটা হতেই থাকে।’ চাহালের কথা থেকে পরিষ্কার, নিয়মিত একাদশে সুযোগ না পেয়ে বিচলিত নন তিনি।