Yuzvendra Chahal: এক-দুই নয়, তিন বার বিশ্বকাপে ব্রাত্য! এ বার মুখ খুললেন যুজবেন্দ্র চাহাল

ICC World Cup: আসন্ন ওডিআই বিশ্বকাপের জন্য ভারতের ১৫ সদস্যের যে স্কোয়াড বেছে নেওয়া হয়েছে তাতে জায়গা পাননি যুজবেন্দ্র চাহাল। ২০২১ সালে টি-২০ বিশ্বকাপে তিনি স্কোয়াডে ছিলেন না। এরপর গত বছর অস্ট্রেলিয়ায় হওয়া কুড়ি-বিশের বিশ্বকাপে তিনি টিমে ছিলেন, কিন্তু একটি ম্যাচও খেলার সুযোগ পাননি। এ বারের বিশ্বকাপে জায়গা না পাওয়ার পর মুখ খুললেন চাহাল। কী বললেন তিনি?

Yuzvendra Chahal: এক-দুই নয়, তিন বার বিশ্বকাপে ব্রাত্য! এ বার মুখ খুললেন যুজবেন্দ্র চাহাল
Yuzvendra Chahal: এক-দুই নয়, তিন বার বিশ্বকাপে ব্রাত্য! এ বার মুখ খুললেন যুজবেন্দ্র চাহাল
Follow Us:
| Edited By: | Updated on: Oct 01, 2023 | 3:31 PM

নয়াদিল্লি: বিশ্বকাপের (ICC World Cup) সময় এলেই তাকে দল ব্রাত্য করে দেয়। এক, দুই নয়… এই নিয়ে তিন বার বিশ্বকাপে খেলার সুযোগ পেলেন না ভারতীয় লেগ-স্পিনার যুজবেন্দ্র চাহাল (Yuzvendra Chahal)। আসন্ন ওডিআই বিশ্বকাপের জন্য ভারতের ১৫ সদস্যের যে স্কোয়াড বেছে নেওয়া হয়েছে তাতে জায়গা পাননি চাহাল। ২০২১ সালে টি-২০ বিশ্বকাপে তিনি স্কোয়াডে ছিলেন না। এরপর গত বছর অস্ট্রেলিয়ায় হওয়া কুড়ি-বিশের বিশ্বকাপে তিনি টিমে ছিলেন, কিন্তু একটি ম্যাচও খেলার সুযোগ পাননি। এ বারের বিশ্বকাপে জায়গা না পাওয়ার পর মুখ খুললেন চাহাল। কী বললেন তিনি? বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports এর এই প্রতিবেদনে।

সম্প্রতি উইজডেনকে দেওয়া এক সাক্ষাৎকারে যুজবেন্দ্র চাহাল বিশ্বকাপের স্কোয়াডে না থাকা নিয়ে বলেছেন, ‘আমি বুঝতে পারছি যে, দলে ১৫ জনই সুযোগ পাবে। কারণ এটা তো বিশ্বকাপ। ১৭ বা ১৮ জনকে নেওয়া তো যায় না। তবে হ্যাঁ, সুযোগ না পাওয়ায় খারাপ তো লাগেই। কিন্তু আমার জীবনে এগিয়ে যাওয়াই হল মূল মন্ত্র। আর এইসবে আমি অভ্যস্ত হয়ে গিয়েছে। দেখতে দেখতে তিনটে বিশ্বকাপ এভাবেই হয়ে গেল।’

এইসব কিছুর মাঝে চাহাল লাল বলে খেলার অভিজ্ঞতা অর্জন করতে ইংল্যান্ডে গিয়েছিলেন। সেখানে তিনি কেন্ট টিমের হয়ে কাউন্টি চ্যাম্পিয়নশিপে খেলেছেন। বাড়িতে বসে থাকার চেয়ে নিজেকে ক্রিকেটে ব্যাস্ত রাখতে চান চাহাল। দেশের হয়ে টেস্ট খেলার ইচ্ছেও প্রকাশ করেছেন চাহাল। এই নিয়ে তিনি বলেন, ‘আমি কেন্টে খেলছি, কারণ কোথাও না কোথাও আমি ক্রিকেট খেলতে চাই। এখানে আমি লাল বলে খেলার সুযোগ পাচ্ছি। ভারতের হয়ে সত্যি লাল বলে খেলতে চাই আমি। তাই এই অভিজ্ঞতা কাজে লাগবে।’

ভারতীয় দলে স্পিন বিভাগে জায়গা করতে হলে কুলদীপ যাদব, রবীন্দ্র জাডেজা ও রবিচন্দ্রন অশ্বিনদের বিরুদ্ধে লড়তে হবে চাহালকে। তাই দলের অন্যান্য স্পিনারদের সঙ্গে প্রতিযোগিতা নিয়ে চাহাল বলেন, ‘আমি এ নিয়ে খুব একটা ভাবি না। কারণ আমি জানি, যদি ভালো পারফর্ম করি, তা হলে আমি খেলব। ভবিষ্যতে আমার জায়গা অন্য কেউ নিতেই পারে। বরাবর নিজেকে বলি যে, আমাকে আরও কঠোর পরিশ্রম করতে হবে, তা হলেই আবার আমি দলে ফিরে আসব।’