ARG vs FRA, FIFA Final Highlights: রুদ্ধশ্বাস টাইব্রেকারে বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা, কাপ উঠল মেসির হাতে

TV9 Bangla Digital | Edited By: তিথিমালা মাজী

Dec 19, 2022 | 12:15 AM

Argentina vs France, FIFA World Cup 2022 Final Live Score: দেখুন ফিফা বিশ্বকাপ ২০২২, আর্জেন্টিনা বনাম ফ্রান্স ফাইনাল ম্যাচের পুঙ্খানুপুঙ্খ লাইভ আপডেট।

ARG vs FRA, FIFA Final Highlights: রুদ্ধশ্বাস টাইব্রেকারে বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা, কাপ উঠল মেসির হাতে
আর্জেন্টিনা বনাম ফ্রান্স

Follow Us

দোহা:কাতারের লুসেল স্টেডিয়াম সাক্ষী থাকল বিশ্বকাপের ইতিহাসের সবচেয়ে রুদ্ধশ্বাস এক ফাইনালের। লিওনেল মেসির আর্জেন্টিনা যতবারই এগিয়েছে ততই বাধা হয়ে দাঁড়িয়েছেন কিলিয়ান এমবাপে। প্রথমার্ধে দুই গোলে এগিয়ে ছিল আর্জেন্টিনা। ফ্রান্সের প্রথমার্ধের পারফরম্যান্স নিয়ে যখন সমালোচনার ঝড়, দ্বিতীয়ার্ধের ৮০ মিনিটে বদলে গেল ম্যাচের মোড়। পেনাল্টি থেকে গোল এমবাপের। মিনিটখানেকের মধ্যে এমবাপের দ্বিতীয় গোল। এরপর ম্যাচ গড়িয়েছে পেন্ডুলামের মতো। নির্ধারিত সময়ে ম্যাচ ২-২ ছিল। অতিরিক্ত সময়ে মেসি ও এমবাপে দু’জনের পায়ে গোল আসে। ৩-৩ স্কোর নিয়ে ম্যাচ গড়ায় পেনাল্টি শুট-আউটে। টাইব্রেকারে ৪-২ গোলে জিতে ৩৬ বছর পর বিশ্ব চ্যাম্পিয়নের খেতাব উঠল আর্জেন্টিনার মাথায়। কেরিয়ারের শেষ বিশ্বকাপটা বর্ণময় হয়ে থাকল লিওনেল আন্দ্রেস মেসির। রুদ্ধশ্বাস এক ফাইনাল শেষে কাপ উঠল ফুটবল ম্যাজিশিয়ানের হাতে।

LIVE NEWS & UPDATES

The liveblog has ended.
  • 19 Dec 2022 12:02 AM (IST)

    গোল্ডেন বল মেসির

    ইয়ং প্লেয়ারের পুরস্কার পেলেন এনজো ফার্নান্ডেজ

    গোল্ডেন গ্লাভস পেলেন আর্জেন্টিনার গোলরক্ষক এমি মার্টিনেজ

    গোল্ডেন বুট পেলেন এমবাপে

    গোল্ডেন বল উঠল লিওনেল মেসির হাতে

     

  • 18 Dec 2022 11:43 PM (IST)

    ২০ বছর পর লাতিন আমেরিকায় বিশ্বকাপ

    ২০০২ সাল অর্থাৎ ২০ বছর পর লাতিন আমেরিকার কোনও দল বিশ্বকাপ জিতল। ব্রাজিল ছাড়া প্রথম লাতিন আমেরিকান দেশ হিসেবে বিশ্বকাপ জয় আর্জেন্টিনা।


  • 18 Dec 2022 11:26 PM (IST)

    বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা

    পেনাল্টি শুট আউটে ৪-২ গোলে রুদ্ধশ্বাস জয় আর্জেন্টিনার। ৩৬ বছরের অপেক্ষার অবসান। মেসির হাতে উঠল কাপ।

  • 18 Dec 2022 11:25 PM (IST)

    জিতল আর্জেন্টিনা

    ফ্রান্স: এমবাপের পেনাল্টি শট আর্জেন্টিনার জালে। ফ্রান্স ১-০ আর্জেন্টিনা

    আর্জেন্টিনা: মেসির শট ফ্রান্সের জালে। ফ্রান্স ১-১ আর্জেন্টিনা

    ফ্রান্স: কিংসলে কোমানের পেনাল্টি সেভ এমি মার্টিনেজের। ফ্রান্স ১-১ আর্জেন্টিনা

    আর্জেন্টিনা: পেনাল্টি শটে গোল পাওলো দিবালার। ফ্রান্স ১-২ আর্জেন্টিনা

    ফ্রান্স: সৌমেনির পেনাল্টি শট মিস। ফ্রান্স ১-২ আর্জেন্টিনা

    আর্জেন্টিনা: পেনাল্টি শটে গোল পারদেসের। ফ্রান্স ১-৩ আর্জেন্টিনা

    ফ্রান্স: কোলো মুয়ানির পেনাল্টি শটে গোল। ফ্রান্স ২-৩ আর্জেন্টিনা

    আর্জেন্টিনা: মন্টিয়ালের পেনাল্টি শট ফ্রান্সের গোলে। ফ্রান্স ২-৪ আর্জেন্টিনা

  • 18 Dec 2022 11:14 PM (IST)

    ম্যাচ গড়াল টাইব্রেকারে

    ম্যাচের নিস্পত্তি হবে টাইব্রেকারে। অতিরিক্ত সময়ে ফলাফল ছিল ৩-৩।

  • 18 Dec 2022 11:11 PM (IST)

    রেকর্ড অ্যালার্ট

    ১৯৬৬ বিশ্বকাপ ফাইনালের পর এই প্রথম কোনও বিশ্বকাপ ফাইনালে কেউ হ্যাটট্রিক করলেন। সে বার হ্যাটট্রিক ছিল ইংল্যান্ডের জিওফ হার্স্টের। এ বার কিলিয়ান এমবাপে। ৫৬ বছর পর।

  • 18 Dec 2022 11:08 PM (IST)

    এমবাপের হ্যাটট্রিক

    এ যেন শেষ হয়েও হচ্ছে না শেষ। ১১৭ মিনিটে পেনাল্টি থেকে এমবাপের গোল। ম্যাচ এখন ৩-৩। টানটান রুদ্ধশ্বাস ম্যাচ চলছে লুসেলে।

  • 18 Dec 2022 10:58 PM (IST)

    আর্জেন্টিনার সেলিব্রেশন

    গোওওওওওওওওওওওওওওওওওওওওওওল

  • 18 Dec 2022 10:32 PM (IST)

    ম্যাচ গড়াল অতিরিক্ত সময়ে

    লুসেলে রুদ্ধশ্বাস ফাইনাল। নির্ধারিত সময়ে ফলাফল ২-২ থাকায় ম্যাচ গড়াল একস্ট্রা টাইমে।

  • 18 Dec 2022 10:18 PM (IST)

    আবার গোওললল…

    সেকেন্ডের ব্যবধানে ম্যাচের মোড় ঘোরালেন কিলিয়ান এমবাপে। ৯৭ সেকেন্ডের ব্যবধানে আরও একটি গোল ফরাসি স্ট্রাইকারের। সমতায় ফিরল ফ্রান্স। জমে গিয়েছে মেগা ফাইনাল। আর্জেন্টিনা ২-২ ফ্রান্স।

  • 18 Dec 2022 10:14 PM (IST)

    গোওওললল…

    পেনাল্টি থেকে গোল ফ্রান্সের। গোল করলেন কিলিয়ান এমবাপে। বিশ্বকাপে ছয় নম্বর গোল এমবাপের। ম্যাচে জমি খুঁজে পেল ফ্রান্স। আর্জেন্টিনা ২-১ ফ্রান্স।

  • 18 Dec 2022 09:58 PM (IST)

    আক্রমণে ঝড় আর্জেন্টিনার

    প্রথমার্ধে ফ্রান্সকে সেভাবে খুঁজে পাওয়া যায়নি। দ্বিতীয়ার্ধেও লাতিন আমেরিকার দলটির দাপট। গোলের সুর্বণ সুযোগ ছিল জুলিয়ান আলভারেজের কাছে। মেসির কাছেও এসেছিল সুযোগ। তবে স্কোরলাইন বদলায়নি। আর্জেন্টিনা ২-০ ফ্রান্স।

  • 18 Dec 2022 09:41 PM (IST)

    দ্বিতীয়ার্ধ শুরু

    কাতার বিশ্বকাপের মেগা ফাইনালের দ্বিতীয়ার্ধের খেলা শুরু হয়েছে। ঘুরে দাঁড়ানোর আশায় ফ্রান্স।

  • 18 Dec 2022 09:27 PM (IST)

    ইয়েলো কার্ড

    বিরতির ঠিক আগে হলুদ কার্ড দেখলেন আর্জেন্টিনার এনজো ফার্নান্ডেজ।

  • 18 Dec 2022 09:25 PM (IST)

    লুসেলে হাফ-টাইম

    লুসেল স্টেডিয়ামে বিরতির সময়। ২-০ গোলে এগিয়ে আর্জেন্টিনা। ফ্রান্স কি ম্যাচে ফিরতে পারবে?

  • 18 Dec 2022 09:07 PM (IST)

    ম্যাজিক্যাল রান…

    কোনও বিশেষণ দিয়েই যেন বর্ণনা করা যাবে না। আর্জেন্টিনা বক্স থেকে অনবদ্য একটা মুভ তৈরি হয়। মেসি-ম্যাক অ্যালিস্টার। ম্যাক যে পজিশনে ছিলেন, তাঁর শট ব্লক হয়ে যেতে পারত। বাঁ দিকে বল বাড়ান ডি মারিয়াকে। হুগো লরিস জায়গা বদলের সুযোগ পেলেন না। ডি মারিয়ার অনবদ্য গোল।

  • 18 Dec 2022 09:04 PM (IST)

    মেসি ও হার্নান্ডেজের মধ্যে সংঘর্ষ

    থিও হার্নান্ডেজের সঙ্গে সংঘর্ষে কানের কাছে আঘাত পেলেন মেসি। তবে আশঙ্কার কিছু নেই।

  • 18 Dec 2022 08:52 PM (IST)

    পেনাল্টি

    ম্যাচের ২১ মিনিট, ডি মারিয়াকে বক্সে ফাউল। পেনাল্টি নিচ্ছেন লিওনেল মেসি। গোওওওল। হুগো লরিস প্রস্তুত ছিলেন। তবে মেসি কোন দিকে শট নেবেন আন্দাজ করে উঠতে পারেনি। এ বারের বিশ্বকাপে ষষ্ঠ গোল লিও মেসির। গোল্ডেন বুটের দৌড়ে এগিয়ে গেলেন আর্জেন্টিনা অধিনায়ক।

  • 18 Dec 2022 08:47 PM (IST)

    এগিয়ে আর্জেন্টিনা

    ম্যাচের প্রথম ১৫ মিনিটে বল পজেশনে ৪৮ শতাংশ এগিয়ে আর্জেন্টিনা। ফ্রান্সের বল পজেশন ৩৯ শতাংশ।

  • 18 Dec 2022 08:42 PM (IST)

    আক্রমণে আর্জেন্টিনা

    ম্যাচের শুরুতেই ফ্রান্সের রক্ষণে কাঁপুনি ধরিয়ে দিয়েছিলেন জুলিয়ান আলভারেজ। দু’বার গোলের সুযোগ। দ্বিতীয়বার আট গজ দূর থেকে নেওয়া শট অবশ্য জমা পড়ে হুগো লরিসের হাতে। যদিও অফসাইড ছিল।

  • 18 Dec 2022 08:31 PM (IST)

    কিক অফ

    লুসেইলে শুরু হয়ে গেল আর্জেন্টিনা বনাম ফ্রান্স কাতার বিশ্বকাপের মেগা ফাইনাল।

  • 18 Dec 2022 08:29 PM (IST)

    ফাইনালের ফর্মেশন

    আর্জেন্টিনা ৪-৪-২ ফর্মেশনে দল নামিয়েছে। অন্যদিকে ফ্রান্স খেলছে ৪-২-৩-১। ম্যাচের আগের দিন অনুশীলনে দুটি ফর্মেশন পরীক্ষা করেছিলেন আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি। একটা ছিল ৫-৩-২, অন্যটা ৪-৪-২। দ্বিতীয় ফর্মেশনেই দল নামানোর সিদ্ধান্ত।

  • 18 Dec 2022 08:24 PM (IST)

    লুসেইলে দ্য মেসি ফ্যামিলি

    দাঁড়িয়ে থাকা মহিলা মেসির মা। সন্তান পরীক্ষা দিতে যাওয়ার আগে মায়েদের মুখ যেমন থমথমে থাকে, তার সঙ্গে ভীষণ মিল।

  • 18 Dec 2022 08:20 PM (IST)

    তোমাকে চাই…

    যার জন্য এত লড়াই…

  • 18 Dec 2022 08:15 PM (IST)

    লুসেইলে শাস্ত্রীজি! সঙ্গী ‘আলাউদ্দিন খিলজি’

    লিওনেল মেসির শেষ বিশ্বকাপ ম্যাচের সাক্ষী থাকতে কাতারে উপস্থিত রবি শাস্ত্রী। সঙ্গে রণবীর সিং। দীপিকা এখন কাতারে। রণবীর তাঁর থেকে দূরে থাকেন কি করে?

  • 18 Dec 2022 07:42 PM (IST)

    রেকর্ড অ্যালার্ট

    বিশ্বকাপের মঞ্চে সবচেয়ে বেশি ম্যাচ খেলার নজির লিও মেসির। জার্মানির কিংবদন্তি লোথার ম্যাথাউস ২৫টি ম্যাচ খেলেছিলেন। মেসি সেমিফাইনালে সেই রেকর্ড ছুঁয়ে ফেলেন। আজ ফাইনালে মাঠে নামতেই রেকর্ডের অধিকারী হবেন।

  • 18 Dec 2022 07:38 PM (IST)

    আর্জেন্টিনার স্টার্টিং লাইন আপ

    চোট পেয়েছিলেন। বিগ ফাইনালের জন্য দলে ফিরলেন অ্যাঞ্জেল ডি মারিয়া।

    এমিলিয়ানো মার্টিনেজ, নহেল মলিনা, ক্রিশ্চিয়ান রোমেরো, নিকোলাস ওটামেন্ডি, নিকোলাস তাগলিয়াফিকো, রড্রিগো ডি পল, এনজো ফার্নান্ডেজ, অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার, অ্যাঞ্জেল ডি মারিয়া, লিওনেল মেসি, জুলিয়ান আলভারেজ

  • 18 Dec 2022 07:29 PM (IST)

    ফ্রান্সের লাইন আপ

    শরীর অসুস্থ থাকায় সেমিফাইনাল মিস করেছিলেন। ফাইনালে ফ্রান্সের প্রথম একাদশে ফিরলেন উপমেকানো এবং আদ্রিয়ান ব়্যাবিয়ট।

    Voici le 1️⃣1️⃣ de départ pour notre ?????? ?? ????? ?? ????? contre l’Argentine ⚔️?

    Coup d’envoi 16h00 sur @TF1 ?

    ???? ??????̀?? ??? ????? ?#ARGFRA | #FiersdetreBleus pic.twitter.com/99GpTLVJsF

    — Equipe de France ⭐⭐ (@equipedefrance) December 18, 2022

  • 18 Dec 2022 07:05 PM (IST)

    বিশ্ব চ্যাম্পিয়নরা কত টাকা পাবে?

    শুধু সোনার ট্রফিই নয়, সেই সঙ্গেই বিপুল পরিমাণ অর্থ নিয়ে দেশে ফিরবে জয়ী দল। টাকার অঙ্কের পরিমাণটা জানলে চোখ মাথায় উঠবে অনেকেরই। জিতলে কত টাকা পাবে চ্যাম্পিয়নরা?

    পড়ুন বিস্তারিত – FIFA World Cup 2022: চ্যাম্পিয়ন হলে আর্জেন্টিনা বা ফ্রান্সের ঝুলি ভরবে কত টাকায়?

  • 18 Dec 2022 06:22 PM (IST)

    কখন শুরু সমাপ্তি অনুষ্ঠান?

    ফিফা বিশ্বকাপের ক্লোজিং সেরিমনি।

    পড়ুন বিস্তারিত: সমাপ্তি অনুষ্ঠান মাতাবেন নোরা, কখন দেখবেন বিশ্বকাপের ক্লোজিং সেরিমনি?

  • 18 Dec 2022 06:17 PM (IST)

    কেমন হতে পারে প্রথম একাদশ?

    ফাইনালে কোন ছকে খেলাবেন কোচ লিওনেল স্কালোনি?

    পড়ুন বিস্তারিত: বিশ্বকাপ ফাইনালে আর্জেন্টিনার প্রথম একাদশ কী হতে পারে?

  • 18 Dec 2022 05:43 PM (IST)

    মহরণের আগে পেটপুজো

    সামনে বড় যুদ্ধ, তার আগে রেস্তরাঁয় বসে পেটপুজো ফরাসিদের। ছবি পাঠালেন টিভি৯ বাংলার প্রতিনিধি সুশোভন মুখোপাধ্যায়।

  • 18 Dec 2022 05:40 PM (IST)

    ছেলের চিঠি পেলেন বাবা

  • 18 Dec 2022 05:36 PM (IST)

    কী কাণ্ড!

  • 18 Dec 2022 05:24 PM (IST)

    বেদুইনের দেশে শেষ হাসি হাসবে কে? 

  • 18 Dec 2022 05:22 PM (IST)

    অপেক্ষায় কাতার

Lionel Messi Son: ‘ওরা তোমার দিকে চেয়ে বাবা’, চিঠি লিখল মেসির জ্যেষ্ঠ পুত্র
FIFA World Cup 2022: চ্যাম্পিয়ন হলে আর্জেন্টিনা বা ফ্রান্সের ঝুলি ভরবে কত টাকায়?