ARG vs MEX Live Score: ফুলটাইম : মেসি, এনজোর গোলে প্রত্যাবর্তন আর্জেন্টিনার
ARGENTINA vs MEXICO, FIFA world Cup 2022 Live Score Updates: দেখুন ফিফা বিশ্বকাপ ২০২২, গ্রুপ সি-এর, আর্জেন্টিনা বনাম মেক্সিকো (ARGENTINA vs MEXICO) ম্যাচের পুঙ্খানুপুঙ্খ লাইভ আপডেট।
লুসেইল : অভিশপ্ত লুসেইল! কাতার বিশ্বকাপে (Qatar World Cup 2022) এই মাঠে অভিযান শুরু করেছিলেন লিওনেল মেসি। তিনি গোল করেছেন, দল তবু হেরেছে। মেসি গোল করা সত্ত্বেও সৌদি আরবের কাছে হার! এ বারের বিশ্বকাপে সবচেয়ে বড় অঘটন ছিল সেটাই। বিশ্বকাপের ইতিহাসেও অন্যতম অঘটন। এখানেই শেষ নয়। ব্রাজিলও এই মাঠেই বিশ্বকাপ অভিযান শুরু করেছে। দল জিতেছে। অনবদ্য দুটি গোল করেছেন রিচার্লিসন। এই মাঠেই চোট পেয়ে গ্রুপ পর্ব থেকে ছিটকে গিয়েছেন তারকা স্ট্রাইকার নেইমার জুনিয়র। আর এই মাঠেই আজ আরও একবার পা পড়ল লিওনেল মেসির (Lionel Messi)। মেক্সিকোর বিরুদ্ধে মরণ বাঁচন ম্যাচ। এ বার কোনও অঘটন নয়। মেসির অনবদ্য পারফরম্য়ান্স, গোল এবং অ্যাসিস্ট। লুসেইল থেকে তিন পয়েন্ট নিয়েই মাঠ ছাড়ল আর্জেন্টিনা।
LIVE NEWS & UPDATES
-
মেসির বাঁ পায়েই প্রত্যাবর্তন
- এই ম্যাচে হারলেই বিদায় নিশ্চিত ছিল আর্জেন্টিনার।
- প্রথম গোলের জন্য অপেক্ষা করতে হল ৬৪ মিনিট।
- মেসির বাঁ পায়ের শটে এগিয়ে যাওয়া।
- আর একটি গোল পরিবর্তন হিসেবে নামা এনজো ফার্নান্ডেজের।
- গোল করলেন, করালেনও মেসি।
- বিস্তারিত ম্যাচ রিপোর্ট এই লিঙ্কে-
মেসির ম্যাজিক মোমেন্ট, লাইফ লাইন বাড়ল আর্জেন্টিনার
-
রেকর্ড অ্যালার্ট
ম্যাচ সংখ্যায় এ দিনই দিয়েগো মারাদোনাকে ছুঁয়েছিলেন লিওনেল মেসি। এ বার গোল সংখ্যায়ও। বিশ্বকাপের মঞ্চে মারাদোনার আটটি গোলের সংখ্য়ায় পৌঁছলেন লিওনেল মেসি।
-
-
আর্জেন্টিনার জোড়া পরিবর্তন
লাউতারো মার্টিনেজ, গঞ্জালো মন্টিয়েলের পরিবর্তে জুলিয়ান আলভারেজ ও নহেল মোলিনা
-
আর্জেন্টিনার পরিবর্তন
গুইদো রড্রিগেজের পরিবর্তে এনজো ফার্নান্ডেজ।
-
গোলের দেখা নেই…
খেলা সেভাবে জমে ওঠেনি…তবে গ্যালারি রঙিন..
-
-
মেসি-মারাদোনা
বিশ্বকাপে ম্যাচের সংখ্যায় ফুটবলের রাজপুত্র দিয়েগো মারাদোনাকে ছুঁলেন লিওনেল মেসি। বিশ্বকাপে ২১ নম্বর ম্যাচ খেলছেন মেসি। বিশ্বকাপের মঞ্চে তাঁর অন্য়তম কঠিন ম্যাচ।
-
মাঠের বাইরের লড়াই…
-
মেসিদের মূল বাধা…
মেক্সিকোর বিরুদ্ধে লড়াই। তবে সবচেয়ে কঠিন বাধা মেক্সিকো গোলরক্ষক ওচোয়া।
-
সমর্থকরা কতটা প্রস্তুত!
মেক্সিকোর সমর্থকরা প্রস্তুত…
-
স্ট্যাট অ্যালার্ট
বিশ্বকাপের মঞ্চে মেক্সিকোর কাছে হারেনি আর্জেন্টিনা।
-
মেক্সিকো একাদশ
এক নজরে মেক্সিকোর প্রথম একাদশ- ওচোয়া, মোরেনো, আরাউজো, মন্টেস, আলভারেজ, হেরেরা, গুয়ার্দাদো, শাভেজ, গালার্দো, ভেগা, লোজানো
-
আর্জেন্টিনা একাদশ
গত ম্যাচের প্রথম একাদশে বেশ কিছু বদল। ম্যাচের আগেই এমন ইঙ্গিত দিয়েছিলেন কোচ লিওনেল স্কালোনি। দেখে নেওয়া যাক মেক্সিকোর বিরুদ্ধে তাদের প্রথম একাদশ- এমিলিয়ানো মার্টিনেজ, মন্টিয়েল, নিকোলাস ওটামেন্ডি, লিজান্দ্রো মার্টিনেজ, আকুনা, রড্রিগো ডি পল, রড্রিগেজ, ম্যাক অ্যালিস্টার, লিওনেল মেসি, অ্যাঞ্জেল ডি মারিয়া, লাউতারো মার্টিনেজ।
? ¡Once inicial confirmado! ⚽
Así formará @Argentina ?? para el encuentro ante #México ?? pic.twitter.com/Jhvm0m0R2O
— Selección Argentina ?? (@Argentina) November 26, 2022
-
এ বার সময় মেসি বনাম মেক্সিকোর
TV9Bangla-র লাইভ ব্লগে স্বাগত। এ বার সময় আর্জেন্টিনা বনাম মেক্সিকো। দু-দলের কাছেই মরণ বাঁচন ম্যাচ। হারলেই বিদায় আর্জেন্টিনার।
Published On - Nov 26,2022 11:30 PM