Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Mohun Bagan: ২ বছরের চুক্তিতে মোহনবাগানে আলবানিয়ার স্ট্রাইকার সাদিকু

Armando Sadiku: স্প্যানিশ ফুটবলে আর্মান্দো সাদিকু পরিচিত মুখ। এ বার দেখার মোহনবাগান সুপার জায়ান্টসের হয়ে আগামী ২ বছর তিনি কেমন পারফর্ম করেন।

Mohun Bagan: ২ বছরের চুক্তিতে মোহনবাগানে আলবানিয়ার স্ট্রাইকার সাদিকু
Mohun Bagan: ২ বছরের চুক্তিতে মোহনবাগানে আলবানিয়ার স্ট্রাইকার সাদিকু Image Credit source: Mohun Bagan Twitter
Follow Us:
| Edited By: | Updated on: Jun 25, 2023 | 2:02 PM

কলকাতা : সবুজ মেরুন সমর্থকদের জন্য সুখবর। ২ বছরের চুক্তিতে মোহনবাগানে (Mohun Bagan) যোগ দিলেন আলবানিয়ার স্ট্রাইকার আর্মান্দো সাদিকু (Armando Sadiku)। ২০১৬ সালের ইউরো কাপে আলবানিয়ার হয়ে ইতিহাস গড়েছিলেন এই স্ট্রাইকার। সে বারের ইউরো কাপে রোমানিয়ার বিরুদ্ধে আলবানিয়া জাতীয় দলের হয়ে প্রথম গোল করে দেশকে জিতিয়েছিলেন আর্মান্দো সাদিকু। লা লিগার দ্বিতীয় ডিভিশনের ক্লাব এফসি কার্তাহেনার তারকা এ বার খেলবেন সবুজ-মেরুন জার্সিতে। স্প্যানিশ ফুটবলে তিনি পরিচিত মুখ। এ বার দেখার মোহনবাগান সুপার জায়ান্টসের হয়ে আগামী ২ বছর তিনি কেমন পারফর্ম করেন। বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports এর এই প্রতিবেদনে।

আলবানিয়ার স্ট্রাইকার আর্মান্দো সাদিকু এর আগে ভারতীয় ফুটবলে খেলেননি। মোহনবাগানের হাত ধরেই তাঁর ভারতীয় ফুটবলে প্রবেশ। সবুজ-মেরুনে যোগ দিয়ে সাদিকু জানান, মোহনবাগানের পক্ষ থেকে তাঁর সঙ্গে যখন যোগাযোগ করা হয় তখন তিনি এই ক্লাব নিয়ে খোঁজখবর শুরু করেন। শতাব্দীপ্রাচীন ক্লাবে যোগ দিয়ে সাদিকু জানান, প্রস্তাব পাওয়ার এক সপ্তাহের মধ্যেই তিনি জানিয়ে দেন মোহনবাগানে খেলতে রাজি তিনি। ১৩৩ বছরের প্রাচীন এক ক্লাবের জার্সি গায়ে চাপিয়ে খেলবেন সাদিকু। সেটা ভেবেই তিনি গর্বিত ও আনন্দিত বোধ করছেন।

ইউরো কাপে খেলা আর্মান্দো সাদিকু জানান, স্পেনে ভারতীয় ফুটবল সম্পর্কে এখন একটা ভালো ধারণা তৈরি হয়ে গিয়েছে। যে ফুটবলাররা স্পেন খেরে ভারতে গিয়ে ফুটবল খেলে যান, তাঁরা ভারতীয় ফুটবল নিয়ে উচ্চ ধারণা পোষণ করেন। সাদিকু আশাবাদী তিনি সবুজ-মেরুনকে আসন্ন মরসুমে ফের আইএসএল ট্রফি জিততে সাহায্য করবেন। একইসঙ্গে তাঁর লক্ষ্য থাকবে মোহনবাগানকে অন্য টুর্নামেন্টগুলিতেও সাফল্য এনে দেওয়া। উল্লেখ্য, আলাবানিয়ার জাতীয় দলের হয়ে ২০১২ সাল থেকে ৩৮টি ম্যাচে খেলেন আর্মান্দো সাদিকু। তাতে তিনি করেছেন ১২টি গোল।

GHORER BIOSCOPE