ISL 2021-22: কাঁটা দিয়ে কাঁটা তোলার ছক হাবাসের

গত বছর মুম্বই সিটি এফসির দুই তারকা অমরিন্দর সিং (Amrinder Singh) আর হুগো বোমাসকে (Hugo Bomous) এ মরসুমে ছিনিয়ে নিয়েছে এটিকে মোহনবাগান। প্লে মেকার বোমাস হাবাসের শক্তি কয়েক গুণ বাড়িয়ে দিয়েছে। কাঁটা দিয়েই কাঁটা তোলার ছক কষছেন বাগান কোচ। সঙ্গে রয়েছেন অমরিন্দর। মুম্বইয়ের দুর্বলতা ভালো মতোই জানেন তাঁরা।

ISL 2021-22: কাঁটা দিয়ে কাঁটা তোলার ছক হাবাসের
আন্তোনিও লোপেজ হাবাস। ছবি: টুইটার
Follow Us:
| Edited By: | Updated on: Nov 29, 2021 | 8:45 PM

পানাজি: ডার্বি অতীত। ফোকাসে মুম্বই (Mumbai City FC) ম্যাচ। যে মুম্বই সিটি এফসির কাছে গত মরসুমে দু’বার হেরেই স্বপ্নভঙ্গ হয়েছিল হাবাসের (Antonio Habas)। লিগের টপ পজিশন আর চ্যাম্পিয়নশিপ খেতাব দুটোই হাতছাড়া হয়েছিল সবুজ-মেরুনের। এ বারের লিগে শুরু থেকেই ফোর্থ গিয়ারে এটিকে মোহনবাগান। টানা দু ম্যাচে দুরন্ত জয় ছিনিয়ে নিয়েছে সবুজ-মেরুন। ডার্বির জয় আত্মবিশ্বাস দ্বিগুণ করে দিয়েছে।

মুম্বই সিটি এফসি ম্যাচের জন্য প্রস্তুতিতে কোনও খামতি নেই রয় কৃষ্ণাদের। দেজ বাকিংহ্যামের ছেলেদের খেলার ফুটেজ দেখে রণকৌশল সাজিয়ে নিয়েছেন হাবাস। জনি কাউকো (Joni Kauko) ডার্বিতে ফর্মে ফিরেছেন। এটাই স্বস্তি বাগানের স্প্যানিশ কোচের। গত বছর মুম্বই সিটি এফসির দুই তারকা অমরিন্দর সিং (Amrinder Singh) আর হুগো বোমাসকে (Hugo Bomous) এ মরসুমে ছিনিয়ে নিয়েছে এটিকে মোহনবাগান। প্লে মেকার বোমাস হাবাসের শক্তি কয়েক গুণ বাড়িয়ে দিয়েছে। কাঁটা দিয়েই কাঁটা তোলার ছক কষছেন বাগান কোচ। সঙ্গে রয়েছেন অমরিন্দর। মুম্বইয়ের দুর্বলতা ভালো মতোই জানেন তাঁরা।

গত বারের চ্যাম্পিয়নরা শেষ ম্যাচেই হায়দরাবাদের (Hyderabad FC) কাছে ১-৩ গোলে হেরেছে। ইগর অ্যাঙ্গুলো এ বার যোগ দিয়েছেন মুম্বইয়ে। এ ছাড়া গতবারের আহমেদ জাহু, মৌর্তাদা ফলরা তো আছেনই। তাই সতর্ক থাকছে সবুজ-মেরুন ব্রিগেড। বদলার মেজাজেই বুধবার মাঠে নামতে মরিয়া রয় কৃষ্ণা (Roy Krishna), প্রীতম কোটালরা (Pritam Kotal)।

আরও পড়ুন: IPL 2022: আইপিএলে ক্রিপ্টোকারেন্সি ও বেটিং সংস্থাকে স্পনসর বানানো যাবে না: বিসিসিআই