ISL 2021-22: শীর্ষে শেষ করাই প্রধান লক্ষ্য এটিকে মোহনবাগানের
ইউরো খেলে ফেরা ফিনল্যান্ডের ফুটবলার বলেন, 'গোল করে ও গোল করাতে পেরে আমি উচ্ছ্বসিত। এই দিনের অপেক্ষাতেই ছিলাম। এর আগে অনেক গোল করলেও সবুজ-মেরুন জার্সিতে প্রথম গোল করায় অন্যরকম অনুভূতি হচ্ছে।
ব্যাম্বোলিম: আইএসএলে (ISL) টানা ২টো জয়েই বদলে গিয়েছে লিগ টেবিলের চিত্র। নর্থ ইস্ট ইউনাইটেড এফসিকে ৩-১ গোলে হারিয়ে লিগ টেবিলের ২ নম্বরে উঠে এসেছে এটিকে মোহনবাগান (ATK Mohun Bagan)। লিগের মাঝপথে ছন্দ হারালেও ফের স্বমহিমায় সবুজ-মেরুন ব্রিগেড। মঙ্গলবার এফসি গোয়ার বিরুদ্ধে পরবর্তী ম্যাচ লিস্টন কোলাসোদের (Liston Colaco)। হায়দরাবাদ, নর্থ ইস্টকে হারানোর পরও নির্লিপ্ত থাকছেন কোচ হুয়ান ফেরান্দো। বরং বাকি ম্যাচগুলো থেকেও ৩ পয়েন্ট তুলতে চান তিনি। শনিবারের ম্যাচ জয়ের পর ফেরান্দো বলেন, ‘এখনও আমাদের ৬টা ম্যাচ বাকি আছে। এখন আমি পরের ম্যাচ নিয়েই ভাবছি। আর সেই ম্যাচের জন্যই আমরা প্রস্তুত হচ্ছি। ফুটবলারদের সঙ্গে ট্যাকটিক্যাল বিষয় নিয়ে আলোচনা হয়েছে। যেহেতু লিগ শেষের পথে, তাই অনেক কিছু পরিবর্তনের দরকার। ম্যাচ প্রতি ম্যাচ লক্ষ্য রেখেই এগিয়ে যাওয়া দরকার। তাই এই একটা জয় নিয়ে ভাবছি না। পরের ৬টা ম্যাচই আমাদের জন্য গুরুত্বপূর্ণ।’
নর্থ ইস্ট ইউনাইটেডের বিরুদ্ধে গোল করেন জনি কাউকো। ইউরো খেলে ফেরা ফিনল্যান্ডের ফুটবলার বলেন, ‘গোল করে ও গোল করাতে পেরে আমি উচ্ছ্বসিত। এই দিনের অপেক্ষাতেই ছিলাম। এর আগে অনেক গোল করলেও সবুজ-মেরুন জার্সিতে প্রথম গোল করায় অন্যরকম অনুভূতি হচ্ছে। অসুস্থ থাকায় এক মাস ঘরবন্দি ছিলাম। কঠিন সময় পেরিয়ে নিজের সেরা পারফরম্যান্স তুলে ধরতে পারায় খুশি। সমর্থকরা আমার কাছে আরও অনেক বেশি প্রত্যাশা করে।’
একই সঙ্গে কাউকো বলেন, ‘দলে চোট-আঘাতের সমস্যা ছিল। প্রতিকূল পরিস্থিতিতেও ৩ পয়েন্ট গুরুত্বপূর্ণ। আরও অনেক বেশি গোলে ম্যাচটা জিততে পারতাম। তবে আমাদের ফোকাস এখন সামনের দিকেই। দলের যা শক্তি তাতে যে কোনও দলকেই আমরা হারানোর ক্ষমতা রাখি। চ্যাম্পিয়ন হওয়ার সমস্ত রকম রসদই দলের মধ্যে মজবুত রয়েছে। সবার মতো নিজেও উজাড় করে দেওয়ার চেষ্টা চালাব।’
বাগানের এ মরসুমের অন্যতম অধিনায়ক প্রীতম কোটাল বলেন, ‘শেষ চারে তো যাবই। তবে চ্যাম্পিয়ন হওয়াই আমাদের প্রধান লক্ষ্য। ফেরান্দো আসার পর আমরা পাসিং ফুটবলে জোর দিয়েছি। তাই প্রচুর গোলের সুযোগ তৈরি হচ্ছে। গতবার অল্পের জন্য চ্যাম্পিয়নশিপ হাতছাড়া হয়েছে। এ বারে যাতে সেটা না হয়, সেদিকেই লক্ষ্য আমাদের। প্রায় প্রতি ম্যাচে গোল হজম করায় অনেকেই সমালোচনা করছে। তবে আমরা চেষ্টা চালাচ্ছি যাতে গোল হজম না করে ৩ পয়েন্ট নিয়ে মাঠ ছাড়তে পারি। একই সঙ্গে ভালো লাগছে, এ বার আমার অধিনায়কত্বে টানা ১০ ম্যাচ অপরাজিত দল।’
আরও পড়ুন: IPL 2022 Auction: ‘যেখান থেকে সব শুরু, ফিরলাম সেখানেই’: ডেভিড ওয়ার্নার