ISL Final, ATKMB vs BFC Highlights: মেগা ফাইনাল; টাইব্রেকারে ৪-৩, চ্যাম্পিয়ন মোহনবাগান

TV9 Bangla Digital | Edited By: দীপঙ্কর ঘোষাল

Mar 18, 2023 | 11:54 PM

ATK Mohun Bagan vs Bengaluru FC ISL 2022-23 Live Score: আইএসএল ২০২২-২৩ মরসুমের ফাইনালে আজ মুখোমুখি এটিকে মোহনবাগান ও বেঙ্গালুরু এফসি। মারগাওয়ের ফতোরদা স্টেডিয়ামে ট্রফির লড়াইয়ে নামছে দু-দল। ম্যাচের পুঙ্খানুপুঙ্খ লাইভ আপডেট।

ISL Final, ATKMB vs BFC Highlights: মেগা ফাইনাল; টাইব্রেকারে ৪-৩, চ্যাম্পিয়ন মোহনবাগান
Image Credit source: TV9 Bangla Graphics

Follow Us

মারগাও: অনেকটা পথ পেরিয়ে শেষ ধাপে। ইন্ডিয়ান সুপার লিগের ২০২২-২৩ মরসুমের ফাইনাল মুখোমুখি হয়েছিল এটিকে মোহনবাগান ও বেঙ্গালুরু এফসি। মরসুমের শুরুতে বেঙ্গালুরু এফসির পারফরম্য়ান্স স্বস্তির ছিল না। ক্রমশ গিয়ার শিফ্ট করে তারা। অবশেষে লিগ শিল্ড জয়ী মুম্বই সিটি এফসিকে ফাইনাল নিশ্চিত করেছিল বেঙ্গালুরু। অন্য দিকে, এটিকে মোহনবাগান টুর্নামেন্টের মাঝপথে খেই হারিয়েছিল। শেষ মুহূর্তে প্লে-অফ নিশ্চিত করা থেকে সেমিফাইনাল। গত বারের চ্যাম্পিয়ন হায়দরাবাদ এফসির বিরুদ্ধে দুই লেগ মিলিয়ে নির্ধারিত সময়ে গোলশূন্য়। অতিরিক্ত সময়েও নিষ্পত্তি না হওয়ায় ম্যাচ গড়ায় টাইব্রেকারে। স্নায়ুর চাপ সামলে টাইব্রেকারে জিতে ফাইনাল নিশ্চিত করেছিল এটিকে মোহনবাগান। ফাইনালেও তেমনই হল। তবে গোলশূন্য নয়। নির্ধারিত সময় এবং অতিরিক্ত সময়েও স্কোরলাইন ২-২ থাকায় ম্যাচের নিষ্পত্তি টাইব্রেকারে। ৪-৩ গোলে জিতে চ্যাম্পিয়ন সবুজ মেরুন। সংযুক্তিকরণের পর দ্বিতীয় বার ফাইনাল খেলতে নেমেছিল এটিকে মোহনবাগান। চ্যাম্পিয়ন হওয়ার পরই অন্যতম ডিরেক্টরের ঘোষণা, মোহনবাগান নামের সামনে থেকে সরছে এটিকে। এ বার থেকে সবুজ মেরুন খেলবে মোহনবাগান সুপার জায়ান্টস নামে। লাইভ সহ ম্যাচ সংক্রান্ত যাবতীয় আপডেটের জন্য চোখ রাখুন TV9Bangla-র এই পেজে।

LIVE NEWS & UPDATES

The liveblog has ended.
  • 18 Mar 2023 11:40 PM (IST)

    এক নজরে

    • ম্যাচের শুরুতে এগিয়ে যায় এটিকে মোহনবাগান।
    • প্রথমার্ধের শেষ মুহূর্তে সমতা ফেরায় বেঙ্গালুরু এফসি।
    • দ্বিতীয়ার্ধে সুনীল ছেত্রীর পেনাল্টিতে এগিয়ে যায় বেঙ্গালুরু।
    • পেনাল্টি গোলে ফের সমতা ফেরান দিমিত্রি পেত্রাতোস।
    • অতিরিক্ত সময় শেষেও স্কোরলাইন ২-২ থাকে।
    • টাইব্রেকারে ৪-৩ গোলে জিতে চ্যাম্পিয়ন সবুজ মেরুন।
  • 18 Mar 2023 10:13 PM (IST)

    টাই-ব্রেকার লাইভ আপডেট

    অ্যালান কোস্টা গোল। বেঙ্গালুরু ১-০ এটিকে মোহনবাগান

    পেত্রাতোস গোল। বেঙ্গালুরু ১-১ এটিকে মোহনবাগান

    রয় কৃষ্ণা গোল। বেঙ্গালুরু ২-১ এটিকে মোহনবাগান

    লিস্টন কোলাসো গোল। বেঙ্গালুরু ২-২ এটিকে মোহনবাগান

    ব্রুনো ব়্যামিরেজ, বিশালের সেভ। বেঙ্গালুরু ২-২ এটিকে মোহনবাগান

    কিয়ান নাসিরি, গোল। বেঙ্গালুরু ২-৩ এটিকে মোহনবাগান

    সুনীল ছেত্রী, গোল। বেঙ্গালুরু ৩-৩ এটিকে মোহনবাগান

    মনবীর সিং, গোল। বেঙ্গালুরু ৩-৪ এটিকে মোহনবাগান

    পাবলো পেরেজ, মিস। বেঙ্গালুরু ৩-৪ এটিকে মোহনবাগান


  • 18 Mar 2023 09:48 PM (IST)

    স্কোরলাইন অপরিবর্তিত

    অতিরিক্ত সময়ের প্রথম ১৫ মিনিটের খেলা শেষ। ২ মিনিট অ্যাডেড টাইম। স্কোরলাইন এখনও ২-২। অতিরিক্ত সময়ের প্রথমার্ধ শেষ। স্কোর লাইন ২-২। দ্বিতীয় হাফের শুরুতেই রয় কৃষ্ণার শট অল্পের জন্য় ক্রসবারের ওপরে। গোড়ালির চোটে মাঠ ছাড়লেন সবুজ মেরুনের ডিফেন্ডার ব্রেন্ডন হ্য়ামিল। পরিবর্ত হিসেবে নেমেছিলেন। তাঁর পরিবর্ত হিসেবে নামলেন সুমিত রাঠি। ১ মিনিট অ্যাডেড টাইম। গোল না হলে এর পর টাইব্রেকারে ম্য়াচ।

  • 18 Mar 2023 09:27 PM (IST)

    বেঙ্গালুরুকে বাঁচালেন প্রবীর

    ফের এগিয়ে যাওয়ার সুযোগ তৈরি করেছিল এটিকে মোহনবাগান। তাদের প্রাক্তন ফুটবলার প্রবীর দাসের অনবদ্য় ক্লিয়ারেন্স।

  • 18 Mar 2023 09:16 PM (IST)

    পেনাল্টি সবুজ মেরুনের

    কিয়ান নাসিরি, গায়েগোকে নামাল এটিকে মোহনবাগান। পেনাল্টি এটিকে মোহনবাগানের। ফ্রি-কিক না পেনাল্টি এই তর্ক চলছে। রেফারি পেনাল্টির সিদ্ধান্ত দিয়েছেন। বল নিয়ে প্রস্তুত পেত্রাতোস। সামনে দেশের এক নম্বর গোলরক্ষক। গোওওওওল। টুর্নামেন্টে এক ডজন গোল পেত্রাতোসের।

  • 18 Mar 2023 09:11 PM (IST)

    রয় কৃষ্ণার গোল

    গোলের মুহূর্ত তৈরি হচ্ছিল বেঙ্গালুরু এফসির। অনবদ্য ব্লক এটিকে মোহনবাগান ডিফেন্ডার দামিয়ানোভিচের। এর পরের মুভ থেকেই রয় কৃষ্ণার গোল। কর্নার থেকে হেডে গোল করে বেঙ্গালুরু এফসিকে ২-১ এগিয়ে দিলেন সবুজ মেরুনের প্রাক্তনী রয় কৃষ্ণা।

  • 18 Mar 2023 08:48 PM (IST)

    পরিবর্তন

    আশিক কুরুনিয়ানের পরিবর্তে লিস্টন কোলাসোকে নামাল এটিকে মোহনবাগান।

  • 18 Mar 2023 08:41 PM (IST)

    বিশেষ অতিথি!

    গোয়াতে এটিকে মোহনবাগানের ম্যাচ দেখতে বাংলার ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস। তাঁর সঙ্গে এটিকে মোহনবাগানের অন্যতম ডিরেক্টর সঞ্জীব গোয়েঙ্কা।

     

  • 18 Mar 2023 08:18 PM (IST)

    তিন মিনিট অ্যাডেড টাইম, বেঙ্গালুরুর পেনাল্টি

    প্রথমার্ধের খেলা শেষের পথে। তিন মিনিট অ্যাডেড টাইম। মনবীর শট নেন, যদিও গুরপ্রীতের হাতে। রয় কৃষ্ণাকে ফাউল সুভাশিস বসু। বল ক্লিয়ার করতে গিয়ে রয় কৃষ্ণার হাঁটুতে মারেন। পেনাল্টি পেল বেঙ্গালুরু এফসি। স্পট কিক নিতে প্রস্তুত সুনীল ছেত্রী। সামনে গোল্ডেন গ্লাভসজয়ী বিশাল কাইথ। গোওল। সমতা ফেরালেন সুনীল ছেত্রী।

  • 18 Mar 2023 08:10 PM (IST)

    প্রবল চাপে রেফারি

    মনবীরকে ফাউল। রোশন কুমারকে হলুদ কার্ড দেখানোয় উত্তপ্ত বেঙ্গালুরু এফসি রিজার্ভবেঞ্চ। রেফারির সঙ্গে তর্ক। হলুদ কার্ড দেখানো হয় বেঙ্গালুরু এফসি কোচ সাইমন গ্রেসনকে। হলুদ কার্ড দেখানো হয় সুনীল ছেত্রীকেও।

  • 18 Mar 2023 07:59 PM (IST)

    অনবদ্য সেভ

    এ বার গোল্ডেন গ্লাভস জিতেছেন এটিকে মোহনবাগানের গোলরক্ষক বিশাল কাইথ। ফ্রি-কিক পেয়েছিল বেঙ্গালুরু এফসি। অনবদ্য একটা সেভ করলেন বিশাল কাইথ। কর্নারও পেয়েছিল বেঙ্গালুরু এফসি। যদিও পরিস্থিতি সামলে দেয় এটিকে মোহনবাগান রক্ষণ ভাগ।

  • 18 Mar 2023 07:57 PM (IST)

    এগিয়ে মোহনবাগান

    মোহনবাগান মাঝমাঠ ছড়িয়ে খেলার জন্য চাপটা কিছুতেই কাটাতে পারছে না বেঙ্গালুরু এফসি। মাঝমাঠ পার করলেই ২-৩টে পাসে বিপক্ষ বক্সে হানা দিচ্ছে। সবুজ মেরুন বাহিনী দ্রুত আক্রমণে ওঠার কারণেই বিএফসির ডিফেন্সের ভীতি কাটছে না।

  • 18 Mar 2023 07:46 PM (IST)

    পাল্টা চাপে গোওল

    বেশ কিছুক্ষণ মোহনবাগান রক্ষণকে চাপে রাখল বেঙ্গালুরু এফসি আক্রমণ ভাগ। যদিও পরিস্থিতি খুব ভালো ভাবেই সামলে দেয় মোহনবাগান। ফিরতি আক্রমণে, পেত্রাতোসের কর্নারে পেনাল্টি চেক করেন। রয় কৃষ্ণার হ্যান্ডবল পেনাল্টি দেওয়া হয় এটিকে মোহনবাগানকে। পেত্রাতোস শট নেন। গোওল…। এটিকে মোহনবাগানের সেট পিস স্পেশালিট দিমিত্রি পেত্রাতোস। গুরপ্রীত ফুল স্ট্রেচ করেও বল ছুঁতে ব্যর্থ। ১৪ মিনিটেই এগিয়ে যায় এটিকে মোহনবাগান।

     

  • 18 Mar 2023 07:36 PM (IST)

    তৃতীয় মিনিটেই পরিবর্তন

    শিবশক্তির গুরুতর চোট। মাটে নামছেন ক্য়াপ্টেন সুনীল ছেত্রী। তাঁকে প্রথম একাদশে রাখা হয়নি। এত দ্রুত নামতে হবে প্রত্যাশা করেননি।

  • 18 Mar 2023 07:31 PM (IST)

    কলকাতার মুড

    মারগাওয়ের ফতোরদা স্টেডিয়ামে চলছে আইএসএল ফাইনাল। কলকাতায় বাগুইআটি অশ্বিনীনগর বন্ধুমহল ক্লাবে জায়ান্ট স্ক্রিনের ব্যবস্থা করা হয়েছে। মোহনবাগান সমর্রকদের চোখ স্ক্রিনে।

     

  • 18 Mar 2023 07:27 PM (IST)

    ফেডারেশন সভাপতি

    ফুটবলারদের সঙ্গে হাত মেলাচ্ছেন সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের সভাপতি কল্যাণ চৌবে।

  • 18 Mar 2023 07:17 PM (IST)

    ওয়ার্ম আপ…

    ম্যাচ শুরুর আগে গা ঘামানোর পালা। কলকাতায় ট্রফি আনতে মরিয়া এটিকে মোহনবাগান অধিনায়ক প্রীতম কোটাল।

     

  • 18 Mar 2023 07:11 PM (IST)

    এই ট্রফির জন্যই লড়াই

    ম্যাচ শুরু হতে আর কিছুক্ষণ.. এই ট্রফির লক্ষ্যেই নামছে এটিকে মোহনবাগান ও বেঙ্গালুরু এফসি।

     

  • 18 Mar 2023 06:42 PM (IST)

    বেঙ্গালুরু এফসি…

    ফাইনালে এটিকে মোহনবাগানের প্রতিপক্ষ বেঙ্গালুরু এফসির প্রথম একাদশ দেখে নিন : গুরপ্রীত, সন্দেশ ঝিঙ্গান, জোভানোভিচ, ব্রুনো, প্রবীর দাস, রোশন, সুরেশ, রোহিত, হাভি, রয় কৃষ্ণা, শিবশক্তি 

  • 18 Mar 2023 06:38 PM (IST)

    সবুজ মেরুনের প্রথম একাদশ

    দেখে নিন এটিকে মোহনবাগানের প্রথম একাদশ: বিশাল কাইথ, স্লাভকো দামিয়ানোভিচ, কার্ল ম্যাকহিউ, দিমিত্রি পেত্রাতোস, হুগো বোমাস, মনবীর সিং, সুভাশিস বোস, আশিক কুরুনিয়ান, প্রীতম কোটাল (অধিনায়ক), গ্লেন মার্টিন্স, আশিস রাই

     

  • 18 Mar 2023 06:20 PM (IST)

    আবদার…

    সন্তানদের আবদার। সবুজ মেরুন ডিফেন্ডারের ভালো খেলার রসদ হয়ে উঠতে পারে। বিস্তারিত পড়ুন : ‘বাবা, তোমাকে ট্রফিটা জিততেই হবে’, সন্তানদের স্বপ্নপূরণই লক্ষ্য মোহনবাগান ডিফেন্ডারের

  • 18 Mar 2023 06:16 PM (IST)

    অপেক্ষার কিছুক্ষণ…

    আইএসএল ফাইনাল। ফতোরদা স্টেডিয়ামে মুখোমুখি এটিকে মোহনবাগান ও বেঙ্গালুরু এফসি। মাঠে পৌঁছে গেলেন দু-দলের ফুটবলাররা।

     

     

     

  • 18 Mar 2023 06:06 PM (IST)

    সবুজ মেরুনের কাঁটা!

    চেনা প্রতিপক্ষ, বেশ কিছু চেনা মুখ। ফাইনালে সবুজ মেরুনের সমস্যা হয়ে দাঁড়াতে পারেন প্রাক্তনীরাও। পড়ুন বিস্তারিত : বাগানের তিন প্রাক্তনী, যাঁরা ফাইনালে হয়ে উঠতে পারেন সবুজ-মেরুনের কাঁটা

  • 18 Mar 2023 06:02 PM (IST)

    কার্নিভাল…

    মারগাওতে কার্নিভালের কিছু মুহূর্ত….

     

  • 18 Mar 2023 05:56 PM (IST)

    প্রস্তুত কলকাতাও…

    বাগুইআটি অশ্বিনীনগর বন্ধুমহল ক্লাবে সেলিব্রেশনের আগাম ব্যবস্থা। প্রস্তুত সবুজ মেরুন সমর্থকরা। মিস্টি, সবুজ মেরুন আবির সবই রয়েছে। অপেক্ষা এ বার ট্রফি জয়ের…

     

  • 18 Mar 2023 05:54 PM (IST)

    ফুটবল দলগত খেলা হলেও…

    ফুটবল দলগত খেলা হলেও নজর থাকে কিছু ব্যক্তিগত লড়াইয়ে। পড়ুন বিস্তারিত : দলগত খেলা; ফাইনালে যে ব্যক্তিগত দ্বৈরথে নজর থাকবে…

  • 18 Mar 2023 05:46 PM (IST)

    মাঠে সবুজ মেরুন সমর্থকরা

    মেগা ফাইনালের জন্য় প্রচুর সমর্থকই মারগাও পাড়ি দিয়েছেন। তাদেরই কয়েকজন। সবুজ মেরুন গ্যালারিতেই কি দাপট বেশি থাকবে?

     

  • 18 Mar 2023 05:37 PM (IST)

    চলছে কার্নিভাল

    গোয়ায় শুরু কার্নিভাল। ম্যাচের আগে নানা অনুষ্ঠানের কথা আগেই লেখা হয়েছিল TV9Bangla-য়। দেখুন তার কিছু ঝলক..

     

  • 18 Mar 2023 05:34 PM (IST)

    ফুটবল উৎসব

    গোয়ায় ফুটবল উৎসব শুরু হয়ে গিয়েছে। আইএসএল ফাইনালে মুখোমুখি এটিকে মোহনবাগান ও বেঙ্গালুরু এফসি। ফুটবল উৎসব নিয়ে TV9Bangla-য় যা লেখা হয়েছিল, পডুন বিস্তারিত : আইএসএল ফাইনাল ঘিরে ফুটবল উৎসব, গোয়ায় যাবে এটিকে মোহনবাগান!

  • 18 Mar 2023 05:21 PM (IST)

    ধর্ম-সঙ্কট?

    আইএসএল ফাইনালে আজ মুখোমুখি এটিকে মোহনবাগান ও বেঙ্গালুরু এফসি। ভারতীয় ফুটবলের কিংবদন্তি সুব্রত ভট্টাচার্যর কাছে এই ম্যাচ যেন ধর্মসঙ্কটও। কেন? বিস্তারিত পড়ুন: ছাত্র-জামাই নাকি নাড়ির টান, ফাইনালে কাকে সমর্থন? দ্বন্দ্বে বাবলু

  • 18 Mar 2023 05:03 PM (IST)

    গ্যালারি কার দখলে?

    বেঙ্গালুরু এফসি নাকি এটিকে মোহনবাগান! ফতোরদার গ্যালারি আজ কার দখলে? পডুন বিস্তারিত : সমর্থকদের ঢল নেমেছে গোয়ায়, মারগাওয়ের দখল নিতে পারবে মোহনবাগান?

  • 18 Mar 2023 04:46 PM (IST)

    দেখে নিন…

    ম্যাচ শুরু সন্ধ্যা ৭.৩০টায়। তার আগে জেনে নিন নানা তথ্য। ফুটবলার হিসেবে তেমন সাফল্য পাননি হুয়ান ফেরান্দো। কোচ হিসেবে কতটা সফল তিনি? তাঁর অপ্রাপ্তি কি মিটবে? পড়ুন বিস্তারিত : ফেরান্দোর অপ্রাপ্তি কি মেটাতে পারবেন বোমাস-প্রীতমরা?

  • 18 Mar 2023 04:34 PM (IST)

    ফাইনাল

    ইন্ডিয়ান সুপার লিগের ফাইনালে আজ মুখোমুখি এটিকে মোহনবাগান ও বেঙ্গালুরু এফসি। ম্যাচ শুরু সন্ধ্যা ৭.৩০টায়। ম্যাচ সংক্রান্ত যাবতীয় আপডেটের জন্য নজর রাখুন TV9Bangla-র এই পেজে।