ISL 2021-22: ফেরান্দোর চিন্তা কোভিড ক্লান্তি, খাবরাদের নিয়ে সংশয়

আগামিকাল বাগান রক্ষণে দেখা যেতে পারে সন্দেশ ঝিঙ্গানকে। ১ বছর পর সবুজ-মেরুনে ফিরে এসেছেন। অনেকটা সময় গোয়ার হোটেলে বন্দি থাকলেও ম্যাচে নামতে মুখিয়ে তিনি। কোচ ফেরান্দো বলেন, 'প্রত্যেক ফুটবলারই মাঠে নামতে মুখিয়ে। মাঠে আমরা অনেকদিন অনুশীলন করতে পারিনি। সুরক্ষার জন্য হোটেলে থাকতে হয়েছে। তবে মাঠে নেমে নিজেদের সেরাটা দিতে প্রত্যেকেই তৈরি।' কার্ড সমস্যার জন্য কেরালা ব্লাস্টার্স ম্যাচে নেই হুগো বোমাস।

ISL 2021-22: ফেরান্দোর চিন্তা কোভিড ক্লান্তি, খাবরাদের নিয়ে সংশয়
এটিকে মোহনবাগানের প্রস্তুতি। ছবি: টুইটার
Follow Us:
| Edited By: | Updated on: Jan 19, 2022 | 8:00 PM

ভাস্কো: কোভিড ধাক্কা কাটিয়ে সদ্য অনুশীলন শুরু করেছে এটিকে মোহনবাগান (ATK Mohun Bagan)। আগামিকাল কেরালা ব্লাস্টার্সের (Kerala Blasters) সামনে সবুজ-মেরুন। টানা ১১ দিন হোটেলবন্দি থাকার পর মাঠে নেমেছিলেন রয় কৃষ্ণা (Roy Krishna), শুভাশিস বসুরা। কোভিড ক্লান্তি কাটিয়ে ছন্দে ফেরাই লক্ষ্য বাগান কোচ হুয়ান ফেরান্দোর। এটিকে মোহনবাগান ম্যাচের জন্য তৈরি থাকলেও, কেরালা ব্লাস্টার্সকে নিয়ে এখনও সংশয়। করোনার ধাক্কায় মুম্বই সিটি এফসির বিরুদ্ধে কেরালা ব্লাস্টার্সের ম্যাচ স্থগিত হয়ে যায়। গত ১২ জানুয়ারি ওড়িশা এফসিকে হারানোর পর আর মাঠেই নামেননি খাবরা-নিশু কুমরারা। দলের বেশ কয়েকজন ফুটবলারের কোভিড রিপোর্ট পজিটিভ ছিল। এটিকে মোহনবাগানের বিরুদ্ধে ম্যাচের আগের দিনও প্রস্তুতি সারতে পারেনি কেরালা ব্লাস্টার্স। ১৫ জনের দল নামাতে না পারলে স্থগিত যাবে ম্যাচ। এদিকে  দীর্ঘদিন অনুশীলনে না থাকায় এটিকে মোহনবাগানের ফুটবলারদের ফিটনেস নিয়ে একটা প্রশ্ন থাকছেই। ম্যাচের আগে সেটা স্বীকারও করে নেন বাগান কোচ হুয়ান ফেরান্দো।

বাগানের স্প্যানিশ কোচ বলেন, ‘টানা ১১ দিন হোটেলের ঘরে বন্দি থাকার পর অনুশীলন শুরু হয়েছে। কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছি। প্রত্যেকের জন্যই মানিয়ে নেওয়া খুব কঠিন। একটা ম্যাচ খেলার পরই হয়তো আবার সবাই ছন্দে ফিরবে।’ দুই সপ্তাহে পরপর দুটো ম্যাচ পিছিয়ে যায়। ফুটবলারদের মনোবলেও ধাক্কা দেয়। ফেরান্দো বলেন, ‘মানসিক ভাবে প্রস্তুত থাকার পরও ম্যাচ স্থগিত হয়ে যায়। এক অদ্ভূত পরিস্থিতি। সেই পরিস্থিতির মধ্যে দিয়েই আমরা সবাই চলেছি। ঘরের মধ্যে অনেকটা সময় কাটানো মোটেই সহজ কথা নয়। তবে আমরা পেশাদার। প্রত্যেক দিন সকালে নিজেরা আলোচনা করি। ম্যাচের পরিস্থিতি বুঝে স্ট্র্যাটেজি সাজাই। সবচেয়ে বড় কথা, অবশেষে কাল আমরা মাঠে নামছি।’ কোভিডের মধ্যে বায়ো-বাবলে থেকেই টুর্নামেন্ট খেলতে হচ্ছে। অনেক ফুটবলারই নিজেদের পরিবার নিয়ে আছেন হোটেলে। কোভিড হানায় ফুটবলাররা যে কিছুটা হলেও ভয় পেয়েছেন, তা স্বীকার করে নেন এটিকে মোহনবাগানের কোচ।

আগামিকাল বাগান রক্ষণে দেখা যেতে পারে সন্দেশ ঝিঙ্গানকে। ১ বছর পর সবুজ-মেরুনে ফিরে এসেছেন। অনেকটা সময় গোয়ার হোটেলে বন্দি থাকলেও ম্যাচে নামতে মুখিয়ে তিনি। কোচ ফেরান্দো বলেন, ‘প্রত্যেক ফুটবলারই মাঠে নামতে মুখিয়ে। মাঠে আমরা অনেকদিন অনুশীলন করতে পারিনি। সুরক্ষার জন্য হোটেলে থাকতে হয়েছে। তবে মাঠে নেমে নিজেদের সেরাটা দিতে প্রত্যেকেই তৈরি।’ কার্ড সমস্যার জন্য কেরালা ব্লাস্টার্স ম্যাচে নেই হুগো বোমাস। চোট রয়েছে গোলকিপার অমরিন্দর সিংয়েরও। যদিও চোট সারাতে হোটেলের ঘরেও ফিটনেস ট্রেনিং করছেন অমরিন্দর। ম্যাচের দিন সকালে অমরিন্দরের অবস্থা দেখেই চূড়ান্ত সিদ্ধান্ত নেবে টিম ম্যানেজমেন্ট। রয় কৃষ্ণা আর ডেভিড উইলিয়ামস জোড়া ফলাকে দিয়েই শুরু করতে পারেন ফেরান্দো। বোমাস সাসপেন্ড থাকায় তাঁর জায়গায় খেলবেন জনি কাউকো। কার্ল ম্যাকহিউ চোট সারিয়ে ফিট। রক্ষণে সন্দেশ ঝিঙ্গান আর কার্ল ম্যাকহিউ জুটিকে দেখা গেলে অবাক হওয়ার কিছু থাকবে না। কারণ হোটেলবন্দি জীবন কাটিয়ে আজই অনুশীলনে যোগ দিয়েছেন তিরি। শুরু থেকে তাঁর খেলার সম্ভাবনা কম।

৯ ম্যাচে ১৫ পয়েন্ট নিয়ে এই মুহূর্তে লিগ টেবিলের ৬ নম্বরে এটিকে মোহনবাগান। ১১ ম্যাচে ২০ পয়েন্ট সংগ্রহ করে লিগের শীর্ষে কেরালা ব্লাস্টার্স। দুটো ম্যাচ জিতলেই লিগ টেবিলের হিসেব পাল্টে দেবে এটিকে মোহনবাগান। কোভিড হানায় অনেকেই দশ বা পনেরো দিনের জন্য লিগ স্থগিত রাখার পরামর্শ দিচ্ছেন। যদিও বাগান কোচ হুয়ান ফেরান্দো লিগ চলার পক্ষেই সায় দিচ্ছেন। তিনি বলেন, ‘আমি মনে করি, সূচি মেনেই লিগ চলা উচিত। কোভিড পরিস্থিতির মধ্যেই ইপিএল, লা-লিগা, বুন্দেশলিগা, লিগ ওয়ান চলছে। বিশ্বের সর্বত্র লিগ চলতে পারলে ভারতে কেন নয়। আমি জানি, খুব কঠিন সময়। কিন্তু তাই বলে কোনও কিছু থেমে থাকবে না। কোভিডকে সঙ্গে করেই আমাদের এগোতে হবে।’

আরও পড়ুন: ISL 2021-22: হোটেলবন্দি জীবন কাটিয়ে মাঠে রয় কৃষ্ণারা