AFC Asian Cup, AUS vs IND Highlights: ফুল টাইম, অস্ট্রেলিয়ার কাছে ০-২ ব্যবধানে হেরে যাত্রা শুরু ভারতের
Australia vs India, AFC Asian Cup 2024 Live Score Updates: এএফসি এশিয়ান কাপের গ্রুপ বি-তে ভারত বনাম অস্ট্রেলিয়া ম্যাচ। আল রায়ানের আহমেদ বিন আলি স্টেডিয়ামে মুখোমুখি হবে এই দু-দল। ভারতীয় ফুটবলের জন্য মাইলফলক ম্যাচ হতে পারে এটি। লাইভ আপডেট এই লিঙ্কে।

এএফসি এশিয়ান কাপের গ্রুপ বি-র প্রথম ম্যাচে আজ মুখোমুখি হয়েছিল ভারত ও অস্ট্রেলিয়া। নিজেদের শেষ পাঁচ ম্যাচের মধ্যে চারটিই জিতেছিল অস্ট্রেলিয়া। তেমনই শেষ পাঁচ ম্যাচের মধ্যে তিনটি জিতেছিল ভারতীয় ফুটবল দল। গত বছর ভারতীয় ফুটবল দল দুর্দান্ত পারফর্ম করেছে। তবে সেটা ঘরের মাঠে। এএফসি এশিয়ান কাপের জন্য ইংল্যান্ডের বিশ্বকাপারকে ভারতীয় কোচিং টিমে যোগ করা হয়েছিল। তিনি মূলত ভারতের ডিফেন্স এবং সেট পিস নিয়ে কাজ করেছেন। কতটা উন্নতি করেছে তা পরিষ্কার দেখা গেল। দুর্দান্ত পারফর্ম করেছে ভারতের ডিফেন্স। দ্বিতীয়ার্ধের শুরুতে গোলকিপার গুরপ্রীত সিং সান্ধুর ছোট্ট একটা ভুলে ম্যাচ থেকে হারিয়ে যায় ভারত। ফিফা ক্রমতালিকায় অস্ট্রেলিয়া ২৫ নম্বরে। ভারত ১০২। কাগজে কলমে বিশাল ফারাক। মাঠের লড়াইয়ে নজর কাড়ল ভারতীয় দল। অন্তত ড্র করলেও যেন নৈতিক জয় হত। শেষরক্ষা যদিও হয়নি। অস্ট্রেলিয়ার কাছে ০-২ ব্যবধানে হেরে এশিয়ান কাপে যাত্রা শুরু ভারতের। ভারত-অস্ট্রেলিয়া মেগা ম্যাচের লাইভ স্কোর, অন্যান্য তথ্য জানতে চোখ রাখুন TV9Bangla Sports-এর এই লাইভ ব্লগে।
LIVE NEWS & UPDATES
-
IND vs AUS: এই ম্যাচে ভারতের প্রাপ্তি কী?
প্রথমার্ধ দুর্দান্ত। দ্বিতীয়ার্ধে একটা ভুলেই ম্যাচের রূপ পাল্টে গেল। বিস্তারিত পড়ুন: গুরপ্রীতের ভুলে ইতিহাস হল না সুনীলদের, অস্ট্রেলিয়ার কাছে ২ গোল হজম ভারতের
-
AUS vs IND: ভারতের তিন পরিবর্তন
লিস্টন কোলাসো, আকাশ মিশ্রর পর অনিরুদ্ধ থাপাকে নামালেন ভারতের কোচ ইগর স্টিমাচ। মরণ কামড় দেওয়া ছাড়া উপায় নেই ভারতের কাছে।
-
-
AUS vs IND: সুপার সাব, দ্বিতীয় গোল
ম্যাচের ৭২ মিনিটে দুই পরিবর্ত প্লেয়ারের সৌজন্যে দ্বিতীয় গোল অস্ট্রেলিয়ার। রাইলি ম্যাকগ্রির মাইনাস, আনমার্কড জর্ডন বসের হালকা টাচে গোল। ২-০ এগিয়ে গেল অস্ট্রেলিয়া।
-
AUS vs IND: আরভিনের গোলে এগিয়ে গেল অস্ট্রেলিয়া
প্রথমার্ধের যাবতীয় লড়াই এক মুহূর্তের ভুলে নষ্ট হল। মার্টিন বয়েলের সেন্টার। বল গ্রিপ করার বদলে পাঞ্চ করেছিলেন গুরপ্রীত। ফিরতি বলে শট জ্যাকসন আরভিনের। সোজা জালে। দ্বিতীয়ার্ধের শুরুতেই এগিয়ে গেল অস্ট্রেলিয়া।
-
AUS vs IND: রক্ষণ-আক্রমণ-স্বস্তি
ফিফা ক্রমতালিকায় ২৫ নম্বরে থাকা অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথমার্ধে দুর্দান্ত ভারতীয় দল। ডিফেন্স মজবুত। মাঝে কিছু গোলের চেষ্টাও করল ভারত। আক্রমণ ভাগে বিশেষ করে বলতে হয় ছাংতের কথা। উইং দিয়ে তাঁর দৌড় সামলাতে হিমশিম খেল অস্ট্রেলিয়া। সুনীল ছেত্রী ফ্লাইং হেডে দুর্দান্ত একটা চেষ্টা করেছিলেন। যদিও টার্গেটে ছিল না শট। অস্ট্রেলিয়াও বেশ কিছু সুযোগ তৈরি করেছিল। তবে ভারতীয় ডিফেন্স এবং ডিফেন্সের লিডার গুরপ্রীত সিং সিন্ধুর কাছে আটকে গেলেন বারবার। সন্দেশ ঝিঙ্গান মাথায় ব্যান্ডেজ নিয়েও দুর্দান্ত লড়াই। মাথা উঁচু করেই বিরতিতে সুনীলের সেনা। প্রথমার্ধে যোদ্ধার মতোই লড়াই ভারতীয় ফুটবলারদের।
-
-
AUS vs IND: চোট সন্দেশের
৪১ মিনিটে কাই রোয়েলসের সঙ্গে এয়ারে বলের লড়াইয়ে সন্দেশ। মাথায় আঘাত লাগে দু-জনেরই। প্রাথমিক চিকিৎসা চলছে। কনকাশন পরীক্ষাও হচ্ছে। মাথায় ব্যান্ডেজ করিয়ে প্রস্তুত সন্দেশ। এখনই তাঁকে মাঠে নামতে দিচ্ছেন না রেফারি। মেডিক্যাল প্রোটোকল। কর্নার সামলাতে প্রস্তুত ভারতীয় ডিফেন্স। সন্দেশকে ছাড়াই দুর্দান্ত ক্লিয়ার। দীপক টাংরি। সন্দেশ মাঠে ফিরেই দুর্দান্ত। মাথায় ব্যান্ডেজ নিয়েই রক্ষণ সামলাচ্ছেন।
-
AUS vs IND: বিপজ্জনক মুহূর্ত
মার্টিন বয়েলের কর্নার। প্রাথমিক ভাবে ক্লিয়ার করে ভারতীয় ডিফেন্স। বিপদ থাকল দীর্ঘ সময়। বয়েলকে ট্যাকল শুভাশিসের। বক্সের কিছুটা বাইরেই ফ্রি-কিক অস্ট্রেলিয়ার। মনবীর সিংয়ের দুর্দান্ত ক্লিয়ারেন্স। সামনেই ছিলেন হ্যারি সুতার। ফের কর্নার। হ্যারি সুতারের কর্নার, ফিরতি বলে ব্যাকাসের শট। ক্রসবারের ওপরে।
-
AUS vs IND: বয়েল-ভলি
অস্ট্রেলিয়ার দুর্দান্ত সুযোগ। ভলিতে গোল করার চেষ্টা বয়েলের। যদিও ক্রসবারের অনেক ওপরে শট। স্কোর লাইনে কোনও প্রভাব পড়েনি।
-
AUS vs IND: গ্রেট ডিফেন্স, কর্নার
রাহুল ভেকের দুর্দান্ত ব্লক, দীপক টাংরি বল ক্লিয়ার করেন। কর্নার অস্ট্রেলিয়ার। দারুণ কর্নার। যদিও ভারতীয় ডিফেন্স কোনও বিপদ আসতে দেয়নি।
-
AUS vs IND: গুরপ্রীত চাপে ফেলেছিলেন!
গুরপ্রীত সিং সান্ধুর ভুলেই চাপে পড়েছিল ভারত। তবে সুযোগ নিতে পারেনি অস্ট্রেলিয়া। গুরপ্রীতের অনবদ্য সেভই ভারতকে ম্যাচে রাখল। দ্রুত ভুল শুধরে নিলেন গুরপ্রীত।
-
AUS vs IND: সেরা সুযোগ!
অনবদ্য একটা সুযোগ ম্যাচের ১৬ মিনিটে। ভারত লিড নিতেই পারতো। ছাংতে নিজের গতিতে প্রতিপক্ষকে চাপে রেখেছে। ডান দিক থেকে আসা ক্রসে ফ্লাইং হেড সুনীল ছেত্রীর। অল্পের জন্য তা বাইরে। হেড টার্গেটে থাকলে ভারত এগিয়ে যেতে পারত।
-
AUS vs IND: উইং-সুইং
উইং দিয়ে আক্রমণে ওঠার চেষ্টা অস্ট্রেলিয়ার। সুভাশিস বসু ও নিখিল পূজারী অনবদ্য ভাবে সামলাচ্ছেন। দুর্দান্ত একটা বল পেয়ে ফ্লাইং হেড। বলে পাওয়ার না থাকায় গুরপ্রীতের মতো অভিজ্ঞ গোলকিপারের সমস্যা হয়নি তা আটকাতে।
-
AUS vs IND: ছেত্রী-ছাংতে
অভিজ্ঞ সুনীল ছেত্রীর পাস, বল ধরে প্রতিপক্ষকে চাপে ফেলেছিলেন ছাংতে। তবে গোল হয়নি। কাউন্টার অ্যাটাকে অস্ট্রেলিয়ার ফ্রি-কিক। মিচেল ডিউক ফ্রি-কিক নিলেও ভারতীয় ডিফেন্স দক্ষতার সঙ্গে ক্লিয়ার করে।
-
AUS vs IND: ডিফেন্সেও দুর্দান্ত
মাদুরাইয়ের মনবীর মন জয় করছেন! ভারতীয় দলের এই তরুণ স্ট্রাইকার অজি ডেফেন্সে চাপ তৈরি করছেন। ডিফেন্সে অনবদ্য সুভাশিস, রাহুল ভেকে, সন্দেশ ঝিঙ্গানরা। ভারতের শুরুটা এখনও অবধি প্রশংসনীয়।
-
AUS vs IND: সুনীলদের হাইপ্রেসিং ফুটবল
অস্ট্রেলিয়ার মতো শক্তিশালী দলের বিরুদ্ধে শুধু ডিফেন্স করলেও কঠিন। শুরু থেকেই হাইপ্রেসিং ফুটবলে সকারুসকে চাপে রাখার চেষ্টা। দুর্দান্ত একটা গোলের মুভও তৈরি হয়েছিল।
-
AUS vs IND: দুই অভিজ্ঞ গোলকিপারের পরীক্ষা!
দুই অভিজ্ঞ গোলকিপার গুরপ্রীত সিং সান্ধু ও ম্যাট রায়ানের স্নায়ুর চাপের কঠিন পরীক্ষাও। ইউরোপের ক্লাবে খেলেছেন গুরপ্রীত। ম্যাট রায়ান অস্ট্রেলিয়ার ক্যাপ্টেনও।
-
AUS vs IND: ইতিহাসে যোশিমি ইয়ামাসিতা
পুরুষদের এএফসি এশিয়ান কাপের ইতিহাসে প্রথম। ভারত-অস্ট্রেলিয়ার ম্যাচে রেফারিংয়ের দায়িত্বে যোশিমি। এএফসি এশিয়ান কাপের ইতিহাসে প্রথম কোনও মহিলা ম্যাচ পরিচালনা করবেন।
🇯🇵 Yoshimi Yamashita to become first woman referee in #AsianCup history!
The Japanese official will take charge of Group B fixture between Australia and India on January 13! #AsianCup2023 | #HayyaAsia https://t.co/LmxuEqYS9c
— #AsianCup2023 (@afcasiancup) January 11, 2024
-
AUS vs IND: বিদেশে হোম ম্যাচ!
এএফসি এশিয়ান কাপে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে নামছে ভারত। কাতারে হচ্ছে টুর্নামেন্ট। দোহার আল রায়ানে ভারতের সমর্থনের অভাব নেই। বিদেশেও যেন হোম ম্যাচের আবহ অপেক্ষা করছে সুনীল ছেত্রীদের জন্য।
🇮🇳 India fans unite ahead of the Blue Tigers’ #AsianCup2023 opener against the Socceroos! #HayyaAsia | #AUSvIND pic.twitter.com/iPtlhJqxcz
— #AsianCup2023 (@afcasiancup) January 13, 2024
-
AUS vs IND: জেনে নিন সকারুসের লাইন আপ
এএফসি এশিয়ান কাপে ভারতের বিরুদ্ধে নামছে অস্ট্রেলিয়া। কাতারেই গত বিশ্বকাপে খেলেছিল সকারুস। এ বার এএফসি এশিয়ান কাপের লড়াই। ভারতের বিরুদ্ধে ম্যাচের জন্য দেখে নিন অস্ট্রেলিয়ার প্রথম একাদশ।
📋 Your #Socceroos Starting XI for our #AsianCup2023 opener!
🇦🇺 v 🇮🇳 – 13.1.24, 10:30pm AEDT 📱💻📺 Live on Channel10, Paramount+, 10 Play#AUSvIND #DifferentBreed pic.twitter.com/ga61d5t2zp
— Subway Socceroos (@Socceroos) January 13, 2024
-
AUS vs IND: ভারতের প্রথম একাদশ
এএফসি এশিয়ান কাপের গ্রুপ বি-র ম্যাচে কিছুক্ষণ পরই মুখোমুখি হতে চলেছে ভারত ও অস্ট্রেলিয়া। ফিফা ক্রমতালিকায় দু-দলের ব্যাপক ফারাক। মাঠের লড়াইয়ের অপেক্ষা। দেখে নিন ভারতের প্রথম একাদশ…
The 𝐈𝐍𝐃𝐈𝐀 line-up for #AUSvIND in the #AsianCup2023 🇮🇳
WATCH 💻 @Sports18 & @JioCinema#BlueTigers 🐯 #IndianFootball ⚽ pic.twitter.com/geph5eK3fU
— Indian Football Team (@IndianFootball) January 13, 2024
-
আজ এশিয়ান কাপে মুখোমুখি ভারত-অস্ট্রেলিয়া
ফিফা ক্রমতালিকায় অস্ট্রেলিয়া ২৫ নম্বরে। ভারত ১০২। কাগজে কলমে বিশাল ফারাক। মাঠের লড়াইয়ে সুনীল ছেত্রী, প্রীতম কোটাল, সন্দেশ ঝিঙ্গানরা কেমন পারফর্ম করেন, সে দিকেই নজর।
Published On - Jan 13,2024 3:30 PM





