AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Argentina-Bangladesh: ১৭,০০০ কিমি দূরে আশ্চর্য আর্জেন্টিনা প্রেম, কীভাবে বাংলাদেশ মাতল নীল-সাদা রঙের টানে?

Bangladesh's love for Argentina football: বাংলাদেশ-আর্জেন্টিনার দূরত্ব ১৭,০০০ কিলোমিটারেরও বেশি। তা সত্ত্বেও কীভাবে আর্জেন্টিনা ফুটবল দলের প্রতি প্রেম তৈরি হল বাংলাদেশে?

Argentina-Bangladesh: ১৭,০০০ কিমি দূরে আশ্চর্য আর্জেন্টিনা প্রেম, কীভাবে বাংলাদেশ মাতল নীল-সাদা রঙের টানে?
ফুটবল কবেই বা সীমানার বাধা মেনেছে?
| Edited By: | Updated on: Dec 18, 2022 | 7:37 PM
Share

ঢাকা: দুই দেশের মধ্যে দূরত্ব ১৭,০০০ কিলোমিটারেরও বেশি। দুই দেশের মধ্যে অর্থনৈতিক এবং কূটনৈতিক সম্পর্কও অত্যন্ত দুর্বল। কিন্তু, ফুটবল কবেই বা সীমানার বাধা মেনেছে? কবেই বা জেনেছে কূটনীতির কচকচি? তাই প্রতি ৪ বছর অন্তর অন্তর এক মাসের জন্য পাক্কা আর্জেন্টাইন হয়ে ওঠেন বাংলাদেশের নাগরিকরা। গত চার দশক ধরেই এই প্রবণতা চললেও, চলতি বিশ্বকাপে বাংলাদেশের এই আর্জেন্টিনা প্রেম পেয়েছে আন্তর্জাতিক স্বীকৃতি। ফাইনালের আগে স্বাভাবিক ভাবেই এক বুক আবেগ নিয়ে প্রিয় দলের হাতে ট্রফি ওঠার অপেক্ষায় বাংলাদেশের আর্জেন্টিনা সমর্থকরা। কিন্তু, কোথা থেকে শুরু হল বাংলাদেশের এই আর্জেন্টিনা প্রেম? তুলে ধরল TV9 Bangla.

বিশ্বকাপ চলাকালীন ফিফার পক্ষ থেকে একটি ভিডিয়ো ক্লিপ প্রকাশ করা হয়েছে। যে ভিডিয়ো ক্লিপে দেখা গিয়েছিল মেক্সিকোর বিরুদ্ধে লিওনেল মেসির গোল উদযাপন করছেন হাজার হাজার সমর্থক। বাংলাদেশে, আর্জেন্টিনার এই বিপুল সমর্থন স্বাভাবিকভাবেই বিস্মিত করেছে ফুটবল বিশ্বকে। আর্জেন্টিনা ফুটবল দলের পক্ষ থেকেও, দক্ষিণ এশিয়ার এক দেশে তাদের এই পাগলপারা সমর্থকদের স্বীকৃতি দেওয়া হয়েছে।

আর্জেন্টিনা ফুটবল দলের সঙ্গে বাংলাদেশের এই আত্মিক যোগের সূত্রপাত ঘটেছিল চার দশক আগে। গত শতাব্দীর আটের দশকের মাঝামাঝি সময়ে বাংলাদেশের ঘরে ঘরে টেলিভিশন ঢুকেছিল। ১৯৮৬ সালে প্রথম বিশ্বকাপ দেখার সুযোগ হয়েছিল বাংলাদেশিদের। সেই বিশ্বকাপ ছিল দিয়েগো আর্মান্দো মারাদোনার। প্রথম দর্শনেই মারাদোনার প্রেমে পড়ে গিয়েছিল বাংলাদেশ, আর মারাদোনার বাঁপায়ের সূত্র ধরে আর্জেন্টিনা ফুটবল দলের।

পরের চার দশকে একবারও বিশ্বকাপ জিততে পারেনি আর্জেন্টিনা। কিন্তু, বাংলাদেশের আর্জেন্টিনা প্রেমে কোনও খামতি দেখা যায়নি। আর এরপর লিওনেল মেসির আবির্ভাবে এই প্রেম নতুন মাত্রা পেয়েছে। বাংলাদেশি সাংবাদিকদের মতে, মারাদোনার থেকেও মেসি ম্যাজিকে আরও বেশি বুঁদ হয়েছে বাংলাদেশ। এর অন্যতম কারণ বর্তমান যোগাযোগ ব্যবস্থা। মানুষ এখন টিভিতে ইউরোপীয় ক্লাব ফুটবল দেখার সুযোগ পায়, সোশ্যাল মিডিয়ায় মেসিদের মতো তারকা ফুটবলারদের ব্যক্তিগত জীবন অনুসরণ করার সুযোগ পায়। আর ফুটবল ভালবাসলে মেসিকে না ভালবেসে পারা যায় না, এটাই মত বাংলাদেশের আপামর ফুটবল জনতার।