Brazil vs Senegal : এগিয়ে থেকেও জয় অধরা, সেনেগালের কাছে হার নেইমারহীন ব্রাজিলের
FIFA International Friendlies: কাতার বিশ্বকাপের পর এই নিয়ে তিনটি ম্যাচ খেলল ৫ বারের বিশ্ব চ্যাম্পিয়নরা। তার মধ্যে দ্বিতীয় ম্যাচে হারের মুখ দেখল সেলেকাওরা। গত ম্যাচে গিনিকে হারিয়ে আত্মবিশ্বাস ফিরে পেয়েছিলেন ভিনিসিয়াস জুনিয়ররা। কিন্তু সেনেগালের বিরুদ্ধে জিতল না সেলেকাওরা।

লিসবন : মরক্কোর পর এ বার সেনেগাল… আফ্রিকান দেশের বিরুদ্ধে জিততেই পারছে না ব্রাজিল (Brazil)। কাতার বিশ্বকাপের পর এই নিয়ে তিনটি ম্যাচ খেলল ৫ বারের বিশ্ব চ্যাম্পিয়নরা। তার মধ্যে দ্বিতীয় ম্যাচে হারের মুখ দেখল সেলেকাওরা। গত ম্যাচে গিনিকে হারিয়ে আত্মবিশ্বাস ফিরে পেয়েছিলেন ভিনিসিয়াস জুনিয়ররা। এরপর সেনেগালের (Senegal) বিরুদ্ধে লিসবনে ফিফার ফ্রেন্ডলি (International Friendlies) ম্যাচে নেমেছিল ব্রাজিল। শুরুতে লুকাস পাকুয়েতার গোলে এগিয়েও গিয়েছিল ব্রাজিল। কিন্তু শেষ অবধি জয় অধরাই থেকে গিয়েছে নেইমারহীন ব্রাজিলের। সাদিও মানের জোড়া গোল, মার্কিনিয়োসের আত্মঘাতী গোল। সব মিলিয়ে ৪-২ ব্যবধানে হেরে মাঠ ছাড়ল ব্রাজিল। বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports এর এই প্রতিবেদনে।
ব্রাজিলের বিরুদ্ধে সেনেগালের স্মরণীয় জয়
পাঁচ বারের বিশ্বকাপ চ্যাম্পিয়ন ব্রাজিলের বিরুদ্ধে সেনেগালের এই জয় ভীষণ গুরুত্বপূর্ণ। সেনেগাল এই নিয়ে টানা আটটি ম্যাচে অপরাজিত। এ বার ব্রাজিলকেও হারাল মানের দল। এই নিয়ে দ্বিতীয় বার সাক্ষাৎ হল ব্রাজিল ও সেনেগালের। আর দুই দলের দ্বিতীয় বারের সাক্ষাতে প্রথম জয় পেল আফ্রিকান দেশটি।
ম্যাচের ১১ মিনিটে ভিনিসিয়াস জুনিয়রের পাস থেকে লুকাস পাকুয়েতা এগিয়ে দেন ব্রাজিলকে। ১০ মিনিট পরই সমতা ফেরায় সেনেগাল। আফ্রিকার দেশটির হয়ে গোল শোধ করেন হাবিব দিয়ালো। ১-১ স্কোরলাইনে প্রথমার্ধ শেষ হয়। ৫২ মিনিটে নিজেদের ভুলে পিছিয়ে যায় ব্রাজিল। সাদিও মানের ক্রসে হাবিব দিয়ালোর হেড ক্লিয়ার করতে গিয়ে নিজেদের জালে বল জড়িয়ে বসেন মার্কিনিয়োস। তাঁর আত্মঘাতী গোলে ২-১ এগিয়ে যায় সেনেগাল। এর ৩ মিনিট পর ব্রাজিলের জাল কাঁপান সাদিও মানে। এরপর ৫৮ মিনিটে গোল করে সেনেগালের সঙ্গে ব্যবধান কমান মার্কিনিয়োস। তাতে অবশ্য লাভ হয়নি সেলেকাওদের। সংযুক্ত সময়ে সেনেগালের হয়ে চতুর্থ এবং নিজের দ্বিতীয় গোল করেন মানে। শেষ অবধি আর কোনও গোল করতে পারেনি ব্রাজিল।
❤️ ?? 4-2 pic.twitter.com/sahVTTDrlu
— Football Senegal (@FootballSenegal) June 20, 2023
কাতার বিশ্বকাপের পর ব্রাজিলের কোচের দায়িত্ব ছেড়ে দিয়েছিলেন তিতে। তারপর থেকে কোচহীন ব্রাজিল। অন্তর্বর্তীকালীন কোচ রামন মেনেজেসের অধীনে এই নিয়ে তিনটি ম্যাচে খেলে ২টি হারল ব্রাজিল।





