AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

FIFA World Cup 2022: রোনাল্ডো কেন বিশ্বকাপের দলে? প্রশ্ন তুলছেন কোচ…

Qatar 2022: রোনাল্ডোর বয়স ও বর্তমান অবস্থা বিচার করে কোনওভাবেই পর্তুগালের অধিনায়ক হিসেবে তাঁকে মেনে নিতে পারছেন না তিনি।

FIFA World Cup 2022: রোনাল্ডো কেন বিশ্বকাপের দলে? প্রশ্ন তুলছেন কোচ...
| Edited By: | Updated on: Nov 13, 2022 | 8:52 PM
Share

কাতার : কেরিয়ারের শেষ বিশ্বকাপ খেলতে চলেছেন লিওনেল মেসি। সম্ভবত ক্রিশ্চিয়ানো রোনাল্ডোরও শেষ বিশ্বকাপ। কাতার (Qatar) বিশ্বকাপের জন্য ২৬ সদস্যের চূড়ান্ত দল ঘোষণা করেছে পর্তুগাল। তারুণ্য ও অভিজ্ঞতার মিশেলে দল সাজিয়েছেন কোচ ফার্নান্দো সান্তোস। প্রত্যাশিতভাবেই দলে রয়েছেন তারকা ক্রিশ্চিয়ানো রোনাল্ডো (Cristiano Ronaldo)। কাতারের মাঠে নিজের পাঁচ নম্বর বিশ্বকাপ খেলতে দেখা যাবে ৩৭ বছরের রোনাল্ডোকে। এ ছাড়াও রয়েছেন পেপে, বার্নার্দো সিলভা, জোয়াও ফেলিক্স, জোয়াও ক্যানসেলো, রুবেন দিয়াজের মতো তারকারা। অধিনায়ক করা হয়েছে রোনাল্ডোকেই। তাই নিয়েই প্রশ্ন তুলছেন ইপিএলের এক কোচ। কে তুলছেন প্রশ্ন? তুলে ধরল TV9Bangla

ম্যাঞ্চেস্টার ইউনাইটেডে দীর্ঘদিন রিজার্ভ বেঞ্চে কাটাতে হয়েছে রোনাল্ডোকে। খুব সামান্য খেলার সুযোগ পেয়েছেন এ বারের প্রিমিয়ার লিগে। তাও পরিবর্ত হিসেবে নেমেছেন। রোনাল্ডোকে কাতার বিশ্বকাপের দলে নেওয়া এবং তাঁকে কীভাবে পর্তুগাল অধিনায়কের দায়িত্ব দেওয়া হল? এমন প্রশ্ন তুলছেন উলভসের অন্তর্বর্তী কোচ স্টিভ ডেভিস।

পর্তুগালের বিশ্বকাপ স্কোয়াড প্রকাশ করার পরই বিস্ফোরক উলভসের অন্তর্বর্তী কোচ স্টিভ ডেভিস। রোনাল্ডোর বয়স ও বর্তমান অবস্থা বিচার করে কোনওভাবেই পর্তুগালের অধিনায়ক হিসেবে তাঁকে মেনে নিতে পারছেন না তিনি। এখানেই শেষ নয়। তিনি আরও জানান, তাঁর টিমের জোয়াও মোতিনো এই বিষয়ে অত্যন্ত হতাশ হবেন। কারণ, ২৬ সদস্যের দলে নাম নেই তাঁর। যদিও তাঁর সঙ্গে এখনও কথা হয়নি বলে জানান তিনি। ফুটবলের সঙ্গে যাঁর কার্যত দূরত্ব ছিল ইপিএলে। সেই রোনাল্ডোর কপালে কাতার বিশ্বকাপে এমন সোনার সুযোগ প্রাপ্তির পিছনে কি অন্য কোন সমীকরন রয়েছে ? সেই আশঙ্কাকে একেবারে উড়িয়ে দিচ্ছেন না ডেভিস।

২০০৬ সালে বিশ্বকাপে অভিষেক হয় রোনাল্ডোর। তারপর কেটে গিয়েছে ১৬টি বছর। পেরিয়ে গেছে তিনটি বিশ্বকাপ। তবু রোনাল্ডোর অধরা বিশ্বকাপের সোনার ট্রফিটি। মেসির পাশাপাশি বর্তমানে বিশ্ব ফুটবলে অন্যতম সেরা ফুটবলার হিসেবে বিবেচিত রোনাল্ডো। যার ঝুলিতে রয়েছে পাঁচটি ব্যালন ডি’অর, একটি ইউরো কাপ। ক্লাব ফুটবলে ঝুরিঝুরি সাফল্য। তাও ফুটবল প্রেমীদের মন যেন ভরে না। তাঁরা বারবার ইঙ্গিত করেন, বিশ্বকাপের দিকেই। এ বার সেই সূবর্ণ সুযোগের দিকেই পা বাড়াতে চলেছেন সিআর সেভেন। তাই যত দিন এগোচ্ছে, সমর্থকদের প্রার্থনা ও প্রত্যাশা বেড়ে চলেছে।