Diego Maradona: নিলামে ওঠা ‘হ্যান্ড অফ গড’ জার্সি কি ওটাই? মারাদোনার মেয়ের অন্য দাবি
মারাদোনা মানে চিরকালীন বিতর্ক। তাঁর মৃত্যুর পরও বিতর্ক কমেনি। ১৯৮৬ সালে ইংল্যান্ডের বিরুদ্ধে সেই বিখ্যাত 'হ্যান্ড অফ গড' জার্সি নিলামে তুলেছেন ইংল্যান্ডের স্টিভ হগ। ওটাই কি আসল জার্সি?
বুয়েনস আইরেস: যে জার্সি নিলামে উঠেছে দিয়েগো মারাদোনা (Diego Maradona), সেটা পরেই কি ১৯৮৬ সালে (World Cup) ইংল্যান্ডের বিরুদ্ধে খেলেছিলেন? ফুটবলের রাজপুত্রের মেয়ে যা দাবি করছেন, তাতে কিন্তু চরম বিভ্রান্তি তৈরি হচ্ছে। আর্জেন্টিনার (Argentina) হয়ে ইংল্যান্ডের বিরুদ্ধে ওই ম্যাচে হাত দিয়ে গোল করেছিলেন মারাদোনা। ফুটবল ইতিহাসে যে ঘটনা ‘হ্যান্ড অফ গড’ বলে জনপ্রিয়। ম্যাচের পর মারাদোনার সঙ্গে জার্সি বদল করেছিলেন ইংল্যান্ডের স্টিভ হগ। সেই জার্সিই এখন নিলামে তুলেছেন স্টিভ। নটিংহ্যাম ফরেস্ট, টটেনহ্যাম ও অ্যাস্টন ভিলার প্রাক্তন মিডফিল্ডারের প্রত্যাশা অন্তত ৪ মিলিয়ন পাউন্ডে বিক্রি হবে সেই বিখ্যাত জার্সি। কিন্তু এখন যে বিভ্রান্তি তৈরি হয়েছে, তাতে কি হ্যান্ড অফ গড ম্যাচের ওই জার্সি ঘিরে আর কোনও আগ্রহ থাকবে? মারাদোনার মেয়ে দালমা যা বলছেন, তা যদি সত্যি হয়, তা হলে মারাদোনার ওই জার্সি ঘিরে তৈরি হবে নতুন রহস্য!
কী বলেছেন মারাদোনার মেয়ে? দালমার কথায়, ‘যে জার্সি নিলামে তোলা হয়েছে, তা পরে দ্বিতীয়ার্ধে নামেনি আমার বাবা। আমি নিশ্চিত স্টিভের কাছে ওই বিশেষ জার্সিটা নেই। কার কাছে আছে জার্সিটা, আমি খুব ভালো করে জানি। কিন্তু সেটা আমি বলব না।’
যতই বিতর্ক তৈরি হোক, স্টিভ হগের কিন্তু বিশ্বাস, আসল জার্সিটাই রয়েছে তাঁর কাছে। তিনি বলেওছেন, ‘৩৫ বছর আগে মারাদোনার সঙ্গে এই জার্সিটা আমি বদলেছিলাম টানেলে। জার্সিটা এতদিন আমার কাছে ছিল। আর তার জন্য আমি গর্বিত। মারাদোনার মতো কিংবদন্তির সঙ্গে খেলার সৌভাগ্য হয়েছিল আমার। ফুটবল ইতিহাসের অন্যতম সেরা প্লেয়ার।’
৬০ বছর বয়সে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান মারাদোনা। তা নিয়ে কম বিতর্ক হয়নি। চিকিৎসকদের তরফে গাফিলতির অভিযোগও উঠেছে। ঘটনা গড়িয়েছে আদালত পর্যন্ত। দেড় বছর পরও ফুটবলের রাজপুত্রকে নিয়ে কম আগ্রহ নেই। কিছু দিন আগে তাঁর প্রয়াণ দিবস পালন করেছে সারা বিশ্ব। আর্জেন্টিনা তো বটেই, ফুটবল বিশ্বে অনেকের কাছেই তিনি ঈশ্বর। সেই মারাদোনার প্রাক্তন স্ত্রী ক্লদিয়া ভিলাফেনা আবার বলছেন, ‘ওই প্রাক্তন প্লেয়ার হয়তো ভালো কাজের জন্যই জার্সিটা নিলামে তুলছেন। তবু বলব, খুব খুশি হব, যদি আর্জেন্টিনা ফুটবল ফেডারেশন ওই জার্সিটা নিলাম থেকে কেনে।’
আরও পড়ুন: Diego Maradona: নিলামে দিয়েগো মারাদোনার ‘হ্যান্ড অব গড’ জার্সি