East Bengal vs Punjab FC: জিতলেই কোয়ার্টার ফাইনাল, ইস্টবেঙ্গলের সঙ্গী ডার্বির আত্মবিশ্বাস

TV9 Bangla Digital | Edited By: দীপঙ্কর ঘোষাল

Aug 16, 2023 | 8:30 AM

East Bengal vs Punjab FC Match Preview: সমর্থকরা হতাশ হলেও ক্ষুব্ধ হননি। বরং এই টিমকে একটু সময় দিলে ভালো ফল হবে, এই প্রত্যাশাই করছেন। এ বার সেই ভরসার মর্যাদা রাখার দায়িত্ব টিমের। ডার্বিতে শক্তিশালী ও মোহনবাগানের সেট টিমের বিরুদ্ধে জয়, ইস্টবেঙ্গলে প্রত্যাশা, আত্মবিশ্বাস সবই বাড়িয়েছে।

East Bengal vs Punjab FC: জিতলেই কোয়ার্টার ফাইনাল, ইস্টবেঙ্গলের সঙ্গী ডার্বির আত্মবিশ্বাস
Image Credit source: East Bengal

Follow Us

নতুন দল। ইস্টবেঙ্গল সম্পর্কে এ বার এমনটাই বলা হচ্ছে। গত মরসুমের হাতে গোনা কিছু প্লেয়ার। বেশির ভাগই নতুন। তেমনই কোচ কার্লেস কুয়াদ্রাত ভারতীয় ফুটবলে অভিজ্ঞ হলেও লাল-হলুদে সদ্য যোগ দিয়েছেন। ময়দানের ঘাস চিনতে তাঁর যেমন সময় প্রয়োজন, ফুটবলারদেরও। তবে কার্লেস অন্তত একটা জিনিস বুঝে গিয়েছেন, এক বার বড় ম্যাচ জিতে নিলে পরবর্তী কয়েক ম্যাচের জন্য নিশ্চিন্ত। সমর্থকরা অন্তত মুখ ফিরিয়ে নেবে না। সেই ভরসা ইতিমধ্যেই অর্জন করেছেন কার্লেস। মরসুমের প্রথম ডার্বি জিতেছে ইস্টবেঙ্গল। টানা আটটি ডার্বি হারের পর জয়। আত্মবিশ্বাস তুঙ্গে লাল-হলুদ শিবিরে। লক্ষ্য এখন আইএসএলের প্রস্তুতি। আর ম্যাচের চেয়ে ভালো প্রস্তুতি কীই বা হতে পারে! ডুরান্ড কাপে আজ গ্রুপ পর্বের শেষ ম্যাচে নামছে ইস্টবেঙ্গল। প্রতিপক্ষ পঞ্জাব এফসি। বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports-এর এই প্রতিবেদনে।

ডুরান্ডে ইস্টবেঙ্গলের প্রথম ম্যাচে অভিষেক হয় নতুন একটা দলের। লাল-হলুদ সমর্থকরা এ মরসুমে ভরসা রেখেছেন কোচ এবং ফুটবলারদের ওপর। প্রথম ম্যাচেই তা বোঝা গিয়েছে। গত মরসুমের শেষ দিকে মাঠে উপস্থিতির সংখ্যা খুবই কম ছিল। এ বার প্রথম ম্যাচে বাংলাদেশ আর্মি ফুটবল টিমের বিরুদ্ধে গ্যালারিতে ইস্টবেঙ্গলের প্রচুর সমর্থক ছিলেন। ম্যাচে ২-০ এগিয়ে থেকেও ২-২ ড্র করেছিল ইস্টবেঙ্গল। সমর্থকরা হতাশ হলেও ক্ষুব্ধ হননি। বরং এই টিমকে একটু সময় দিলে ভালো ফল হবে, এই প্রত্যাশাই করছেন। এ বার সেই ভরসার মর্যাদা রাখার দায়িত্ব টিমের। ডার্বিতে শক্তিশালী ও মোহনবাগানের সেট টিমের বিরুদ্ধে জয়, ইস্টবেঙ্গলে প্রত্যাশা, আত্মবিশ্বাস সবই বাড়িয়েছে।

ইস্টবেঙ্গলের কাছে আজ সহজ হিসেব। পঞ্জাব এফসিকে হারিয়ে ডুরান্ডের কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করা। ড্র করলে কিংবা হার, জটিল অঙ্কের সামনে পড়তে হবে। ডার্বির সকালেই পৌঁছেছিলেন ব্রাজিলিয়ান তারকা ক্লেটন সিলভা। গত মরসুমে ইস্টবেঙ্গলের হতাশার পারফরম্যান্সে উজ্জ্বল ছিলেন ক্লেটন। ডার্বিতে পাওয়া না গেলেও পঞ্জাবের বিরুদ্ধে খেলবেন। যোগ দিয়েছেন আর এক বিদেশি ফুটবলারও। পঞ্জাব এফসি ম্যাচ প্রসঙ্গে ইস্টবেঙ্গল কোচ কার্লেস কুয়াদ্রাত বলছেন, ‘এই ম্যাচ আমাদের কাছে কার্যত নকআউট। গত ম্যাচ দুটিতে কোথায় ভুল হয়েছে সেগুলো চিহ্নিত করে যতটা সম্ভব উন্নতির চেষ্টা করেছি। আগামীতে আরও উন্নতি প্রয়োজন। এই ম্যাচের আগে ক্লেটন, হোসে পারদোর যোগ দেওয়া আমাদের কাছে বড় প্রাপ্তি।’

ইস্টবেঙ্গল বনাম পঞ্জাব এফসি, সন্ধে ৬টা, সোনি টেন টু ও সোনি লিভে সম্প্রচার

Next Article