Carles Cuadrat: দল ডুবছে ISLএ, দায় নিয়ে পদত্যাগ করতে বাধ্য হলেন কার্লেস কুয়াদ্রাত
East Bengal: ইন্ডিয়ান সুপার লিগে দলের হারের দায় নিয়ে পদত্যাগ করতে বাধ্য হলেন কার্লেস কুয়াদ্রাত। ইমামি ইস্টবেঙ্গল এফসির পক্ষ থেকে এক বিবৃতি দিয়ে সে খবর অফিসিয়ালি জানানো হয়েছে।
কলকাতা: লাল-হলুদের সঙ্গে সম্পর্কে ইতি টানলেন কার্লেস কুয়াদ্রাত (Carles Cuadrat)। চলতি আইএসএলে (ISL) হারের হ্যাটট্রিক করেছে ইস্টবেঙ্গল (East Bengal)। এ বার ইন্ডিয়ান সুপার লিগে দলের হারের দায় নিয়ে পদত্যাগ করতে বাধ্য হলেন কার্লেস কুয়াদ্রাত। ইমামি ইস্টবেঙ্গল এফসির পক্ষ থেকে এক বিবৃতি দিয়ে সে খবর অফিসিয়ালি জানানো হয়েছে। কুয়াদ্রাতের ছেড়ে যাওয়া লাল-হলুদ শিবিরের কোচের সিটে দেখা যাবে কাকে?
ইস্টবেঙ্গলের পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে, আপাতত দলের অন্তর্বর্তীকালীন হেড কোচের দায়িত্ব সামলাবেন বিনো জর্জ। কুয়াদ্রাতের জায়গায় পাকাপাকিভাবে যিনি ইস্টবেঙ্গল কোচ হবেন, তাঁর নাম পরবর্তীতে টিমের পক্ষ থেকে জানানো হবে। এটিও বিবৃতিতে পরিষ্কার করেছে ইমামি ইস্টবেঙ্গল এফসি।
জানা গিয়েছে, ইস্টবেঙ্গলের কর্তাদের সঙ্গে বৈঠক করার পরই কোচের দায়িত্ব ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন কার্লেস কুয়াদ্রাত। ইস্টবেঙ্গলের টানা ৫ ম্যাচ হারের ফলে কুয়াদ্রাতে মোহভঙ্গ হয়েছে দলের সমর্থকদের। গত মরসুমে স্প্যানিশ কোচ কার্লেস কুয়াদ্রাতকে ইস্টবেঙ্গল সমর্থকরা মাথায় তুলে রেখেছিলেন। আর তাঁরাই এ বার ঘরের মাঠে এফসি গোয়ার কাছে ইস্টবেঙ্গল হারার পর কোচের মুণ্ডপাত করেছেন। গ্যালারি থেকে ইস্টবেঙ্গল সমর্থকরা গো ব্যাক কার্লেস স্লোগানও দেন। এই পরিস্থিতিতে বড় সিদ্ধান্ত নিলেন কুয়াদ্রাত।
এ বছরের শুরুতে ইস্টবেঙ্গলকে কলিঙ্গ সুপার কাপ জিততে সাহায্য করেছিলেন কুয়াদ্রাত। গত বছরের ডুরান্ড কাপে তাঁর কোচিংয়ে রানার্স হয়েছিল লাল-হলুদ। এই পারফরম্যান্সের সুবাদে কুয়াদ্রাত সমর্থকদের কাছে ম্যাজিশিয়ান বনে গিয়েছিলেন। সেখান থেকে এ বার তিনি ভিলেন হয়ে ইস্টবেঙ্গল থেকে আলাদা হলেন।
#EastBengalFC regretfully announces the departure of Carles Cuadrat as Head Coach following his resignation.
Coach Carles led us to the Kalinga Super Cup title earlier this year and a runners-up finish in last year’s Durand Cup. We thank him for his contributions and wish him… pic.twitter.com/pxfln0sIlK
— East Bengal FC (@eastbengal_fc) September 30, 2024
ইমামি গ্রুপের পক্ষ থেকে বিভাস বর্ধন আগরওয়াল বলেন, ‘ইমামি ইস্ট বেঙ্গল এফসি ম্যানেজমেন্ট কোচ কার্লেসকে কলিঙ্গ সুপার কাপ জয়ের জন্য অভিনন্দন জানাচ্ছে। তিনি দীর্ঘদিন পর এএফসি মহাদেশীয় প্রতিযোগিতাতেও দলকে নিয়ে গিয়েছিলেন। আমরা তাঁর ভবিষ্যতের জন্য শুভকামনা জানাই।’