East Bengal : লাল-হলুদে কামব্যাক খাবরার, ইস্টবেঙ্গলকে শক্তিশালী করতে ত্রিমূর্তির আগমন
আইএসএলের একটা মরসুমেও সাফল্য পায়নি ইস্টবেঙ্গল। এ বার আর কোনও গড়িমসি নয়। শুরু থেকেই জোরকদমে দল গঠনের কাজ করছে ইস্টবেঙ্গল (East Bengal)।
কলকাতা : নতুন মরসুমে যাবতীয় ভুল শোধরাতে মরিয়া লাল-হলুদ শিবির। আইএসএলের (ISL) একটা মরসুমেও সাফল্য পায়নি ইস্টবেঙ্গল। এ বার আর কোনও গড়িমসি নয়। শুরু থেকেই জোরকদমে দল গঠনের কাজ করছে ইস্টবেঙ্গল (East Bengal)। একে একে দেশি-বিদেশি ফুটবলারদের সই করিয়ে চলেছে ইস্টবেঙ্গল। এ বার লাল-হলুদ আরও শক্তিশালী হল। ইস্টবেঙ্গলে যোগ দিলেন তিন তারকা। হরমনজ্যোৎ সিং খাবরা, মন্দার রাও দেশাই এবং এডউইন সিডনি ভান্সপল। চলতি মাসের ৫ জুন TV9 Bangla জানিয়েছিল খাবরা আর মন্দারকে নিচ্ছে ইস্টবেঙ্গল (৭ বছর পর লাল-হলুদে ফিরছেন খাবরা, মৌখিক সম্মতি মন্দারের)। এ বার সেই খবরে শিলমোহর। বিস্তারিত রইল TV9Bangla Sports এর এই প্রতিবেদনে।
৭ বছর বাদে লাল-হলুদে ফিরে উচ্ছ্বসিত পঞ্জাব তনয় হরমনজ্যোৎ সিং খাবরা। ঘরের ফেরার অনুভূতি নিয়ে তিনি নিজের মনের ভাব প্রকাশ করেন। খাবরা জানান, ঘরে ফিরে ফ্যানেদের সামনে আবার ১০০ শতাংশ দিতে তৈরি তিনি। ডার্বি নিয়ে খাবরা যে বিশেষ উচ্ছ্বসিত তাও বলেন। কার্লোস কুয়াদ্রাতের কোচিংয়ে আগেও খেলেছেন খাবরা। তাঁর মতে, কার্লোস তাঁকে উন্নতি করতে অনেক সাহায্য করেছে।
খাবরার পাশাপাশি মন্দার রাও দেশাইও ইস্টবেঙ্গলে যোগ দিয়ে নতুন চ্যালেঞ্জকে স্বাগত জানিয়েছেন। নিজের সেরাটা লাল-হলুদকে দিতে তৈরি মন্দার। ইস্টবেঙ্গলের স্পেনীয় কোচ কার্লোস কুয়াদ্রাতের টেকনিক নিয়েও ওয়াকিবহল মন্দার। কার্লোসের অধীনে ফের খেলার সুযোগ পেয়ে উচ্ছ্বসিত মন্দার।
ইস্টবেঙ্গলে যোগ দেওয়া নিয়ে এডউইন সিডনি ভান্সপল জানান, কলকাতা ফুটবলের ঐতিহ্য সম্পর্কে তিনি অবগত। তাই ইস্টবেঙ্গলের মতো এক আইকনিক ক্লাবে যোগ দেওয়া তাঁর কাছে বড় ব্যাপার। অতীতে ইস্টবেঙ্গলের বিরুদ্ধে খেলার সময় এই ক্লাবের ফ্যানেদের উন্মাদনা দেখেছেন ভান্সপল। সেই ফ্যানেদের সামনে নিজেকে তুলে ধরতে চান ভান্সপল।
খাবরা, মন্দার ও ভান্সপলের ইস্টবেঙ্গলে যোগ দেওয়া নিয়ে ইমামি গ্রুপের চিফ মার্কেটিং অফিসার দেবব্রত মুখোপাধ্যায় জানান, এই তিন ফুটবলার ভারতীয় ফুটবলের সমস্ত ট্রফি জিতেছে। তাঁর মতে, এই ত্রয়ীর গুণমান, অভিজ্ঞতা এবং বিজয়ী মানসিকতা ইস্টবেঙ্গল স্কোয়াডকে শক্তিশালী করবে এবং গভীরতা যোগ করবে।