AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

ENG vs IRN Live Streaming: জেনে নিন কখন, কীভাবে দেখবেন বিশ্বকাপে ইংল্যান্ড বনাম ইরানের ম্যাচ

England vs Iran, FIFA world Cup 2022 Live Match Score: আজ শুরু হচ্ছে কাতার বিশ্বকাপ। আগামীকাল যাত্রা শুরু হ্যারি কেনের ইংল্যান্ডের। প্রতিপক্ষ ইরান।

ENG vs IRN Live Streaming: জেনে নিন কখন, কীভাবে দেখবেন বিশ্বকাপে ইংল্যান্ড বনাম ইরানের ম্যাচ
ENG vs IRN Live Streaming: জেনে নিন কখন, কীভাবে দেখবেন বিশ্বকাপে ইংল্যান্ড বনাম ইরানের ম্যাচ
| Edited By: | Updated on: Nov 20, 2022 | 8:06 PM
Share

দোহা: আজ শুরু হচ্ছে কাতার বিশ্বকাপ। ১৮ নভেম্বর অবধি গোটা বিশ্ব ডুবে থাকবে কাতার বিশ্বকাপে (Qatar World Cup 2022)। দেশ-বিদেশের ফুটবল প্রেমীদের জন্য এ বারের বিশ্বকাপ আলাদা হতে চলেছে। করোনার পর এই প্রথম ফুটবল বিশ্বকাপ হচ্ছে। ধারা বদলে এ বার জুন-জুলাইয়ে নয়, বিশ্বকাপ হতে চলেছে শীতকালে। মোট ৩২ টি দল অংশ নিয়েছে এ বারের বিশ্বকাপে। আগামীকাল রয়েছে হ্যারি কেনের দলের ম্যাচ। প্রতিপক্ষ ইরান। TV9Bangla-র এই প্রতিবেদনে জেনে নিন কখন ও কীভাবে দেখবেন বিশ্বকাপে ইংল্যান্ড বনাম ইরানের ম্যাচ। উল্লেখ্য, গ্রুপ-বি-তে রয়েছে ইংল্যান্ড এবং ইরান।

এ বারের ফুটবল বিশ্বকাপে ইংল্যান্ড বনাম ইরানের ম্যাচটি কবে হবে?

এ বারের ফুটবল বিশ্বকাপে ইংল্যান্ড বনাম ইরানের ম্যাচটি আগামীকাল সোমবার (২১ নভেম্বর) হবে।

কাতার বিশ্বকাপে ইংল্যান্ড বনাম ইরানের ম্যাচটি কোথায় হবে?

কাতার বিশ্বকাপে ইংল্যান্ড বনাম ইরানের ম্যাচটি খালিফা ইন্টারন্যাশানাল স্টেডিয়ামে হবে।

ভারতীয় সময় অনুসারে কাতার বিশ্বকাপে ইংল্যান্ড বনাম ইরানের ম্যাচটি কখন শুরু হবে?

ভারতীয় সময় অনুসারে কাতার বিশ্বকাপে ইংল্যান্ড বনাম ইরানের ম্যাচটি শুরু হবে সন্ধ্যা ৬.৩০ মিনিটে।

কোথায় দেখা যাবে কাতার বিশ্বকাপে ইংল্যান্ড বনাম ইরানের ম্যাচটির লাইভ স্ট্রিমিং?

কাতার বিশ্বকাপে ইংল্যান্ড বনাম ইরানের ম্যাচটির লাইভ স্ট্রিমিং (Live streaming) দেখা যাবে টিভিতে স্পোর্টস ১৮ এবং স্পোর্টস ১৮ এইচডি চ্যানেলে। এ ছাড়া কাতার বিশ্বকাপের ম্যাচগুলির লাইভ স্ট্রিমিং দেখা যাবে জিও সিনেমা অ্যাপ্লিকেশনে। পাশাপাশি বিশ্বকাপে ইংল্যান্ড বনাম ইরানের ম্যাচটির লাইভ আপডেট পাওয়া যাবে TV9Bangla ওয়েবসাইটে।

কাতার বিশ্বকাপে ইংল্যান্ড স্কোয়াড —

  • গোলরক্ষক- জর্ডন পিকফোর্ড, অ্যারন ব়্যামসডেল, নিক পোপ
  • ডিফেন্ডার- কায়রন ট্রিপিয়ার, ট্রেন্ট অ্যালেকজান্ডার-আর্নল্ড, কাইল ওয়াকার, বেন হোয়াইট, হ্যারি ম্যাগুয়ের, জন স্টোনস, এরিক ডায়ার, কনর কোডি, লুক শ
  • মিডফিল্ডার- ডেক্লান রাইস, জুড বেলিংহ্যাম, কেলভিন ফিলিপস, জর্ডন হেন্ডারসন, কনর গ্যালাঘার, মেসন মাউন্ট
  • ফরোয়ার্ড- হ্যারি কেন, ক্যালাম উইলসন, মার্কাস ব়্যাশফোর্ড, রহিম স্টার্লিং, বুকায়ো সাকা, ফিল ফডেন, জ্যাক গ্রিলিশ, জেমস ম্যাডিসন

কাতার বিশ্বকাপে ইরান স্কোয়াড —

  • গোলরক্ষক : আলিরেজা বেইরানভান্দ, আমির আবেদজাদে, হোসেন হোসেইনি, পায়াম নিয়াজমান্দ।
  • ডিফেন্ডার : মজিদ হোসেইনি, হোসেইন কানানি, শোজা খলিজাদে, মোর্তেজা পৌরালিগঞ্জি, সাদেঘ মোহরামি, মিলাদ মহমাদি, এহসান হজসফি, রমিন রেজায়েন, অবোলফাজি জালালি।
  • মিডফিল্ডার : বাহিদ আমিরি, সইদ এজাতোলাহি, আলি করিমি, আহমাদ নুরোল্লাহি, রোজবে চেশমি,
  • ফরোয়ার্ড : সামান ঘোদ্দোস, আলীরেজা জাহানবখশ, মেহেদি তোরাবি, আলি ঘোলিজাদে, করিম আনসারিফার্ড, সরদার আজমাউন, মেহদি তারেমি।