কলকাতা: ইউরো কাপের (EURO CUP) বল মাঠে গড়িয়েছে। দেখতে দেখতে এক একটা দল সফর শুরু করছে। এ বার হ্যারি কেনের ইংল্যান্ডের ইউরো সফর শুরুর পালা। এখনও অবধি ইউরো কাপ জয়ের স্বাদ পায়নি থ্রি লায়ন্সরা। এ বার সেই অধরা মাধুরী লাভের জন্য অন্য পন্থা অবলম্বন করলেন ইংল্যান্ডের কোচ গ্যারেথ সাউথগেট। ধারাবাহিক ভালো পারফর্ম করলেও ইউরো ট্রফির খরা কেন চলছে ইংল্যান্ডে? উত্তর খুঁজছেন অনেক ফুটবল প্রেমী। আপাতত থ্রি লায়ন্সদের ফোকাস এ বারের ইউরো কাপে ভালো পারফর্ম করা। এরই মাঝে সামনে এসেছে এমন খবর যে, ইউরো কাপে সাফল্যের জন্য ইংল্যান্ড (England) অনুপ্রেরণা নিচ্ছে কিম কার্দাশিয়ানের থেকে! এমনকি ইউরোতে কতক্ষণ ঘুমোবেন হ্যারি কেন, নজর থাকবে কিম কার্দাশিয়ানের!
এ বারের ইউরো কাপে ইংল্যান্ডকে সাফল্য এনে দিতে এক বিশেষ টেকনোলজির আশ্রয় নিয়েছেন হ্যারি কেনদের ক্যাপ্টেন গ্যারেথ সাউথগেট। মার্কিনি মডেল-অভিনেত্রী কিম কার্দাশিয়ানও সেই টেকনোলজি ব্যবহার করেন। এবং এই বিষয়টা পছন্দ করেছেন। এ বার আসা যাক টেকনোলজিতে। গ্যারেথ সাউথগেট এবং ইংল্যান্ডের একাধিক ফুটবলার এ বার এক বিশেষ আংটি পরছেন। যেখানে রয়েছে বিশেষ প্রযুক্তি।
আসলে ওই আংটি একটি বিশেষ যন্ত্র। যা ঘুম থেকে শুরু করে শরীরের কত তাপমাত্রা সব কিছুরই খেয়াল রাখে। ফুটবলারদের মানসিক চাপ কতখানি, তাঁদের হৃদযন্ত্র কেমন রয়েছে, স্বাস্থ্য কেমন আছে সব রিপোর্ট নিমেষে মেলে ওই আংটি থেকে। ইংল্যান্ডের ফুটবলারদের অনুশীলনের সময় সেই আংটি হাতে দেখা গিয়েছে।
এ বারের ইউরো কাপ গ্যারেথ সাউথগেটের জন্য বিশেষ চ্যালেঞ্জ। চব্বিশের ডিসেম্বরে তাঁর কোচ হিসেবে চুক্তি শেষ হচ্ছে। তাই ইংল্যান্ডকে যদি এ বারও তিনি সাফল্য না দিতে পারেন, তা হলে ডিসেম্বরের আগেই তিনি হয়তো কোচের পদ থেকে পদত্যাগ করতে পারেন। ফুটবল মহলে বার বার আলোচনা চলে, কোনও টুর্নামেন্টের নকআউটে গিয়ে ইংল্যান্ড চাপে পড়ে যায়। কাতার বিশ্বকাপ, রাশিয়া বিশ্বকাপেও বলা হয়েছে ইংল্যান্ড গ্রুপ লিগে ভালো খেললেও, নকআউটে আর চাপ ধরে রাখতে পারে না। ইউরো কাপেও একই ছবি দেখা গিয়েছে। ইংল্যান্ডের ইউরোতে সবচেয়ে ভালো ফল ২০২০ সালে। সে বার ইউরোতে রানার্স হয়েছিল ইংল্যান্ড। এখন দেখার এই বিশেষ আংটি পরে কতটা ভালো পারফর্ম করতে পারেন হ্যারি কেনরা।