FRA vs AUS Live Score : ফুল টাইম, অঁরির রেকর্ড ছুঁলেন জিরো, ৪-১ জিতল ফ্রান্স
FRANCE vs AUSTRALIA, FIFA world Cup 2022 Live Score Updates: দেখুন ফিফা বিশ্বকাপ ২০২২, গ্রুপ ডি-এর, ফ্রান্স বনাম অস্ট্রেলিয়া (FRANCE vs AUSTRALIA) ম্যাচের পুঙ্খানুপুঙ্খ লাইভ আপডেট।
আল বাখরা : কাতার বিশ্বকাপে (Qatar World Cup 2022) অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বিশাল জয়ে অভিযান শুরু করল গত বারের চ্যাম্পিয়ন ফ্রান্স (France)। এ বার ক্লাব মরসুমের মাঝে বিশ্বকাপ। এর জন্য বেশ কিছু দলকে ভুগতে হয়েছে। ফ্রান্সও তাদের মধ্যে অন্যতম। পল পোগবা, এনগোলো কান্তের মতো দুই সেরা ফুটবলারকে চোটের জন্য পায়নি ফ্রান্স। কাতারে পৌঁছেও চোট পিছু ছাড়েনি। পিএসজির হয়ে খেলা ডিফেন্ডার প্রিসনেল কিম্পেম্বে ছিটকে যান। এখানেই ইতি নয়। শেষ মুহূর্তে ছিটকে গিয়েছেন দলের সেরা স্ট্রাইকার করিম বেঞ্জেমা (Karim Benzema)। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ম্যাচেও শুরুটা ভালো হয়নি। মাত্র ৯ মিনিটেই পিছিয়ে পড়ে ফ্রান্স। এরপরই দাপট। অলিভিয়ের জিরোর জোড়া গোল, এমবাপে এবং ব়্যাবিয়টের গোলে ফাইনাল স্কোরলাইন ফ্রান্সের পক্ষে ৪-১। অস্ট্রেলিয়া গোলরক্ষক এবং ডিফেন্স অনবদ্য কিছু সেভ না করলে, আরও বড় ব্যবধানে জিততে পারত ফ্রান্স।
LIVE NEWS & UPDATES
-
এক নজরে
- অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ৪-১ গোলে জয়ে বিশ্বকাপ অভিযান শুরু করল চ্যাম্পিয়ন ফ্রান্স।
- ম্যাচ শুরুর মাত্র ৯ মিনিটে অস্ট্রেলিয়াকে এগিয়ে দেন ক্রেগ গুডউইন।
- ফ্রান্সের হয়ে সমতা ফেরান আদ্রিয়েন ব়্যাবিয়ট।
- অলিভিয়ের জিরো জোড়া গোল করেন।
- অনবদ্য পারফরম্যান্স এবং একটি গোলও করেন কিলিয়ান এমবাপে।
- গ্রুপ ডি-তে শীর্ষে ফ্রান্স।
-
থিয়েরি অঁরির নজির ছুঁলেন জিরো
দেশের জার্সিতে ৫১ নম্বর গোল অলিভিয়ের জিরোর। ফরাসি তারকা থিয়েরি অঁরির রেকর্ড ছুঁলেন অলিভিয়ের।
-
-
এক গোল খেয়ে তিন…
চ্যাম্পিয়নদের অনবদ্য় প্রত্যাবর্তন। ম্যাচের মাত্র ৯ মিনিটে গুডউইনের গোলে পিছিয়ে পড়েছিল চ্যাম্পিয়ন ফ্রান্স। ব়্যাবিয়ট, জিরোর পর এ বার এমবাপে। ফ্রান্সের হয়ে তৃতীয় গোল। ৩-১ এগিয়ে গেল গত বারের চ্যাম্পিয়ন।
-
রেকর্ড অ্যালার্ট
দেশের জার্সিতে গোলের হাফসেঞ্চুরি। ফ্রান্সকে ২-১ ব্যবধানে এগিয়ে দিলেন অলিভিয়ের জিরো। বক্সের মধ্যে অনবদ্য পাস আদ্রিয়েন ব়্যাবিয়টের।
-
দাদার পরিবর্তে ভাই
চোটে মাঠ ছেড়েছিলেন লুকাস হার্নান্ডেজ। পরিবর্তে নামেন ভাই থিও হার্নান্ডেজ। তাঁর ক্রসেই হেডে গোল ব়্যাবিয়টের।
-
-
আরও একটা অঘটন হবে কি?
ম্যাচের মাত্র ৯ মিনিট। ক্রেগ গুডউইনের গোলে এগিয়ে গেল অস্ট্রেলিয়া। ফ্রান্সের রক্ষণ শুরুতেই ভয় ধরাল। ফুল ফিট না হওয়ায়, রাফায়েল ভারান বেঞ্চে। চোট পেলেন লেফ্ট ব্যাক লুকাস হার্নান্ডেজ। পরিবর্তে নামানো হল থিও হার্নান্ডেজকে।
-
রেকর্ড অ্যালার্ট
ফ্রান্সের হয়ে সবচেয়ে বেশি বয়সে বিশ্বকাপ খেলার নজির গড়লেন অলিভিয়ের জিরো এবং হুগো লরিস। তাঁদের বয়স যথাক্রমে ৩৬ বছর ৫৩ দিন ও ৩৫ বছর ৩৩১ দিন। এর আগে এই নজির ছিল ফ্যাবিয়েন বার্তেজের (৩৫ বছর ১১ দিন)।
-
আলোর ধারা
চ্যাম্পিয়নদের ম্যাচের শুরুতে স্টেডিয়ামের চিত্র…
? #FRAAUS #Qatar2022 pic.twitter.com/8xKokBAXzz
— Benjamin Quarez (@B_Quarez) November 22, 2022
-
ফ্রান্সের ভরসা…
লাস্ট মিনিট সাজেশন…তেমনটাই কী? এমবাপে ও গ্রিজম্য়ান
AG7 x KM10 ⭐️ pic.twitter.com/k1RG1nTMpZ
— FIFA World Cup (@FIFAWorldCup) November 22, 2022
-
অস্ট্রেলিয়া প্রথম একাদশ
অস্ট্রেলিয়া প্রথম একাদশ : ম্যাথিউ রায়ান, নাথানিয়েল অ্যাটকিনসন, কাই রোয়েলস, ম্যাথিউ লেকি, অ্যারন মোই, রাইলি ম্যাকগ্রি, মিচেল ডিউক, আজিজ বেহিচ, হ্যারি সুতার, জ্য়াকসন আরভিন, ক্রেগ গুডউইন
-
ফ্রান্সের প্রথম একাদশ
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ফ্রান্সের প্রথম একাদশ : হুগো লরিস, বেঞ্জামিন পাভার্ড, ইব্রাহিমা কোনাতে, দায়ত উপামেকানো, লুকাস হার্নান্ডেজ, অরেলিয়েঁ শৌমেনি, আদ্রিয়েন ব়্যাবিয়ট, আন্তোনিও গ্রিজম্যান, উসমান ডেম্বেলে, কিলিয়ান এমবাপে, অলিভিয়ের জিরো
-
একটু পরই নামছে চ্যাম্পিয়ন ফ্রান্স…
টিভিনাইন বাংলার লাইভ ব্লগে স্বাগত। কাতার বিশ্বকাপে অভিযান শুরু করছে গত বারের চ্যাম্পিয়ন ফ্রান্স। কিছুক্ষণ পরই শুরু ম্যাচ। ফ্রান্সের প্রথম প্রতিপক্ষ অস্ট্রেলিয়া।
Published On - Nov 22,2022 11:30 PM