FRA vs POL Highlights: এমবাপের জোড়া গোল, পোল্যান্ডকে হারিয়ে শেষ আটে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা

| Edited By: | Updated on: Dec 04, 2022 | 10:40 PM

France vs Poland, FIFA World Cup 2022 LIVE: শুরু হয়েছে ২০২২ ফিফা বিশ্বকাপে শেষ ষোলোর লড়াই। রবিবার মুখোমুখি ফ্রান্স ও পোল্যান্ড। বিশ্বকাপের পুঙ্খানুপুঙ্খ লাইভ আপডেটের জন্য নজর রাখুন TV9Bangla-র লাইভ ব্লগে।

FRA vs POL Highlights: এমবাপের জোড়া গোল, পোল্যান্ডকে হারিয়ে শেষ আটে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা
ফ্রান্স বনাম পোল্যান্ড

দোহা: কাতার বিশ্বকাপে শুরু হয়েছে রাউন্ড অব সিক্সটিনের লড়াই। এখান থেকে ভুলচুকের কোনও জায়গা নেই। পা হড়কালেই টুর্নামেন্ট থেকে বিদায়। ইতিমধ্যে শেষ আটে পৌঁছে গিয়েছে নেদারল্যান্ডস ও আর্জেন্টিনা। বাকি দলগুলোর মধ্যে কোন ছয়টি দল কোয়ার্টার ফাইনালে পৌঁছাবে তা নির্ধারণ হয়ে যাবে ৭ ডিসেম্বরের মধ্যে। শেষ ষোলোর পর্বের দ্বিতীয় দিনে মাঠে নেমেছিল ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ফ্রান্স। চোট আঘাত জর্জরিত ফ্রান্স নিজেদের শেষ ম্যাচে অপ্রত্যাশিতভাবে হেরে যায় তিউনেশিয়ার বিরুদ্ধে। গ্রুপ চ্যাম্পিয়ন হলেও অপরাজিত থেকে শেষ ষোলোয় পা রাখতে পারেননি কিলিয়ান এমবাপেরা। সেই হারের ক্ষত ভুলে নকআউটের ম্যাচে পোল্যান্ডের বিরুদ্ধে অনবদ্য ফুটবল খেলেছে ফ্রান্স। ৩-১ গোলে ম্যাচ জিতে কোয়ার্টার ফাইনালে পৌঁছে গেল দিদিয়ের দেশঁর দল। বিশ্বকাপ থেকে বিদায় লেওয়ানডস্কির পোল্যান্ডের।

LIVE NEWS & UPDATES

The liveblog has ended.
  • 04 Dec 2022 10:37 PM (IST)

    ছুটছেন এমবাপে

    চলতি বিশ্বকাপের ৪টি ম্যাচে ৫টি গোল। কাতারে দুরন্ত গতিতে এগোচ্ছেন ২৪ বছরের কিলিয়ান এমবাপে। বিশ্বকাপে গোলসংখ্যায় পিছনে ফেললেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো, নেইমারকে। ছুঁয়ে ফেললেন লিওনেল মেসিকে। বিশ্বকাপে ৯ গোল করে ফেললেন এমবাপে। রোনাল্ডোর গোলসংখ্যা ৮, নেইমার-৬।

  • 04 Dec 2022 10:29 PM (IST)

    জিতে শেষ আটে ফ্রান্স

    পোল্যান্ডকে ৩-১ গোলে হারিয়ে তৃতীয় দল হিসেবে কাতার বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে পা রাখল ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ফ্রান্স। এমবাপের জোড়া গোল। ব্যক্তিগত ৫২তম গোল করলেন অলিভিয়ের জিরু। শেষ আটে ফ্রান্সের প্রতিপক্ষ ইংল্যান্ড বনাম সেনেগাল ম্যাচের বিজয়ী দল।

  • 04 Dec 2022 10:29 PM (IST)

    শেষ মুহূর্তে ব্যবধান কমাল পোল্যান্ড

    ম্যাচের একেবারে শেষ মুহূর্তে পেনাল্টি পায় পোল্যান্ড। লেওয়ানডস্কির শট আটকে দেন ফ্রান্সের গোলরক্ষক হুগো লরিস। তবে শট নেওয়ার আগেই ফ্রান্সের ফুটবলাররা বক্সে ঢুকে পড়ায় রেফারি আরও একবার সুযোগ দেন। দ্বিতীয়বার আর কোনও ভুল করেননি পোলিশ স্ট্রাইকার। তবে আখেরে লাভ হল না। অন্তত ১ গোলে মান বাঁচিয়ে ১-৩ ব্যবধানে হেরে মাঠ ছেড়েছে পোলিশরা।

  • 04 Dec 2022 10:20 PM (IST)

    এমবাপের দ্বিতীয় গোল

    ম্যাচের সংযুক্তি সময়ে আরও একটি অনবদ্য গোল কিলিয়ান এমবাপের। ডান পায়ের কোনাকুনি শটে বল জালে জড়িয়ে দিলেন। নকআউটের ম্যাচে জোড়া গোল। ফ্রান্স ৩-০ পোল্যান্ড।

  • 04 Dec 2022 10:06 PM (IST)

    গোওওললল...এ বার এমবাপে

    ২-০ গোলে এগিয়ে গেল ফ্রান্স। নিখুঁত টেকনিকে এমবাপের অনবদ্য গোল। ৭৪ মিনিটে ব্যবধান দ্বিগুণ ফ্রান্সের। ফ্রান্স ২-০ পোল্যান্ড।

  • 04 Dec 2022 09:57 PM (IST)

    লিড ধরে রেখেছে ফ্রান্স

    ৪৩ মিনিটে গোল করেছিলেন অলিভিয়ের জিরু। সেই লিড বজায় রেখেছে ফ্রান্স। এমবাপেরা চেষ্টা করছেন গোল সংখ্যা বাড়িয়ে নিতে। সমতায় ফেরার চেষ্টা লেওয়ানডস্কিরাও। ৬৮ মিনিট অতিক্রান্ত হলেও কোনও পক্ষই গোল করতে পারেনি।

  • 04 Dec 2022 09:38 PM (IST)

    চলছে দ্বিতীয়ার্ধের খেলা

    বিরতির পর মাঠে নেমেছে দুই দল।

  • 04 Dec 2022 09:24 PM (IST)

    হাফ টাইম

    আল থুমামা স্টেডিয়ামে রুদ্ধশ্বাস ৪৫ মিনিটের খেলায় এগিয়ে গেল ফ্রান্স। বিরতির ঠিক আগে অলিভিয়ের জিরোর গোলে এগিয়ে ফ্রান্স। ৫২তম গোল করে ফ্রান্সের সর্বাধিক গোলদাতার তালিকায় থিয়েরি অঁরিকে ছাপিয়ে গেলেন জিরো।

  • 04 Dec 2022 09:16 PM (IST)

    গোওওললল...

    আক্রমণে ঝড় তুলছিল ফ্রান্স। তারই ফলশ্রুতিতে এমবাপের পাস থেকে বাঁ পায়ের ফিনিশিংয়ে জিরোর গোল। সেজনির কিছু করার ছিল না। ৪৩ মিনিটে এগিয়ে গেল ফ্রান্স। ফ্রান্স ১-০ পোল্যান্ড।

  • 04 Dec 2022 09:02 PM (IST)

    গোলের সুযোগ মিস

    গ্রিজম্যানের বাড়ানো বল থেকে ডেম্বেলের সেন্টার। কিন্তু গোলের সহজ সুযোগ মিস করলেন জিরো। এটি তাঁর ৫২তম গোল হতে পারত। ম্যাচের ৩০ মিনিট অতিক্রান্ত। গোলের দেখা নেই।

  • 04 Dec 2022 08:54 PM (IST)

    ২০ মিনিট অতিক্রান্ত

    ম্যাচের ২০ মিনিট পার হয়ে গিয়েছে। ফ্রান্স ০-০ পোল্যান্ড। ম্যাচে দাপট বজায় ফ্রান্সের। পোল্যান্ডের গোলের কাছে পৌঁছে গিয়েও ফিরে আসতে হয়েছে। লেওয়ানডস্কির জোরালো শট গোলপোস্টের পাশ দিয়ে পেরিয়ে গেল।

  • 04 Dec 2022 08:40 PM (IST)

    পোল্যান্ডের ভোলবদল

    আর্জেন্টিনার বিরুদ্ধে অতি রক্ষণাত্মক খেলে সমালোচনার মুখে পড়েছিল পোল্যান্ড। নকআউটে তাই লেওয়ানডস্কিদের খেলায় পরিবর্তন এসেছে। ম্যাচের শুরু থেকে আক্রমণে উঠে আসছে পোল্যান্ড।

  • 04 Dec 2022 08:33 PM (IST)

    ফ্রান্স বনাম পোল্যান্ড: কিক অফ

    অতীতে ১৬বার প্রতিদ্বন্দ্বিতা করেছে দুটি দল। ফ্রান্স জিতেছে ৮টি। পোল্যান্ড ৩টি। ৫টি ম্যাচ ড্র। আল থুমামা স্টেডিয়ামে শুরু হল ফ্রান্স-পোল্যান্ড নকআউটের ম্যাচ।

  • 04 Dec 2022 08:19 PM (IST)

    এমবাপেদের ত্রাস সেজনি

    ম্যাচ হারলেও গ্রুপ পর্বে আর্জেন্টিনাকে চমকে দিয়েছিলেন পোল্যান্ডের গোলকিপার ওয়েচেক সেজনি। মেসির পেনাল্টি রুখে দেওয়া সেজনি দিদিয়ের দেশঁর দলের বড় মাথাব্যথা।

  • 04 Dec 2022 08:08 PM (IST)

    পোল্যান্ডের প্রথম একাদশ

    লেওয়ানডস্কির কঠিন পরীক্ষা। গ্রুপ পর্বে সে ভাবে ভরসা দিতে পারেননি। আজ তাঁর দিকে বাড়তি নজর থাকবে। এক নজরে পোল্যান্ডের প্রথম একাদশ...

  • 04 Dec 2022 08:05 PM (IST)

    ফ্রান্সের একাদশ...

    এমবাপেরা ফিরেছেন প্রথম একাদশে। আর কারা রয়েছেন, দেখে নিন ফ্রান্সের প্রথম একাদশ...

  • 04 Dec 2022 08:04 PM (IST)

    ফ্রান্স বনাম পোল্যান্ড

    TV9Bangla-র লাইভ আপডেটে স্বাগত। শেষ ষোলোয় মুখোমুখি হতে চলেছে ফ্রান্স ও পোল্যান্ড। প্রত্যাশিতভাবেই পূর্ণ শক্তির দল নিয়েই নামছে ফ্রান্স। পোল্যান্ডের লক্ষ্য গ্রুপ পর্বের হতাশাজনক পারফরম্যান্স থেকে বেরিয়ে আসা।

Published On - Dec 04,2022 7:30 PM

Follow Us: