Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

দেশঁর ট্যাকটিক্স নিয়ে প্রশ্ন গ্রিজম্যানের

কোচের ভুল ট্যাকটিক্সেই পয়েন্ট নষ্ট করে ফ্রান্স (France)। ম্যাচ শেষে এমনটাই জানান গ্রিজম্যান (Griezmann)। তিনি বলেন, 'আরও আক্রমণাত্মক স্ট্র্যাটেজি নিয়ে আমাদের খেলা উচিত ছিল। আক্রমণভাগের ফুটবলারদেরও দলে দরকার ছিল। এই সিস্টেমে কি ভাবে খেলা উচিত, তা আমাদের শিখতে হবে।'

দেশঁর ট্যাকটিক্স নিয়ে প্রশ্ন গ্রিজম্যানের
দেশঁর কৌশল নিয়ে প্রশ্ন গ্রিজুর। ছবি: টুইটার
Follow Us:
| Edited By: | Updated on: Mar 25, 2021 | 5:10 PM

প্যারিস: বিশ্বকাপজয়ী কোচ দিদিয়ের দেশঁর কৌশল নিয়ে প্রশ্ন তুললেন আতোয়াঁ গ্রিজম্যান। বিশ্বকাপের বাছাই পর্বে ইউক্রেনের কাছে আটকে যায় ফ্রান্স। ম্যাচ শেষ ১-১ গোলে। ১৯ মিনিটে ফ্রান্সকে এগিয়ে দেন গ্রিজম্যান। কিন্তু সেই লিড ধরে রাখতে ব্যর্থ হন বিশ্ব চ্যাম্পিয়নরা। ৫৭ মিনিটে কিম্পেম্বের আত্মঘাতী গোলে সমতায় ফেরে ইউক্রেন। ৬৪ শতাংশ বল দখলে রেখেও জিততে পারেনি ফ্রান্স।

আরও পড়ুন: কিপার এবিডিকেই চাইছেন হেসন

৪-২-৩-১ ফর্মেশনে বদলে ইউক্রেনের বিরুদ্ধে ৪-৪-২ ফর্মেশনে দল সাজান দেশঁ। তাতেই ছন্দপতন। কোচের ভুল ট্যাকটিক্সেই পয়েন্ট নষ্ট করে ফ্রান্স (France)। ম্যাচ শেষে এমনটাই জানান গ্রিজম্যান (Griezmann)। তিনি বলেন, ‘আরও আক্রমণাত্মক স্ট্র্যাটেজি নিয়ে আমাদের খেলা উচিত ছিল। আক্রমণভাগের ফুটবলারদেরও দলে দরকার ছিল। এই সিস্টেমে কি ভাবে খেলা উচিত, তা আমাদের শিখতে হবে। আমরা জিততে চেয়েছিলাম, কিন্তু আমরা সে ভাবে নিজেদের মেলে ধরতে পারিনি। আমাদের আরও উন্নতির প্রয়োজন।’

আরও পড়ুন: আইপিএল থেকে ছিটকে গেলেন দিল্লির ক্যাপ্টেন শ্রেয়স

কোচ দিদিয়ের দেশঁ ম্যাচের পরে বলেন, ‘প্রথমার্ধেই আমাদের জয় নিশ্চিত করা উচিত ছিল। আমরা সুযোগও পেয়েছিলাম কিন্তু কাজে লাগাতে পারিনি। দ্বিতীয়ার্ধে ম্যাচটা অনেক কঠিন হয়ে যায়। গোল হজম এড়ানো যেতেই পারত। তবে আমরা শেষ পর্যন্ত আক্রমণ চালিয়ে গিয়েছি। স্বভাবতই হতাশ, নিশ্চিত জয় হাতছাড়া করলাম।’

এরই মধ্যে গ্রুপ পর্বের আরও দু’টি ম্যাচ রয়েছে ফ্রান্সের। রবিবার কাজাখস্তান এবং বুধবার বসনিয়া-হার্জেগোভিনার বিরুদ্ধে খেলবে ফ্রান্স। এই দুটি ম্যাচের রেজাল্ট দেখেই ইউরোর দল ঘোষণা করবেন দিদিয়ের দেশঁ।