টটেনহ্যামেই থাকছেন হ্যারি কেন
Harry Kane: মরসুম শুরু হয়ে গেলেও হ্যারি কোনও ক্লাবে খেলবেন, সেটা নিয়ে প্রশ্ন শেষ হচ্ছিল না। তাঁর ভক্তরাও এ নিয়ে আলোচনা করছিলেন। মিডিয়ার আগ্রহ তো ছিলই।
লন্ডন: অন্য কোনও দলে যাচ্ছেন না। থাকছেন টটেনহ্যাম হটস্পারেই (Tottenham Hotspur)। জানালেন ইংল্যান্ডের অধিনায়ক হ্যারি কেন (Harry Kane)। মরসুম শুরু হয়ে গেলেও হ্যারি কোনও ক্লাবে খেলবেন, সেটা নিয়ে প্রশ্ন শেষ হচ্ছিল না। তাঁর ভক্তরাও এ নিয়ে আলোচনা করছিলেন। মিডিয়ার আগ্রহ তো ছিলই। হ্যারির মন্তব্যের সঙ্গেই শেষ হয়ে গেল ইংল্যান্ড অধিনায়কের ম্যাঞ্চেস্টার সিটিতে (Manchester City) যোগও দেওয়ার জল্পনা।
ক্লাব ছাড়ার জল্পনার মধ্যেই গত রবিবারের ম্যাচে উলভসের বিরুদ্ধে টটেনহ্যাম জার্সিতে মাঠে নেমেছিলেন হ্যারি। টুইটারে তিনি জানিয়েছেন, টটেনহ্যাম সমর্থকদের ভালোবাসায় তিনি মুগ্ধ। প্রচুর সমর্থক ক্লাব না ছাড়ার জন্য তাঁকে অনুরোধ করেছেন। এসব দেখার পরই ক্লাব না ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন।
ফুটবল কেরিয়ারের প্রথম দিন থেকেই টটেনহ্যামের সঙ্গে আছেন হ্যারি কেন। এক তরুণ ফুটবলার থেকে ইংল্যান্ড জাতীয় দলের অধিনায়াক হয়ে ওঠার সফরটা এই ক্লাব থেকেই। ১৬৬ গোল করেছেন এই ক্লাবের হয়েই।
It was incredible to see the reception from the Spurs fans on Sunday and to read some of the messages of support I've had in the last few weeks. ?⚽
I will be staying at Tottenham this summer and will be 100% focused on helping the team achieve success. #COYS pic.twitter.com/uTN78tHlk1
— Harry Kane (@HKane) August 25, 2021
টটেনহ্যাম হটস্পারের সঙ্গে এখনও তিন বছরের চুক্তি বাকি হ্যারির। এর মাঝেই পেপ গুয়ার্দিওলার ম্যাঞ্চেস্টার সিটি ইংল্যান্ড অধিনায়ককে পেতে ঝাঁপায়। ইংলিশ মিডিয়ার খবর দুপক্ষের চুক্তি প্রায় চুড়ান্ত হয়ে গেলেও, সিটি ও টটেনহ্যামের মধ্যে ট্রান্সফার ফি নিয়ে সমঝোতায় পৌঁছাতে পারেনি। তাই সিটির আশা ছেড়ে টটেনহ্যামেই আরও একটা বছর কাটিয়ে দেওয়ার সিদ্ধান্ত হ্যারি কেনের। আগামী রবিবার ওয়াটফোর্ডের বিরুদ্ধে মাঠে নামছে টটেনহ্যাম হটস্পার।
আরও পড়ুন: ফুটবলার ছাড়বে না প্রিমিয়ার লিগ