Mohun Bagan, Sanjiv Goenka: রুদ্ধশ্বাস ম্যাচ জিতেই মোহনবাগান সমর্থকদের বিরাট উপহার সঞ্জীব গোয়েঙ্কার
Mohun Bagan Super Giant: আর ম্যাচ শেষে সমর্থকদের নতুন বছরের আগাম উপহার দিলেন মোহনবাগান সুপার জায়েন্টের অন্যতম ডিরেক্টর সঞ্জীব গোয়েঙ্কা। বড়দিন আর নতুন বছরের উপহার বলাই যেতে পারে...।
কলকাতা: একেবারে টেনশনের চোরাস্রোত যাকে বলে। পিছিয়ে পড়েও দুরন্ত প্রত্যাবর্তন। একেবারে শেষ মিনিটে আলবার্তো রডরিগেজের গোলার মতো শট তিন পয়েন্ট এনে দেয়। ৮৬ মিনিট পর্যন্ত প্রিয় দল ১-২ গোলে পিছিয়ে থাকলেও মাঠ ছাড়েননি সমর্থকরা। গ্যালারি আঁকড়ে পড়েছিলেন। বাগান ফুটবলাররা সবুজ-মেরুন সমর্থকদের সেই বিশ্বাসের মর্যাদা দিলেন। আর ম্যাচ শেষে সমর্থকদের নতুন বছরের আগাম উপহার দিলেন মোহনবাগান সুপার জায়েন্টের অন্যতম ডিরেক্টর সঞ্জীব গোয়েঙ্কা। বড়দিন আর নতুন বছরের উপহার বলাই যেতে পারে…।
২ জানুয়ারি মোহনবাগানের পরবর্তী হোম ম্যাচ। প্রতিপক্ষ হায়দরাবাদ এফসি। তার আগে অবশ্য গোয়া আর পঞ্জাবের বিরুদ্ধে অ্যাওয়ে ম্যাচ খেলবেন ম্যাকলারেনরা। ২ তারিখ হায়দরাবাদ ম্যাচের পরই আবার ডার্বি। ২ তারিখ হায়দরাবাদ ম্যাচের জন্য বাগান জনতাদের কোনও টিকিট কাটতে হবে না। বিনামূল্যে মাঠে প্রবেশ করতে পারবেন সমর্থকরা। শনিবারের ম্যাচ জিতেই সমর্থকদের নতুন বছরের উপহার দিলেন সঞ্জীব গোয়েঙ্কা।
এই খবরটিও পড়ুন
১১ ম্যাচে ২৬ পয়েন্ট নিয়ে টেবল টপার মোহনবাগান। এবারও লিগ শিল্ড জয়ের হাতছানি। মরসুমে বেশ কয়েকটি ম্যাচে পিছিয়ে পড়ে কামব্যাক করেছে মোলিনার ছেলেরা। যে গতিতে ছুটে চলেছেন কামিংস, দিমিত্ররা তাতে নতুন বছরে ফের খেতাবের স্বপ্ন দেখতে পারে মোহন জনতা।